রক্তাক্ত সুদান ছাড়ার চেষ্টা, গুলিবিদ্ধ ব্রিটিশ বৃদ্ধ, অনাহারে মৃত্যু স্ত্রীর
সেনাবাহিনী ও আধাসেনার মধ্যে চলা সংঘর্ষে রক্তাক্ত সুদান। আমেরিকা ও সউদী আরবের উদ্যোগে জেদ্দায় আলোচনার টেবিলে বসলেও যুদ্ধ থামেনি। সেখানে এখনও আটক অন্য দেশের নাগরিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুদান ছাড়ার। এই পরিস্থিতিতে স্বদেশ ব্রিটেনে ফেরার চেষ্টা করতে গিয়ে স্নাইপারে গুলিবিদ্ধ হলেন এক ৮৫ বছরের বৃদ্ধ। তার বিশেষ চাহিদাসম্পন্ন স্ত্রী পরিত্যক্ত এক অঞ্চলে পড়ে থেকে মারা যান।
আবদাল্লা শোলাগামি লন্ডনের এক হোটেলের...