নর্দার্ন লাইটসের সবচেয়ে সুন্দর ছবি তোলা হল যেভাবে
গেলো সপ্তাহে যুক্তরাজ্য থেকে ‘অরোরা’ বা নর্দার্ন লাইটস (সূর্য্য থেকে বিপুল পরিমাণ শক্তি পৃথিবীর দিকে বিকিরণ হওয়া) খুব স্পষ্টভাবে চোখে পড়েছে। এমনকি সিলি দ্বীপপুঞ্জের মতো দূর দক্ষিণাঞ্চল থেকেও দেখা মিলেছে নর্দার্ন লাইটসের।
শিক্ষানবীশ থেকে শুরু করে পেশাদার ফটোগ্রাফার- সবাই এই নর্দার্ন লাইটস বা অরোরার ছবি তোলার জন্য সবচেয়ে উপযোগী জায়গার খোঁজে রীতিমতো প্রতিযোগিতা করেছেন। এদের মধ্যে কয়েক জন বিবিসির সাথে তাদের...