আগুন উৎসবে
পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসব উদযাপনের সময় দেশটিতে ১১ জন নিহত এবং সাড়ে তিন হাজারেরও বেশি আহত হয়েছে। ফারসি ভাষায় চাহারশানবে সুরি নামে আগুন উৎসবটি প্রতিবছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। ২০ মার্চ পর্যন্ত এই উৎসব চলে। জরুরি পরিষেবা প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা...