ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, অন্তত ১২ জনের প্রানহানী
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলীয় সাগরে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১২ জন মারা গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৭ জন। ফেরিতে ২৫০ জন যাত্রী ছিলেন।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে। দেশটির কোস্টগার্ডের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।ওই কর্মকর্তা জানান, আগুন লাগার পর ফেরিটি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও এর কোস্টগার্ড...