পবিত্র কুরআনের বর্ণনায় আলোকিত পরিবার-২

Daily Inqilab মাওলানা শিব্বীর আহমদ

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

একজন নেককার পুরুষের জন্য নেককার স্ত্রীর মতোই অসামান্য এক নিআমত, নেককার সন্তান। নিজের ঔরসজাত কিংবা গর্ভজাত বলে সন্তানের প্রতি ভালোবাসা মানুষ পোষণ করে, বিষয়টি এখানেই শেষ নয়। সন্তান ছাড়া সংসারে পূর্ণতা আসে না। শুধু সাংসারিক পূর্ণতাই নয়, নিজের জীবনও যেন অপূর্ণ থেকে যায়। অপূর্ণতার এ অনুভবে নারী-পুরুষে কোনো ফারাক নেই। নিঃসন্তান দম্পতি যারা, তারা আন্দায করতে পারবেন নিআমত হিসেবে সন্তান যে কতটা অসামান্য!

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এমনই এক নিঃসন্তান দম্পতির আকুতির বিবরণ দিয়েছেন। ঘটনাটি আমাদের নবী হযরত যাকারিয়া আলাইহিস সালামের। নিঃসন্তান অবস্থাতেই কেটে গিয়েছিল তাঁর যৌবনের দিনগুলো। তাঁর জীবনে এসে হানা দেয় বার্ধক্য। মাথার কালো চুলগুলো সাদা হয়ে যায়। বার্ধক্যের আঘাতে শরীর হয়ে পড়ে দুর্বল। বার্ধক্যে আক্রান্ত হয়েও সন্তানের আকাক্সক্ষা উপেক্ষা করতে পারেননি। আকুতিভরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছেন একজন সন্তানের জন্যে।

পবিত্র কুরআনের বিবরণ পড়ুন : (এটি) স্বীয় বান্দা যাকারিয়ার প্রতি তোমার প্রতিপালকের রহমতের বিবরণ, যখন সে স্বীয় প্রতিপালককে মৃদুস্বরে ডাকল। সে বলল, হে আমার প্রতিপালক! আমার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে; কিন্তু হে আমার প্রতিপালক! আপনার নিকট প্রার্থনা করে আমি কখনো বিফল হইনি। আমি আমার পরে আমার ভাই-বেরাদরের ব্যাপারে ভয় করি, অথচ আমার স্ত্রী বন্ধ্যা। তবুও আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন, যে আমারও উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশধরের উত্তরাধিকারও লাভ করবে। হে প্রতিপালক! তাকে এমন বানান, যে আপনার সন্তুষ্টিপ্রাপ্ত হবে। (আল্লাহ বললেন,) হে যাকারিয়া! আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। আমি আগে এ নামে আর কাউকে সৃষ্টি করিনি। (সূরা মারইয়াম : ২-৭)।

এই হলো সন্তান। এ সন্তানের জন্য একজন নবী বার্ধক্যে উপনীত হয়েও আল্লাহর দরবারে দুআ করতে পারেন। তবে সবিশেষ লক্ষ্যণীয়, হযরত যাকারিয়া আলাইহিস সালাম দুআ করেছেন এভাবেÑ আমাকে এমন এক সন্তান দান করুন, যে হবে আপনার সন্তুষ্টিপ্রাপ্ত। সহজ ভাষায় আমরা বলতে পারি নেককার। তাঁর এ প্রার্থনা সূরা আলে ইমরানে বর্ণিত হয়েছে এভাবে : হে আমার প্রতিপালক! আপনি আপনার পক্ষ থেকে আমাকে এক নেককার সন্তান দান করুন। (সূরা আলে ইমরান : ৩৮)।

শুরুতে সূরা ফুরকানে বর্ণিত আল্লাহ তাআলার খাস বান্দাদের যে দুআর কথা বলা হয়েছে, সেখানে এমন নেককার সন্তান আর নেককার জীবনসঙ্গীই প্রার্থনা করা হয়। সন্তান ও জীবনসঙ্গী যদি নেককার না হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টিপ্রাপ্ত না হয়, তাহলে সুখের শত উপকরণে ডুবে থেকেও জীবন হয়ে পড়ে বিভীষিকাময়। কুরআনের ভাষায় যাকে বলা হয়েছে, ‘ফিতনা’।

সূরা তাগাবুনের আয়াত : নিশ্চয়ই তোমাদের ধনসম্পদ ও তোমাদের সন্তানসন্ততি ফিতনাস্বরূপ। (সূরা তাগাবুন : ১৫)। ফিতনা মানে পরীক্ষা। সন্তান যদি নেককার হয়, তবে তো তা এক মহা নিআমত। তা এমন এক নিআমত, যার ফল মানুষ দুনিয়াতেও ভোগ করে, ভোগ করে মৃত্যু-পরবর্তী কবরের জীবনেও।

মৃত মা-বাবার জন্য জীবিত সন্তানের যে আকুতিভরা দুআ তা কি দুনিয়ার কোনো ভাষায় সংজ্ঞায়িত করা যায়! কিন্তু যদি- আল্লাহ না করুন- সে এমন না হয়, দুশ্চরিত্রের অধিকারী হয়, তবে যে সে সন্তান কেবল নিজের জীবন বরবাদ করবে, কিংবা বাবা-মা তার দুআ থেকে বঞ্চিত হবে এমন নয়; বরং এ সন্তানের কারণে বাবা-মায়ের দ্বীনদারীও আক্রান্ত হতে পারে। তখন পরকাল বরবাদ হবে সকলের সন্তানের এবং বাবা ও মায়ের; এমনকি দুনিয়ার স্বাচ্ছন্দ্যময় জীবনও জাহান্নাম হয়ে পড়তে পারে। মন্দ সন্তান বাবা-মাকেও মন্দ কাজে বাধ্য করতে পারে। অন্যায় মন্দ আবদার দিয়ে বাবা-মাকে তাদের অনুসৃত সরল পথ থেকে সরিয়ে দিতে পারে।

সন্তানের কাছে বাবা-মা এতটাই অসহায় হয়ে পড়েন, সারা জীবনের মেনে চলা রীতি-নীতিও তারা বিসর্জন দিতে বাধ্য হন ওই দুশ্চরিত্র সন্তানের কারণে।

মোটকথা, পরিবার আমাদের জীবনে এক স্বাভাবিক বাস্তবতা। আমাদের দৈনন্দিন জীবনে আপদে-বিপদে পরিবারের কাছেই আমরা আশ্রয় খুঁজে পাই। শত কষ্টের উপশম খুঁজে পাই। পরিবারের সদস্যরা, জীবনসঙ্গী কিংবা সঙ্গিনী এবং সন্তানাদি যদি দ্বীনদার হয়, নেককার হয়, তাহলে সে পরিবার আলোকিত পরিবার। দুনিয়ার এ ক্ষণস্থায়ী আবাসস্থলটাও এক টুকরা বেহেশত মনে হতে পারে। পার্থিব কোনো কষ্টই সেখানে মুখ্য নয়। কিন্তু যদি উল্টো হয়, তাহলে এর ফলও বিপরীতই হবে। এটাই স্বাভাবিকতা। পবিত্র কুরআনে তাই আমাদের এ চিরন্তন নির্দেশনা দেয়া হয়েছে, আমরা যেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, আমাদের পরিবার-পরিজনকেও যেন বাঁচিয়ে রাখার চেষ্টা করি।

পড়ুন : হে ঈমানদারেরা! তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত থাকবে কঠোরহৃদয় ফেরেশতারা, তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করে না এবং তিনি তাদের যা আদেশ করেন, তারা তা-ই করে। (সূরা তাহরীম : ৬)। আলোকিত পরিবার গড়ার জন্য এর বিকল্প নেই।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে: চীনের প্রত্যাশা

ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হবে: চীনের প্রত্যাশা

সউদী পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী, এখনো ১০ হাজারের ভিসা হয়নি

সউদী পৌঁছেছেন ১৫৫১৫ হজযাত্রী, এখনো ১০ হাজারের ভিসা হয়নি

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে সউদির চাপে বেকায়দায় বাংলাদেশ?

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুতে সউদির চাপে বেকায়দায় বাংলাদেশ?

রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরাইলের!

রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করতে পিএকে অনুরোধ ইসরাইলের!

চীন-আরব দেশ সহযোগিতা ফোরামের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে

চীন-আরব দেশ সহযোগিতা ফোরামের সম্মেলন চীনে অনুষ্ঠিত হবে

গাজায় হামলার প্রতিবাদে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বর্জন

গাজায় হামলার প্রতিবাদে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বর্জন

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১২

মুম্বাইয়ে ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ১২

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইসরাইলকে উস্কে দিলেন মার্কিন এমপি

গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলুন, ইসরাইলকে উস্কে দিলেন মার্কিন এমপি

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা নবম

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা নবম

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৪

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ১৪

ফরিদপুরের মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুটি শুশুক

ফরিদপুরের মধুমতী নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুটি শুশুক

ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ, কী কারণে

ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ, কী কারণে

সুমেরু থেকে লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! কোন জাদুতে সম্ভব?

সুমেরু থেকে লাদাখের আকাশে অরোরা বোরিয়ালিস! কোন জাদুতে সম্ভব?

চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন: মুখপাত্র

চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের অভিযোগ একেবারেই ভিত্তিহীন: মুখপাত্র

কনডেমড সেলের সাথে অন্যান্য সেলের পার্থক্য কী

কনডেমড সেলের সাথে অন্যান্য সেলের পার্থক্য কী

কারা ফটকে বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে ফুলের শুভেচ্ছা

কারা ফটকে বিএনপি নেতা হাবিব উন নবী সোহেলকে ফুলের শুভেচ্ছা

ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ ঢাকা আসছেন

ডোনাল্ড লু ২ দিনের সফরে আজ ঢাকা আসছেন

টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

টেকনাফে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

'চাপে পড়ে' পান্ডিয়াকে বিশ্বকাপ দলে নিতে হয়েছে

'চাপে পড়ে' পান্ডিয়াকে বিশ্বকাপ দলে নিতে হয়েছে

হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই

হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল বিসিসিআই