রোজা গুনাহ থেকে রক্ষাকারী ঢাল
১২ মার্চ ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৫, ১২:৩১ এএম

হাদিস শরীফে এসেছে : রোজা হলো ঢাল। (সহীহ বুখারী : ১৮৯৪)। রোজা গুনাহ থেকে রক্ষাকারী ঢাল। রোজার মাধ্যমে অন্তরে তাকওয়া পয়দা হয়। ঈমানী লজ্জা জাগ্রত হয়, যা গুনাহ থেকে বেঁচে থাকার অনেক বড় উপায়। রোজা কবরে, হাশরে এবং আখিরাতের সকল মনজিলে বান্দার জন্য ঢাল। সবশেষে জাহান্নামের আগুন থেকেও রক্ষাকারী ঢাল।
তবে এগুলো তখনই হবে যখন রোজা শুধু আইনি রোজা না হয়ে প্রকৃত রোজা হবে। আইনি রোজা বলতে উদ্দেশ্য হলো সঠিক নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রীমিলন এবং ওইসব কাজকর্ম থেকে বিরত থাকা, যা ফিকহ ও ফতোয়ার দৃষ্টিকোণ থেকে রোজাকে বিনষ্ট করে। কোনো সন্দেহ নেই যে, এটুকু দ্বারা রোজার অপরিহার্যতা থেকে দায়মুক্ত হওয়া যায়, কিন্তু এটুকু দ্বারা রোজা ‘ঢাল’ হয় না। রোজা তখনই ঢাল হয় যখন ঈমান ও ইহতেসাবের সঙ্গে তা আদায় করা হয় এবং রোজার সকল আদব রক্ষা করা হয়।
রোজার আদবগুলো সংক্ষিপ্ত আকারে এভাবে বলা যায় যে, রোজার হালতে রোজাদার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সব কাজ পরিত্যাগ করে, যা তার জন্য অন্য মাসগুলোতে হালাল ছিল এবং রমজানের রাতেও যা তার জন্য হালাল। এ বিষয়গুলো শুধু এজন্য পরিত্যাগ করে যে, রোজার হালতে এই কাজগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন।
তাহলে যেসব মন্দ কাজ সব সময়ের জন্য আল্লাহ তাআলা হারাম ও নিষিদ্ধ করেছেন যথাÑ গীবত, শেকায়েত, মিথ্যা, প্রতারণা, সুদ, জুয়া, খিয়ানত, আত্মসাৎ, ঝগড়া-বিবাদ, হারাম পানাহার, নামায না পড়া, সিনেমা, টিভি, ভিসিআর দেখা ইত্যাদি পরিহার করা কি অপরিহার্য নয়? মোটকথা রোজার আদব এটাই যে, হারাম কাজ ও হারাম বিষয়াদি থেকে বিরত থাকবে এবং শুধু দুই অঙ্গ নয়, শরীরের সকল অঙ্গের রোজা রাখবে। মুখ, কান, চোখ এবং হাত-পা সকল অঙ্গকে গুনাহ থেকে পবিত্র রাখবে।
যাতে ওই হাদিসের অন্তর্ভুক্ত না হতে হয়, যা ওই দুই মহিলা সম্পর্কে বলা হয়েছে, যারা রোজার হালতে অন্যের গীবত করেছিল। হাদিসটি এই : ‘এরা দু’জন ওই কাজগুলো থেকে তো বিরত থেকেছে, যা আল্লাহ তাআলা (অন্য সময়) তাদের জন্য হালাল করেছেন, কিন্তু ওই সব কাজ থেকে বিরত থাকেনি যা আল্লাহ তাআলা (সবসময়ের জন্য) হারাম করেছেন।’ (মুসনাদে আহমদ ৫/৪৩১)।
রাসূলে কারীম (সা.)-এর এই ইরশাদ রোজাদারের সর্বদা স্মরণ রাখা কর্তব্য যে, ‘যে মিথ্যা, মূর্খতাসুলভ আচরণ ও গুনাহ পরিত্যাগ করে না তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (সহীহ বুখারী : ১৯০৩)। তদ্রƒপ এই ইরশাদও : ‘রোজা শুধু পানাহার ত্যাগের নাম নয়; বরং অশ্লীল ও অর্থহীন কাজ থেকেও বেঁচে থাকা জরুরি। অতএব কেউ যদি রোজাদারের সঙ্গে ঝগড়া করতে থাকে কিংবা মূর্খসুলভ আচরণ করতে থাকে তখন এ কথা ভেবে নিজেকে নিবৃত্ত রাখবে যে, আমি রোজাদার, আমি রোজাদার।’ (সহীহ ইবনে খুযায়মা : ১৯৯৬)।
হাদিস শরীফের মূল আরবি পাঠ এই : মনে রাখা উচিত যে, রোজা দুনিয়া ও আখেরাতে ঢাল তখনই হবে যখন তাকে অক্ষুণœ রাখা হবে। যদি একে বিদীর্ণ করে ফেলা হয় তবে তো এর মাধ্যমে আত্মরক্ষার সুফল পাওয়া যাবে না। হাদিস শরীফে এসেছে : ‘রোজা ঢাল, যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়।’ (সুনানে নাসায়ী হাদিস সহীহ ইবনে খুযায়মা : ১৮৯২)। জিজ্ঞাসা করা হলো, কীভাবে রোজা বিদীর্ণ হয়ে যায়? নবী (সা.) বললেন : ‘মিথ্যা বললে কিংবা গীবত করলে।’ (তাবরানী, আওসাত : ৭৮১০)।
বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম
মন্তব্য করুন
আরও পড়ুন

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনার বিকল্প নেই: এ এম এম বাহাউদ্দীন

শিশু আছিয়ার মৃত্যুতে কুরআনের উদ্ধৃতি দিয়ে যা বললেন পিনাকী

আশুলিয়ায় কলেজ শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে মানববন্ধন

অনিয়মের অভিযোগ, জনস্বাস্থ্যের প্রকৌশলী বললেন এসব অপপ্রচার

"কক্সবাজার মেডিকেল ৫০০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন"

যমুনা সেতু মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না : ঢাবি সাদা দল

শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির পৃথক দুই মামলা

শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক হেফাজতে ইসলামের

বাংলাদেশকে ১০৮ কোটি টাকা অনুদান দিলো দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ নিয়ে গণমাধ্যমের ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদ

এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখার দাবিতে মীরসরাইয়ে ‘স্ট্যান্ড ফর এনআইডি’

এবার হলের সিটের ব্যবস্থাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৮ তম আবর্তন

সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি লাচ্ছা-সেমাই, জরিমানা ১ লাখ টাকা

এবার এক দিনেই শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেঁচে নেই আছিয়া, ধর্ষকের বিচার দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া

কুষ্টিয়ায় পুরুষাঙ্গ কর্তনের মামলায় ৭ হিজড়া কারাগারে

নেপালের বিক্ষোভে ভারতের ‘ইন্ধন’ নিয়ে বিতর্ক