আক্রান্ত ফিলিস্তিন, সভ্য পৃথিবীর মুখোশ ও আমাদের ব্যর্থতা-২
ইসলামের অনুসারী যারা, তাদের এক কেন্দ্রীয় চরিত্র তাদের যূথবদ্ধতা। তারা যে যেখানেই থাকুক, সকলেই যেন ভিন্ন দেহ একটি প্রাণ। প্রিয় নবীজি (সা.) বলেছেন : পরস্পরে ভালোবাসায় আন্তরিকতায় ও কোমলতায় মুমিনরা সকলে একটি দেহের মতো। এর একটি অঙ্গ যখন আক্রান্ত হয় তখন পুরো দেহটিই অনিদ্রা আর জ্বরে ভুগে থাকে। (সহীহ মুসলিম : ২৫৮৬)। আরেক হাদিসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন : মুমিন-মুমিনে মিলে...