এখনও সময় আছে আল্লাহর ওয়াস্তে ফিরে আসার-১
আল্লাহতা’আলা কোনো সম্প্রদায়ের ওপর হঠাৎ করে আজাব নাজিল করেন না। বিভিন্নভাবে প্রথমত বান্দাকে সতর্ক করেন। এরপরও যদি বান্দা গাফিলতির ঘুম থেকে জাগ্রত না হয়, তখন আসমান থেকে ভয়াবহরূপে নেমে আসে আল্লাহর আজাব। তখন আর কিছু করার থাকে না। জেগে উঠলেও কোনো লাভ হয় না। দুনিয়াতে যত মসিবত আছে তার সবকিছুই আমাদের বদ আমলীর ফল, আল্লাহতায়ালার পক্ষ থেকে আসমানি সতর্কবার্তা। পবিত্র...