প্রশ্ন : চাইনিজ রেস্টুরেন্টে বা কাজী ফার্মস চিকেন ইত্যাদি কোম্পানির চিকেন ফ্রাই এর জন্য মুরগী আল্লাহর নামে জবাই করা হয় কিনা জানি না। এগুলো খাওয়া কি জায়েজ?
২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১২:২৮ এএম

উত্তর : মুসলিম সমাজে প্রচলিত খাদ্যসামগ্রী সম্পর্কে প্রবলতর ধারণা করা যায় যে, এসব প্রস্তুত ও পরিবেশনকারীরা ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতা হিসাবে অবশ্যই শরীয়তমত পশু-পাখি জবাই করবেন। এ ভিত্তিতে খাওয়া যাবে। যদি বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ থাকে যে, জবাইগুলো ইসলামসম্মত হয়নি তাহলে বর্জন করা কর্তব্য। সাধারণভাবে শরীয়ত সন্দেহপ্রবণতাকে প্রশ্রয় দেয় না।
প্রশ্ন : আমার ছোট বোন তার ৪ জন সন্তান, এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় ৮ বছর আগে মারা যায়। মৃত্যুর পর তার সন্তানরা ছোট থাকায় ও তাদের বাবা ভরণপোষণে অক্ষম হওয়ায় আমি আমার কাছে এনে তাদের লালন পালন করছি। বড়জন ডিগ্রিতে পড়ে এবং বিবাহিত। দ্বিতীয়জন মাধ্যমিক পরিক্ষার্থী। বাকী দু’জনও লেখা পড়া করছে। এখন প্রশ্ন হচ্ছে আমার বোনের ওয়ারিশের কি হবে? তাদের সন্তানদের বা তাদের বাবাকে তা দিতে হবে কি না?
উত্তর : আপনার বোনের ওয়ারিশ সর্বাবস্থায় দিতে হবে। আপনি যদি মামা হিসাবে কোনো বিনিময় ছাড়াই এ চার সন্তানের দায়-দায়িত্ব পালন করার ক্ষমতা রাখেন এবং খুশি মনে তা করে থাকেন, তাহলে এতে আপনি এতিম পালন, আত্মীয়তার হক আদায়সহ বহু রকমভাবে বিশাল সওয়াবের অধিকারী হবেন। আর যদি মনে করেন তাদের মায়ের, অর্থাৎ আপনার বোনের সম্পত্তি থেকে এসব করছেন, সেটাও পারেন। তবে সম্পত্তির পরিমাণ হিসাব করে আলাদাভাবে তাদের পেছনে কৃত সমস্ত ব্যয়ের সাথে সমন্বয় করতে হবে। যদি ব্যয়ের পরেও সম্পত্তি থেকে যায়, তাহলে তা তাদের বুঝিয়ে দিতে হবে। আর যদি সম্পত্তির চেয়েও আপনার ব্যয় বেশি হয়ে যায় তাহলে আর তারা সম্পত্তি পাবে না। বাড়তি খরচটুকু তাদের প্রতি ইহসান বা মামার অনুগ্রহ হিসাবে আল্লাহর নিকট গণ্য হবে। তবে মনে রাখতে হবে, সঙ্গতি থাকলে তাদের লালন-পালন ও আনুসাঙ্গিক ব্যয় নিজ থেকে করতে পারা খুব বড় সৌভাগ্যের ব্যাপার। হাদীস শরীফে স্পষ্ট বলা আছে। নবী করিম সা. বলেন, ‘আমি ও এতিমের লালন-পালনকারী জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো (নবী সা. তখন দু’টি আঙ্গুল একসাথে মিলিয়ে দেখান, এভাবে)।’ যদিও এরা পিতা বেঁচে থাকায় বাস্তব অর্থে এতিম নয়, কিন্তু দরিদ্র ও অসহায় তো বটেই। ব্যবহারিক ক্ষেত্রে এতিমও বলা চলে। অপর হাদীসে আছে, ‘যে ব্যক্তি তিনটি/দু’টি/এমনকি একটি মেয়েকে লালন-পালন, সুশিক্ষা ও উত্তম স্থানে পাত্রস্থ করবে, সে অবশ্যই জান্নাতি।’ এটি নিজের মেয়ের ক্ষেত্রে, আর যদি মেয়েগুলো অন্যের হয়, আর কেউ ইহসান করে তাদের এই সেবাটুকু করে তাহলে সে তো আরও বড় জান্নাত পাবে। যা ইনশাআল্লাহ আপনার ভাগ্যে জুটেছে। এখন আপনি ইচ্ছা করলে নিজ তহবিল থেকেও এসব করতে পারেন। প্রয়োজনে তাদের সম্পত্তি থেকেও পারেন অথবা ইনসাফের সাথে এ দু’য়ের সমন্বয়ও করতে পারেন। তাদের পিতা অর্থাৎ আপনার ভগ্নিপতির অংশটি ব্যয় করা নিয়েও আপনাকে এ আলোকেই ভাবতে হবে। সিদ্ধান্ত আপনার ওপর।
প্রশ্ন : আমি কি আমার মেয়ের নাম জাসিয়া হুসেন রওজা রাখতে পারি? দয়া করে জানাবেন।
উত্তর : রাখতে পারেন। কারণ এর তিনটি শব্দের কোনোটিই ইসলামবিরোধী কিছু বোঝায় না। অর্থবোধক ও রাখার উপযুক্ত নাম।
প্রশ্ন : আমি গত কয়েকদিন আগে আসরের নামাযে সাহু সেজদা ওয়াজিব হয়েছে ভেবে সাহু সেজদা করি, পরে ইমাম সাহেবকে জিজ্ঞাস করলে তিনি বললেন আপনার ওপর সাহু সেজদা ওয়াজিব হয়নি এখন আমি জানতে চাচ্ছি বিনা প্রয়োজনে সাহু সেজদা করার কারণে আমার নামায হয়েছে কিনা?
উত্তর : না জানা অবস্থায় সাহু সেজদা করলে নামাজ হয়ে যাবে। পরে জানার কারণে মনে খুঁত খুঁত ভাব তৈরি হলে সাবধানতা বশত: কাজা করে নিন। তবে এসবক্ষেত্রে শরীয়ত অনেক ছাড় দিয়ে রেখেছে। বিশেষ করে মাসয়ালা না জানা অবস্থায় যেসব নামাজ সামান্য ব্যতিক্রমসহ মানুষ পড়ে থাকে।
বিভাগ : ইসলামী প্রশ্নোত্তর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

তামিমের চিন্তাভাবনাকে 'অশিক্ষিত' বললেন সালাউদ্দিন

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি

বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিস্ট যেন জন্মাতে না পারে সেটাই আমাদের লক্ষ্য - খোকন তালুকদার

প্রথমবারে মিয়ানমার ফেরত নিচ্ছে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা, ক্যাম্পে রোহিঙ্গাদের উল্লাস

পড়ালেখা শেষে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির সেবক হিসাবে কাজ করতে হবে-সোলায়মান চৌধুরী

শুল্ক আরোপ নিয়ে ট্রাম্পের নিজ দলেই বিভক্তি বাড়ছে

ফুলবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আবু শহীদ ও সম্পাদক ডিফেন্স

তিন ধাপ এগিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক: বিশেষ দূত

প্রশাসনের সহযোগিতায় অটোরিক্সায় শৃঙ্খলা ফিরেছে

শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশে ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে : এ্যানি

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র-গুলি উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে জমজ দুই শিশু ধর্ষণ, পরিবারের পাশে তারেক রহমান

যথেষ্ট খাদ্যশস্য সরকারের কাছে মজুত রয়েছে: খাদ্য উপদেষ্টা

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাইয়ের স্বর্ণপদক অর্জন করলেন রাজবাড়ীর রুমি

জুলাইয়ের গণহত্যায় সরাসরি ভারতের মদত ছিল: এ্যানি

সমালোচনা সইতে না পেরে সমর্থকদের দিকে তেড়ে গেলেন পাক ক্রিকেটার

হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না: প্রেস সচিব

‘ময়লার ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না’