প্রশ্ন: রাসূলের বিশ্বস্ত সঙ্গী, ওহি-লেখক এক সাহাবীর ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে ওঠার চাঞ্চল্যকর কাহিনিটি কি?
২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩০ এএম

উত্তর: আবদুল্লাহ ইবনু সা’দ ইবনু আবি সারহ ছিলেন কুরাইশ গোত্রের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। ইসলাম গ্রহণের পর তিনি রাসুলুল্লাহ (সাঃ)-এর অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন সাহাবিদের একজন হয়ে ওঠেন এবং আল্লাহর ওহি লিপিবদ্ধ করার গুরু দায়িত্ব লাভ করেন। নবীজির মুখনিঃসৃত আয়াতগুলো তিনি শুনে লিখে রাখতেন—যা ছিলো অতি সম্মানের। কিন্তু একদিন, একটি আয়াতের শেষে আবদুল্লাহ নিজের পক্ষ থেকে একটি কাব্যময় বাক্য যোগ করেন—”অতএব বরকতময় আল্লাহ, সর্বশ্রেষ্ঠ স্রষ্টা!”—এবং রাসুল (সাঃ) তা মঞ্জুর করেন। এই ঘটনায় আবদুল্লাহর মনে সংশয় ও অহংকার জন্ম নেয়। শয়তান তার মনে ফিসফিস করে বলে, “তুমি যদি নিজের কথা কুরআনের আয়াতের অংশ বানাতে পারো, তবে সবই কি সত্যিই আল্লাহর পক্ষ থেকে?” এই অহংকার ও সন্দেহের ফাঁদে পড়ে তিনি ইসলাম ত্যাগ করেন। মক্কায় ফিরে গিয়ে বলতে থাকেন, “মুহাম্মদ যা বলেন, আমিও তা বলতে পারি।”
মক্কা বিজয়ের সময় যখন রাসুল (সাঃ) সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তখনও তাঁকে শাস্তিযোগ্য অপরাধীর তালিকায় রাখা হয়। ওই তালিকায় কিছু কুরাইশ নারীও ছিলেন, যাঁরা ইসলামের বিরুদ্ধে কবিতা, সংগীত, নৃত্য এবং নানান অনৈসলামিক আচার অনুষ্ঠান আয়োজন করে নতুন মুসলিম সাহাবীদের বিপথগামী করার চেষ্টা করতে পাশাপাশি কুরাইশদের সার্বক্ষণিক উজ্জীবিত রাখতেন, উষ্কানি দিতেন ইসলামের বিরোধ্যে।
পরে আবদুল্লাহ নিজের ভুল বুঝতে পারেন এবং তাঁর দুধ-ভাই উসমান ইবনু আফফান (রাঃ)-এর মাধ্যমে রাসুলুল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। রাসুল (সাঃ) প্রথমে নীরব থাকেন, পরে তাঁকে ক্ষমা করে দেন। আবদুল্লাহ আবার ইসলাম গ্রহণ করেন। খলিফা উসমান (রাঃ) পরবর্তীতে তাঁকে মিসরের গভর্নর নিযুক্ত করেন। তিনি এক দক্ষ, দায়িত্বশীল শাসক এবং ইসলামের একনিষ্ঠ খেদমতগার হিসেবে খ্যাতি অর্জন করেন।
কুরাইশ নারী নেত্রী হিন্দার ইসলাম গ্রহণ, কুখ্যাত থেকে বিখ্যাত হবার গল্প;
মক্কা বিজয়ের সময় তালিকাভুক্ত নারী ষড়যন্ত্রকারী ও যুদ্ধাপরাধীরাও একে একে ইসলামের সুশীতল ছায়ায় ফিরে আসেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন হিন্দা।
ইসলামের সূচনালগ্নে হিন্দা রাসুলুল্লাহ (সাঃ)-কে নিয়মিত গালি দিতেন, হত্যার ষড়যন্ত্রে উস্কানি দিতেন এবং ইসলাম ও রাসুলবিরোধী গান-কবিতা রচনা করে প্রচার করতেন। তিনি মুশরিকদের উজ্জীবিত রাখতে নানা অনৈসলামিক অনুষ্ঠানের আয়োজন করতেন। বলা যায়, ইসলাম প্রচারে প্রতিবন্ধকতা তৈরিতে এমন কোনো অপকর্ম ছিল না যা তিনি করেননি।
ওহুদের যুদ্ধে হিন্দা নবীর প্রিয় চাচা ও বীর সাহাবি হজরত হামজা (রাঃ)-কে হত্যার পরিকল্পনা করেন। তিনি আফ্রিকান দাস ও নিখুঁত বর্ষানিক্ষেপক ওয়াশিকে ভাড়া করেন। ওয়াশি তাঁর নির্দেশে পিছন থেকে বর্ষা নিক্ষেপ করে হজরত হামজাকে শহীদ করেন।
হিন্দা হামজা (রাঃ)-এর মৃতদেহ খুঁজে বের করে ভয়াবহভাবে বিকৃত করেন—নাক, কান কেটে ফেলেন এবং কলিজা বের করে চিবানোর চেষ্টা করেন। এই করুণ দৃশ্যে রাসুলুল্লাহ (সাঃ) হৃদয় কেঁপে উঠে, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন, বাঁধভাঙা বানের মতো অশ্রু গড়িয়ে পড়তে থাকে। তিনি প্রতিশোধের মনোভাব পোষণ করেন, তখন নাজিল হয় এই আয়াত: “আর যদি শাস্তি দাও, তবে তেমনই শাস্তি দাও যেমনটি তোমার ওপর করা হয়েছিল। আর যদি ধৈর্য ধরো, তবে ধৈর্যশীলদের জন্য সেটাই উত্তম।” (সূরা নাহল, আয়াত ১২৬)
মক্কা বিজয়ের পর, মৃত্যু পরোয়ানা থাকা সত্ত্বেও উচ্চবংশীয় সেই কুরাইশ নারী নেত্রী পালানোর পথ বেছে নেননি। বরং শান্তিপূর্ণ, রক্তপাতহীন বিজয় এবং ক্ষমার অপূর্ব দৃষ্টান্ত দেখে তিনি বিস্ময়ে অভিভূত হন। রাসুলের (সা.) নেতৃত্বে ঘটে যাওয়া এই অলৌকিক বিজয়ের দৃশ্য তাঁর হৃদয়কে আলোড়িত করে তোলে। বিশ্বাসের আলোয় উদ্ভাসিত হয়ে তিনি নিজের ভুল উপলব্ধি করেন, এবং একান্ত অনুতাপে রাসুলের (সা.) কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন।
রাসুল (সা.) তাকেও ক্ষমা করে দেন। হিন্দা তওবা করে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে ইয়ারমুকের যুদ্ধে তিনি অংশ নেন এবং মুসলিম নারীদের নেতৃত্ব দেন। সেই যুদ্ধে তাঁর সাহসিকতা ও নেতৃত্ব যুদ্ধের গতিপথ বদলে দেয়। ইয়ারমুক বিজয়ের ইতিহাসে হিন্দার ভূমিকা তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
উত্তর দিচ্ছেন: ডা. সাঈদ এনাম, সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) সিলেট মেডিকেল কলেজ।
ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
বিভাগ : ইসলামী প্রশ্নোত্তর
মন্তব্য করুন
আরও পড়ুন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

ওষুধের দাম কমাতে পদক্ষেপ ট্রাম্পের

চীনা বিমানের কাছে পরাস্ত রাফাল সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ভারত

এরদোগানের সঙ্গে ফোনালাপ পুতিনের

ফের বিটকয়েনের দাম ১ লাখ ৫ হাজার ডলার ছাড়াল

মার্কিন-চীন বাণিজ্যের অবনতি রোধ করতে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে নেক্স গ্লোবাল

গাজা যুদ্ধ সামরিক আগ্রাসনের মাধ্যমে সমাধানযোগ্য নয় : জার্মানি

ইউরোপে বন্দি থেকেও ফিলিপাইনে জয়ী হতে যাচ্ছেন দুতার্তে

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা

ফ্যাসিস্ট এমপি মমতাজ বেগম গ্রেফতার

কোটচাঁদপুরে আম সংগ্রহ শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় অচল: দক্ষিণাঞ্চল অচলের ঘোষণা

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারী করে প্রজ্ঞাপন

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

করিডোর নিয়ে গোটা দেশের মানুষ ক্ষুব্ধ, বিপন্ন হতে পারে সার্বভৌমত্ব: দরকার জাতীয় ঐক্য

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে

জকিগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতা কারাগারে

জেপি মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক