জমানো টাকার যাকাত প্রদান প্রসঙ্গে।
মাওলানা আবু নোমান
ইমেইল থেকে
প্রশ্ন : বেশ অনেকদিন থেকে কিছু জমানো টাকার যাকাত দিয়ে আসছিলাম। গত বছরও দিয়েছি। সেখানে থেকে কিছু টাকা মাসিক খরচের জন্য তুলে নিয়েছি যার মেয়াদ মোটামুটি ১১ মাস হয়েছিল। এই উঠানো টাকার অল্প কিছু এখনও অবশিষ্ট আছে যার মেয়াদ আরো এক মাস পার হয়ছে। এখন যাকাত হিসাব করব কীভাবে? পরিমান কমে গেলেও এখনও বাকি টাকার যাকাত দিচ্ছি।
উত্তর...