শয়তানের ওয়াসওয়াসা : ক্ষতিকর প্রভাব
১৭ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। শয়তান কর্তৃক মানব মনে ঢেলে দেয়া কুমন্ত্রণার মাধ্যমে ব্যক্তির মনে কুচিন্তার উদ্ভব ঘটে। কুচিন্তা একটি মন্দস্বভাব ও মন্দব্যাধি। যা মানব মনকে কলুষিত করে বিষিয়ে তোলে। কুচিন্তা মানসিক সমস্যা সৃষ্টি করে মানুষকে বাচাল, উগ্র, বদমেজাজী ও অমানবিক করে তোলে। ব্যক্তিকেন্দ্রিক কুচিন্তা কেবল ব্যক্তিকে নয় বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে নানাবিধ অসুবিধার মধ্যে ফেলে দেয়। কুচিন্তা ও কুমানসিকতা সম্পন্ন ব্যক্তি নিজ পরিবারের, আর বুদ্ধিজীবীগণ কুবুদ্ধি ও কুপরামর্শ দিয়ে দেশ ও জাতির ক্ষতি করে ছাড়ে। কুচিন্তা ব্যক্তির উপর প্রভাব ফেলে, যার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি কুঅভ্যাসে নিজেকে জড়িয়ে নেয়। কু’মানসিকতা সম্পন্ন ব্যক্তি নানাবিধ পাপ কাজে শামিল হয়ে নিজের আমলনামাকে পাপরাশিতে ভরে ফেলে। পাপের অনুতাপে নিজের ব্যক্তিসত্বাকে প্রশ্নবিদ্ধ করে। ইহকাল ও পরকালে নিজেকে পাপীষ্ঠের তকমায় কলুষিত করে। পাপের কারণে নিজের মানসম্মান নষ্ট করে জনগনের কাছে নিজেকে উপহাসের পাত্র বানায়। ঘৃণিত ব্যক্তিও তার সাথে তাচ্ছিল্যের মতো অমানবিক আচরণ করে। কুচিন্তাজনিত কারণে পাপের ময়লায় তার জীবন কয়লার মতো জ্বলতে থাকে। যার ফলে সুন্দর জীবনটা কালো ছাঁইয়ের মতো হয়ে যায়। মোটকথা কুচিন্তা ব্যক্তিকে কয়লার মতো জ্বালিয়ে মরার আগেই মারিয়ে ফেলে। মানবজাতির পরীক্ষিত চিরশত্রু ইবলিস। ইবলিসকে শয়তান বলা হয়, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (সুরা বনি ইসরাইল : আয়াত ৫৩)। আল্লাহ তায়ালা তাকে কিছু এমন ক্ষমতা দিয়েছেন যা অন্য কাউকে দেননি, এ প্রসঙ্গে হাদিস বর্ণিত হয়েছে, ‘অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা-উপশিরায় বিচরণ করে।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৮৮; সহীহ মুসলিম: হাদিস : ২১৭৪)। শয়তান মানুষের মনে কুমন্ত্রণা ঢেলে দেয়। পবিত্র কোরআন মাজিদে এমর্মে বর্ণিত হয়েছে ‘যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জ্বিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।’ (সুরা নাস : আয়াত ৫-৬)। ইবলিস তার মারাত্মক অস্ত্র ‘ওয়াসওয়াসা’ দিয়ে মানব হৃদয়ের রাজপ্রাসাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান হরণ করে এবং মানুষকে কুপ্রবৃত্তির প্ররোচনা দেয়, কুচিন্তায় চিন্তিত ও ব্যতিব্যস্ত করে তোলে। মানুষ যেন দিগি¦দিক জ্ঞান হারিয়ে বিপথে চলে, কুকর্ম করে এজন্যে সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে বিধ্বংসী মিশন পরিচালনা করে। তার ধবংসাত্মক মিশনের বর্ণনা সম্পর্কে হাদিসে এসেছে, জাবির (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইবলীস (শয়তান) সমুদ্রের পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অত:পর মানুষের মধ্যে ফিতনা-ফাসাদ সৃষ্টি করার জন্য সেখান থেকে তার বাহিনী চারদিকে প্রেরণ করে। এদের মধ্যে সে শয়তানই তার নিকট সর্বাধিক সম্মানিত যে শয়তান মানুষকে সবচেয়ে বেশী ফিতনায় নিপতিত করতে পারে। তাদের মধ্যে একজন ফিরে এসে বলে, আমি এরূপ এরূপ ফিতনাহ্ মানুষের মধ্যে সৃষ্টি করেছি। তখন সে (ইবলীস) প্রত্যুত্তরে বলে, তুমি কিছুই করনি। তিনি (সা.) বলেন, অত:পর এদের অপর একজন এসে বলে, আমি মানব সন্তানকে ছেড়ে দেইনি, এমনকি দম্পতির মধ্যে সম্পর্কচ্ছেদ করে দিয়েছি। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, শয়তান এ কথা শুনে তাকে নিকটে বসায় আর বলে, তুমিই উত্তম কাজ করেছো। বর্ণনাকারী আ’মাশ বলেন, আমার মনে হয় জাবির (রা.) এটাও বলেছেন যে, অত:পর ইবলীস তার সাথে আলিঙ্গন করে। (সহীহ মুসলিম : হাদিস ২৮১৩)। আল্লাহর স্মরণ ব্যক্তিকে কুচিন্তা থেকে দুরে রাখে। মানুষ যখনই আল্লাহকে ভুলে যায়, তাঁর ইবাদাত বন্দেগী হতে দুরে থাকে তখন মানব মনে শয়তান ‘ওয়াসওয়াসা’ বা কুন্ত্রণা দেয়। পরিশেষে, মহান আল্লাহপাক আমাদেরকে কুচিন্তার ক্ষতি থেকে পরহেজ হয়ে নেক আমলে শামিল হবার তাওফিক দান করুন। শয়তানের কুমন্ত্রনার কারনেই মানুষ কুচিন্তা করে, কুকর্মে নিয়োজিত হয়। কুকর্মে নিয়োজিত ব্যাক্তির আমলনামায় পাপ লিখা হয়। যে ব্যক্তি কুচিন্তা করে তবে কুকর্মে লিপ্ত হয় না তার আমলনামায় পাপ লেখা হয় না। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছো, ‘রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষের অন্তরে যে সব কুচিন্তা জাগ্রত হয় আল্লাহ তাআলা তা থেকে আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। যতক্ষণ তারা তা মুখে উচ্চারণ না করবে বা কর্মে বাস্তবায়ন না করবে’ (বুখারি ও মুসলিম)। পরিশেষে, মহান আল্লাহপাক আমাদেরকে কুচিন্তার ক্ষতি থেকে পরহেজ হয়ে নেক আমলে শামিল হবার তাওফিক দান করুন। আমিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ সফর, দেশবাসীর নিকট দোয়া চাইলেন কায়কোবাদ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ওপর গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া হাসপাতালের ফ্লোরে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের
সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি