বিনয়ী ও বিনম্র হওয়ার গুরুত্ব
০৪ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
আমরা জাতি হিসেবে মুসলিম জাতি। সর্বকালের সর্বশেষ্ঠ মহামানব, নবীকুলের শিরোমনি, হযরত মুহাম্মদ সাঃ এর উম্মত হিসেবে আমরাও সর্বকালের সকল নবীদের উম্মত থেকে শ্রেষ্ঠ উম্মতের খ্যাতি অর্জন করেছি। অথচ আমরাই আমাদের দুনিয়াবী যতসামান্য স্বার্থের জন্য নিজের মধ্যে উগ্রতা প্রদর্শন, মারামারি-হানাহানি, ঝগড়া- বিবাদ ইত্যাদিতে লিপ্ত হয়ে পড়ি। যেখানে বিনয়ী ও বিনম্র শব্দদ্বয়ের কোন অবস্থান থাকে না।
সমাজের মধ্যে কোন মানুষ যদি উগ্র স্বভাবকে লালন করে, তবে অন্য কোন মানুষ তাকে পছন্দ করে না। তার সাহচর্য পেতে চায় না। তার অনুসরণ ও অনুকরণ করতেও চায় না। সমাজের সকল মানুষের নিকটেই একজন উগ্র ও খারাপ স্বভাবের ব্যক্তি সর্বদা নিন্দিত হয়। প্রত্যাখ্যাত হয়।
আর অন্যদিকে একজন বিনয়ী ও বিনম্র ব্যক্তি সকলের নিকট প্রশংসিত হয়। সকলেই তার অনুসরণ ও অনুকরণ করতে তৎপর থাকে। তাকে ভালোবাসে। সর্বদা তার সাহচর্য পেতে উৎসুক থাকে ইত্যাদি। এজন্য ইসলামে বিনয়ী ও বিনম্র হওয়ার বিষয়টা গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। যাতে প্রত্যেক মুমিন - মুসলমান উক্ত স্বভাবকে ধারন করে সমাজের সকলের নিকট উৎকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে। যেরকম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অনুকরণের এক জলন্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এখনও বিশ্বের কোটি কোটি মুমিন - মুসলমান তার অনুসরণ ও অনুকরণে সদা তৎপর।
মহান আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন : তুমি তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি সদয় হও। (সূরা শুআরা : ২১৫ আয়াত)। অন্যত্র বলেন : হে মানবজাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে যে অধিক আল্লাহভীরু সে-ই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও সবকিছু সম্পর্কে অবহিত। (সূরা হুজুরাত : ১৩ আয়াত)। আরো বলেন : তোমার আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক জানেন আল্লাহভীরু কে। (সূরা নাজ্ম : ৩২ আয়াত)।
এবিষয়ে হাদিসে ইরশাদ হয়েছে : ‘ইয়ায ইবনে হিমার রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠালেন যে, তোমরা পরস্পরে ন¤্র ব্যবহার অবলম্বন করো। যাতে কেউ যেন কারো প্রতি গর্ব না করে এবং কেউ যেন কারো প্রতি যুলুম না করে।’ (রিয়াদুস সলেহিন ৬০৭, মুসলিম ২৮৬৫, আবূ দাউদ ৪৮৯৫)। আরো ইরশাদ হয়েছে : আবূ হুরাইরাহ রাদ্বিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সাদকা করলে মাল কমে যায় না এবং ক্ষমা করলে আল্লাহ বান্দার সম্মান বাড়িয়ে দেন। আর যে কোন ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে (মর্যাদায়) উচ্চ করেন।’ (রিয়াদুস সলেহিন : ৬০৮, মুসলিম : ২৫৮৮, তিরমিযী : ২০২৯)।
সুতরাং এটা স্পষ্ট করে বলা যায় যে, বিনয়ী ও বিনম্র হওয়া একটি মহৎ গুন। যারা নিজেদের মধ্যে এই গুনকে লালন করতে পারবে, ধারণ করতে পারবে, তারা দুনিয়াতে যেরকম সম্মান ও কল্যাণের অধিকারী হবে, সেরকম আখেরাতেও উত্তম প্রতিদানের দাবিদার হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে বিনয়ী ও বিনম্র মানুষের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে । একজন সন্তান তার পিতা-মাতার প্রতি বিনয়ী হবে এটাই ইসলাম শিক্ষা দেয়, অথচ দেখা যায় সমাজের অধিকাংশ সন্তানরা নিজেদের উগ্র স্বভাবের নিকট আত্মসমর্পণ করে পিতা-মাতার সাথে উগ্র আচরণ করে। তাদের কষ্ট দেয় । একপর্যায়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এছাড়াও সমাজের যত মারামারি হানাহানি, বিশৃঙ্খলা, অশান্তি মনুষ্য দ্বারা সৃষ্টি হয়, তার মূলে রয়েছে উগ্র স্বভাব। কারণ একজন বিনয়ী মানুষ কখনও অন্য মানুষের ক্ষতি করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, কোনো মানুষকে হেয় করতে পারে না ইত্যাদি ।
অতএব সমাজের সকল স্তরের সকল মানুষকে বিনয়ী হতে হবে। একটা কথা মনে রাখা উচিত, বিনয়ী ও বিনম্র স্বভাব যার মধ্যে অনুপস্থিত থাকে, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে কিন্ত প্রকৃত মানুষ হতে পারবেনা। অবশ্যই এর জন্য দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত - অপমানিত হতে হবে। তাই আসুন (প্রিয় নবী সা. এর অনেকগুলো গুন বা বৈশিষ্ট্যের একটি বিনয়ী হওয়া) এই গুন বা বৈশিষ্ট্যকে আমরা লালন করি, একটি শান্তিপূর্ণ ও পরস্পরের মধ্যে ভালোবাসা - সম্প্রীতির সমাজ গড়ি।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি