পিতা-মাতার মর্যাদা এবং তাদের আনুগত্যের বিষয়ে ইসলামের নির্দেশনা
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
মানবজাতির প্রতিটি সদস্েযর জন্য পিতা-মাতা মহামহিম আল্লাহর পক্ষ থেকে এক অনন্য ও বৃহৎ উপহার।পিতা মাতারাই সন্তানকে অপত্য স্নেহ ও ভালোবাসার মধ্য দিয়ে লালনপালন করেন এবং সন্তানদের সকল প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রাণান্তকর প্রচেষ্টা চালান । পিতা সন্তানদেরকে ঘরের বাহিরে এবং মাতা ঘরের ভেতরে সাপোর্ট প্রদান করেন। এসব কারণে কুরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণ ও তাঁদের সেবা শুশ্রূষার নির্দেশনা দানের পাশাপাশি তাঁদের সাথে সর্বাবস্থায় অসদাচরণ করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
অনুরূপভাবে বহু হাদীসে পিতামাতার প্রতি সদাচরণের ফজিলত ও তাঁদের সাথে অসদাচরণকে কঠোরভাবে বারণ করা হয়েছে এবং পূর্ববর্তী উম্মতগণের মধ্েয নেককার বান্দাদের এর উসিলায় জান্নাতে নবীর সাথে অবস্থানের মত বড় ঘটনাবলি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন : ‘আর (হে নবী) আপনার প্রতিপালক এ মর্মে নির্দেশ করেছেন যে, একমাত্র তাঁরই ইবাদাত করুন এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করুন।’ (সুরা আল ইসরা : ২৪)।
আল্লাহ তাআলা আরও বলেন : ‘আর তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁর সাথে আর কিছুকে অংশীদার বানিও না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার কর।’ (সুরা আন নিসা : ৩৬)। আল কুরআনে পিতা-মাতার প্রতি সদাচরণে প্রদত্ত নির্দেশনাবলি: আল্লাহ তাআলা আল কুরআনুল মাজীদের বহু সুরার বিভিন্ন আয়াতে মানবসন্তানের জীবনের প্রতিটি স্তরে পিতামাতার অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁদের প্রতি সর্বদা সদাচরণ, উত্তম কথা বলা, তাঁদের খেদমত , উপকার ও বিভিন্ন কাজে তাঁদের সহযোগিতা করা এবং সঠিক শরয়ী কারণ ব্যতীত তাঁদের কোন আদেশের বিরুদ্ধাচরণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
পিতামাতার প্রতি সদাচরণ ও তাঁদের সাথে অসদাচরণ থেকে দূরে থাকার বিষয়ে আল কুরআনে বর্ণিত নির্দেশনাবলি নি¤œরূপ : একমাত্র আল্লাহর ইবাদাত করা এবং পিতামাতার প্রতি সদাচরণ করা (সুরা আল বাকারা : ৮৩)। সন্তান জন্মদান ও লালনপালনে মাতার কষ্টভোগ প্রসঙ্গে। (সুরা আল বাকারা : ২৩৩)। পিতামাতার খেদমত করা এবং তাঁদের মৃত্যুর পর তাঁদের জন্য প্রার্থনা করা। (সুরা আল ইসরা : ২৫)। শরয়ী বিষয়সমূহে পিতামাতার আদেশ মানা এবং শরয়ী বিধিবিধান লঙ্ঘনের আদেশ না মানা। (সুরা লুকমান : ১৫)।
পূর্ববর্তী উম্মতগণের উপরও পিতামাতার প্রতি সদাচরণ ফরজ করা হয়েছিল এবং এর জন্য অঙ্গীকারও গ্রহণ করা হয়েছিল (সুরা আল বাকারা : ৮৩)। দুনিয়ার জীবনে পিতামাতা কাফির, মুশরিক , ইহুদি ও খ্রিস্টান হলেও তাঁদের প্রতি সদাচরণ করা আবশ্যক। (সুরা লুকমান : ১৪)।
হাদীসে পিতামাতার প্রতি সদাচরণের বিষয়ে বর্ণিত নির্দেশনাবলি : আল কুরআনুল কারীমের মত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুসংখ্যক হাদীসে পিতামাতার প্রতি সদাচরণ, মানবজীবন গঠনে তাঁদের অবদান ও শরয়ী আদেশের পরিপন্থী আদেশ না মানার প্রতি তাকিদ এসেছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। হাদীস থেকে কোন ব্যক্তির মৃত্যুশয্যায় পিতামাতা অসন্তুষ্ট থাকলে তার মৃত্যুযাতনা কঠিন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়।
আল হাদীসে পিতামাতার মর্যাদা ও তাঁদের প্রতি সদাচরণ সহ অন্যান্য বিষয়ে বর্ণিত নির্দেশনাবলি নি¤œরূপ : সদাচরণের দিক থেকে পিতার তুলনায় মাতা অগ্রগণ্য। (বুখারী)। হাদীস থেকে পিতামাতা সন্তানের জান্নাত লাভের কারণ ও জাহান্নামি হওয়ার কারণ বলে প্রতীয়মান হয়েছে। পিতামাতার সকল আদেশ যদি শরীয়তবিরুদ্ধ না হয় তাহলে তা বিনাবাক্েয মেনে নিতে হবে। পিতামাতার শরীয়তবিরোধী কোন আদেশ পালন অবৈধ।
এছাড়া হাদীসে হযরত মূসা আলাইহিস সালামের সময়ে তাঁরই এক উম্মতের মায়ের খেদমতগুজারির পুরস্কার হিসেবে তাঁরই সাথে জান্নাতে অবস্থানের সুসংবাদ প্রদান করা হয়েছে। কুরআনে বর্ণিত এসব আয়াত ও সহিহ হাদীসের কিতাবসমূহে বর্ণিত হাদীসসমূহ থেকে পিতামাতার মর্যাদা এবং তাঁদের খেদমতের ফজিলত প্রতীয়মান হয়। সুতরাং প্রত্েযক মুমিন মুসলমানের উচিত পিতামাতাকে সম্মান করা, তাঁদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান এবং শরীয়ত অনুমোদিত সকল বিষয়ে তাঁদের আনুগত্য করা।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় কোরআন তিলাওয়াত ও ইসলামী আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো গায়ে হলুদ
সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে খেলাধুলার বিকল্প নেই: এডিসি লুৎফুন নাহার
হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাংলাদেশ সিভিল সার্ভিসে বৈষম্য কতটা প্রকট: সাধারণের অবস্থান কোথায়
কোরআন তেলাওয়াত আমাদের হৃদয়ে প্রশান্তি দান করে: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
শেরপুরে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় এক অচেতন সেনা সদস্য উদ্ধার
আফগানিস্তানে এবার ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের
মাওলানা মামুনুল হক আমির জালালুদ্দীন মহাসচিব নির্বাচিত
বসুন্ধরায় ফ্যাশন ব্রান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন
‘সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না’: মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়: কাদের গনি চৌধুরী
জিয়া পরিবারের জন্য বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে - যুবদল নেতা রেজাউল কবীর পল
বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন অভিশংসিত প্রেসিডেন্ট
কুষ্টিয়ায় ৮ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত-৩
তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প
২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি, দায় নিলেন সড়ক উপদেষ্টা
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে