জিলহজ্ব মাসের ফজিলত ও আমল
০৮ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০৪ এএম

আল্লাহপাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-ফজরের শপথ, (জিলহজ্বের প্রথম) দশ রাতের শপথ, জোড় ও বিজোড়ের শপথ, (সুরা ফজর, আয়াত ১-৩)। আরো বলেছেন- এ নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ কর (সুরা হজ্ব, আয়াত ২৮)। সুরা তাওবার ৩৬নং আয়াতে আল্লাহ সম্মানিত মাস চারটি উল্লেখ করেছেন। হাদিসের ভাষ্যে সে চার মাসের অন্যতম হলো জিলহজ্ব মাস। হাদিসে বর্ণিত-রাসুল (সা.) বলেছেন এ দশ দিনের নেক আমলের তুলনায় আল্লাহর কাছে প্রিয় আর কিছু নেই। সাহাবায়ে কেরাম (রা.) বললেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ ও কি এর চেয়ে প্রিয় নয়? নবী (সা.) বললেন আল্লাহর রাস্তায় জিহাদ ও নয়, তবে কোন লোক যদি তার জীবন ও সব সম্পদ নিয়ে জিহাদে বের হয় এবং তার সম্পদ ও জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, (বোখারী ৯৬৯)। নবী সা. বলছেন জিলহজ্বের দশ দিনের ইবাদতের মতো প্রিয় আল্লাহর কাছে আর কিছু নেই। এর একদিনের রোজা এক বছরের রোজার সমান এবং প্রত্যেক রাতের ইবাদত কদরের রাতের মতো, (তিরমিজি ১৫৮)।
উম্মুল মোমেনিন হাফসা রা. থেকে বর্ণিত তিনি বলেন নবী সা. চারটি আমল ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজ্বের প্রথম দশকের রোজা, প্রতি চন্দ্র মাসের (১৩, ১৪, ১৫ তারিখের) রোজা এবং ফজরের দু’রাকাত সুন্নাত। (আবু দাউদ ২১০৬)। নবী সা. বলছেন উত্তম দোয়া আরাফার দিবসের দোয়া, আর উত্তম হলো আমি ও আমার পূর্বের নবীগণ যা বলেছেন তা হলো- লা-ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যেন কাদির, (তিরমিজি ২৮৩৭)। নবী (সা.) বলছেন-সবচেয়ে মহান যে দশ দিবসের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এ দিবস সমূহে তোমরা বেশি তাকবির তাহলিল ও তাহমিদ কর। অর্থাৎ লা ইলাহা ইলল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়, (মুসনাদে আহমাদ ৭/২২৪)।
নবী (সা.) বলছেন- আরাফার দিবসের রোজা পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফ্ফারা হবে এবং আশুরার রোজা পূর্বের এক বছরের গুনাহের কাফ্ফারা হবে। নবী (সা.) বলছেন-জিলহজ্বের চাঁদ দেখা গেলে তোমরা কোরবানির আগ পর্যন্ত শরীরের চুল নখ ইত্যাদি কেটো না, (মুসলিম- ৫০১১,৫০১৩)। নবী (সা.) বলছেন- যে আল্লাহর জন্য দু’ ঈদের রজনীতে ইবাদতে জাগ্রত থাকে যে দিন অন্তর সমূহ মৃতুবরণ করবে (কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মৃতের মত ভীত সন্ত্রস্ত হবে) সে দিন তার অন্তর জাগ্রত থাকবে, (ইবনু মাজাহ-১৭৮২)। বিভিন্ন হাদিস পর্যালোচনায় জিলহজ্ব মাসে যে সকল আমলের কথা পাওয়া যায় তা সংক্ষেপে উপস্থাপন করা হলো : ১) বেশি বেশি তাকবির তাহলিল ও তাহমিদ করা। ২) বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। ৩) চাঁদ দেখা গেলে নখ, চুল ও শরীরের পশম না কাটা, (আগেই এ গুলো কেটে পরিচ্ছন্ন হওয়া)। কোরবানি করে এরপর এ গুলো কাটা।
৪) বেশি বেশি রোজা রাখা বিশেষ করে আরাফার রোজা রাখা। ৫) ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাশরিক বলা। ৬) ঈদের রাতে বেশি নফল ইবাদত করা। ৭) যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক পথে যাওয়া অন্য পথে আসা। ঈদগাহে নামাজ আদায় করা। ৮) পরস্পর দেখা হলে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা বলা। ৯) নিজের কোরবানি নিজে করা মেস্তাহাব। ১০) কোরবানির দিন ভোর থেকে না খেয়ে কোরবানির গোস্ত দ্বারা প্রথম আহার করা। আল্লাহ আমাদেরকে জিলহজ্বে বেশি বেশি আমল করে পরকালীন পাথেয় বৃদ্ধির তৌফিক দিন।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

"রাবি শিক্ষার্থীদের পেটানোর হুমকি: ভাইরাল স্ক্রিনশটে ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতার নাম!"

পাকিস্তান ইস্যুতে ভারতের অভিযোগে উদ্বিগ্ন ওআইসি

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ী জীবনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ

লক্ষ্মীপুর শহরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার

আশুলিয়ায় তীব্র লোডশেডিং, জনজীবনে চরম ভোগান্তি

অবৈধ অভিবাসন বন্ধে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই

এটিএম আজহারকে নিয়ে জামায়াত আমিরের হৃদয়ছোঁয়া স্ট্যাটাস

উচ্চপদস্থ মার্কিন সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন

লক্ষ জনতার ভালোবাসায় সিক্ত হয়ে বাসার পথে খালেদা জিয়া

ধর্ষণের অভিযোগে মামলার মুখে হিরো আলম

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে: মোয়াজ্জেম হোসেন আলাল

হজযাত্রীর ভিসা প্রক্রিয়া: এখনো ৪ হাজার ৩৬৫ জনের ভিসা বাকি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জোবাইদা রহমানকে বরণে প্রস্তুত ধানমন্ডির মাহবুব ভবন

পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা: নিজের গাড়িকে গাজায় শিশুদের জন্য রূপান্তরিত ক্লিনিক

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুতেরেস-শাহবাজ শরিফের দ্বিতীয়বার ফোনালাপ

দেশে ফিরলেন খালেদা জিয়া

ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়