ইসলামের দৃষ্টিতে জুয়া ও তার অপকারিতা
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

ইসলাম মানবজাতির সকল প্রকার সমস্যার পরিপূর্ণ ও প্রকৃত সমাধান নিয়ে আল্লাহ তায়ালার একমাত্র মনোনীত দীন হিসেবে দুনিয়াতে আগমন করেছে। বিভিন্ন সময়ে ইসলামের পয়গাম নিয়ে প্রেরিত নবী-রাসূল এবং তাঁদের প্রেরিত দূত ও সাহাবায়ে কেরাম এবং আল্লাহর নেককার বান্দাগণ বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়েছেন এবং প্রত্যেক মানুষের নিকট এর দাওয়াত–তাবলীগ এবং এর আদেশ–নিষেধসমূহ প্রচার ও সমাজে এর পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়েছেন। প্রত্যেক নবী ও রাসূল যে সকল মৌলিকভাবে হারাম বিষয় পরিত্যাগ করতে তাগিদ দিয়েছেন, সেগুলোর মধ্যে হারাম উপার্জন অন্যতম। জুয়াখেলা নিষিদ্ধ উপায়ে অর্থ উপার্জনের প্রধান পথগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রতিটি দেশেই বর্তমানে জুয়াখেলা ভয়াবহ মহামারীর মত ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর বিস্তারের হার অতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।
জুয়ার সংজ্ঞা : জুয়া খেলা বলতে যে কোন নির্দিষ্ট খেলায় বাজিতে অর্থ রাখার বিষয়টি বুঝায়। এ খেলা যে কোন খেলাই হতে পারে। যেমন: তলোয়ারবাজি, তীরন্দাজি, বর্শা নিক্ষেপ, পাশা খেলা, তাস খেলা, দাবা খেলা প্রভৃতি খেলা। এসব খেলার কোনো কোনোটি স্বভাবগতভাবেই হারাম,আবার কোনো কোনোটি হারাম না হলেও বাজি লাগানোর কারণে হারাম হয়ে যায়। এ ছাড়াও ক্যাসিনো জুয়া খেলার অন্য একটি পদ্ধতি। বর্তমান আধুনিকতার যুগে জুয়ার পদ্ধতিও আধুনিক হয়েছে। এ পদ্ধতিতে একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে অর্থ বাজি রেখে জুয়া খেলা হয়। সাইটগুলোতে যেকোনো ক্রীড়া প্রতিযোগিতার প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে বাজি রাখা হয়।
জুয়ার বিষয়ে শরয়ী দৃষ্টিভঙ্গি : মানবজাতির উপকারের পরিবর্তে ক্ষতি হবে কিংবা সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হবে এমন সকল বিষয়ে ইসলাম শুরু থেকেই কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর উদ্দেশ্য হচ্ছে উভয় জীবনে মানবজাতির সর্বাঙ্গীন কল্যাণসাধন । জুয়া যেকোনো মুসলিম সমাজ ও রাষ্ট্রের অর্থনীতির জন্য ভয়াবহ হুমকি ও বিষফোঁড়াস্বরূপ। সুতরাং মুসলিম সমাজ ও রাষ্ট্র থেকে এর বিলোপ সাধনই ইসলামের উদ্দেশ্য এবং এর বিরুদ্ধে কঠোর অবস্থানই ইসলামের দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা বলেন : হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, জুয়ার অংশসমূহ এবং জুয়ার জন্য তীর নিক্ষেপ শয়তানের কর্মের মধ্যে নিকৃষ্ট কর্ম। সুতরাং তোমরা তা হতে বেঁচে থাক। সম্ভবত (এর দ্বারা) তোমরা সফলতা লাভ করবে। (সুরা মায়িদা : ৯০)।
জুয়ার ক্ষতিকর দিকসমূহ : জুয়ার উপকারী দিকগুলোর তুলনায় এর ক্ষতিকর দিকের পরিমাণ বহুগুণ বেশি। কুরআন ও হাদীসের আলোকে এর প্রধান ক্ষতিকর দিকগুলো হচ্ছে : ১. জুয়াখেলায় জিতে একপক্ষ সকল সম্পদ নিয়ে যায়। অন্যপক্ষ বঞ্চিত হয়। এর ফলে বিজয়ী পক্ষের উপর বিজিত পক্ষের ক্ষোভ ও জেদের সৃষ্টি হয়, যা পরিণামে হত্যা, লুটপাট, যুদ্ধবিগ্রহের পথে চলে যায়। এভাবে ইসলামী ভ্রাতৃত্ববন্ধন বিনষ্ট হয়। ২. জুয়াখেলা একপ্রকার নেশা । জুয়াড়ি জুয়া খেলতে খেলতে একসময় নেশাগ্রস্ত হয়ে যায়। তখন সে জুয়া খেলায় হারতে হারতে সম্পদ হারিয়ে পথে বসে পড়ে। এ অবস্থায় জুয়াড়ি তার ঘরের আসবাবপত্র , স্ত্রী–সন্তানদেরও জুয়ায় বাজি রাখে। এভাবে সে সর্বহারা ভিখারিতে পরিণত হয়। একসময় সে জুয়াখেলার অর্থ জোগাড় করার জন্য চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের পথ বেছে নেয়।
৩. জুয়াখেলায় অর্জিত সকল সম্পদ বিনা কষ্টে অর্জিত হয় বলে জুয়াড়িরা আদৌ পরিশ্রম করতে চায় না। মদপান, ব্যভিচার, মারামারি ,খুনসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এভাবে সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। ৪. জুয়াড়িরা কোন পরিশ্রম করতে চায় না। ফলে রাষ্ট্রের সক্রিয় জনশক্তির পরিমাণ কমতে থাকে,যা মুসলিম সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর। ৫. জুয়াখেলার সামগ্রী আমদানির ফলে মুসলিম দেশের সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৬. জুয়াখেলা মানুষকে আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে বিস্মৃত করে দেয়, যা একজন খাঁটি মুমিনের দীনি ক্ষতির কারণ।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

ভারতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেভাবে নাটকীয়ভাবে বেঁচে গেল একটি পরিবার

অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন উখিয়ার ১৩ এসএসসি পরীক্ষার্থী

পবিপ্রবি শিক্ষার্থী পানিতে পড়ে আহত হওয়ার পরে চিকিৎসা অবহেলার মৃত্যুর অভিযোগ

শেরপুর জেলা উপজেলায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষ উদযাপনে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা

মাজারের বার্ষিক ওরসের মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

কুমিল্লার রাজগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পৌনে দুই কোটি টাকার মালামাল ভস্মীভূত

সরকার নয়, আমরা একটি দেশ হিসেবে কাজ করছি: জ্বালানি উপদেষ্টা

মতলবে উপজেলা বিএনপির বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

ফিলিস্তিনবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল

বর্ণাঢ্য ‘ড্রোন শো’ দেখে মুগ্ধ লাখো মানুষ

নতুন বছরে সংস্কার ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হোক : মঞ্জু

বুধবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পুরোনো পদে ফিরলেন গাঙ্গুলি

আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল

রূপায়ণ সিটিতে শতকন্ঠে বর্ষবরণ

বর্ষবরণকে স্বাগত জানিয়ে গাজীপুরে জেলা বিএনপির শোভাযাত্রা

আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি: ফারুকী

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমাল সৌদি

চীনা দূতাবাসের সৌজন্যে ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো