রাসুলুল্লাহ (সা.)-এর কয়েকটি মোজেজা
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

আঙ্গুল মোবারক থেকে পানি বের হওয়ার মুজিজা : হজরত জাবের (রা.) হতে বর্ণীত যে,হোদায়বিয়ায় হজরত সাহাবায়ে কেরাম (রা.) গণ পিপাসায় ক্লান্ত ছিলেন। হুজুর (সা.) এর সামনে একটি পাত্রে সামান্য পানি ছিল। তিনি তা দিয়ে ওযু করলেন। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, হে আল্লাহর রাসুল (সা.) আপনার পাত্রের এই অল্প পানি ছাড়া আমাদের কারো কাছেই কোনো পানি নেই, যা-দিয়ে আমরা ওজু করবো ও পান করাবো। তখন হুজুর (সা.) নিজ হাত মোবারক উক্ত পাত্রের ভিতর রাখলেন। হুজুর (সা.) নিজ হাত পাত্রে রাখার সাথে সাথেই আঙ্গুল মোবারক থেকে পানি প্রবাহিত হতে লাগলো। হজরত জাবের (রা.) বলেন, আমরা সকলেই সেই পানি পান করি এবং অজু করি। হজরত জাবের (রা.) কে প্রশ্ন করা হয়েছিল যে, আপনারা কতজন ছিলেন? উত্তরে তিনি বললেন যে, এক লক্ষ মানুষ হলেও সে পানি যথেষ্ট হতো। কিন্তু আমরা দেড় হাজার মানুষ ছিলাম।
চাঁদ দুই টুকরো হওয়ার মুজিজা : হজরত মোহাম্মদ (সা.) মদিনায় হিজরত করার প্রায় পাচ বছর পূর্বে একদিন মক্কার মুশরিকরা মোহাম্মদ (সা.) এর দরবারে উপস্থিত হয়ে বললো, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখান। রাসুলুল্লাহ (সা.) বললেন আমি মুজিজা দেখাতে পারি, তবে কি তোমরা ইসলাম গ্রহণ করবে? তারা বললেন হ্যাঁ, করবো। রাসুলুল্লাহ (সা.) আল্লাহর নিকট প্রার্থনা করে নিজ আঙ্গুল মোবারক দ্বাএয়া ইশারা করলেন। সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হয়ে গেলো। এক টুকরো আবি কুবাইস পাহাড়ে আর অন্য টুকরো কাইকাআন পাহাড়ে পতিত হলো। সেটি ছিল পূর্নিমা চাঁদ।
বকরি থেকে দুধ দোহন করার মুজিজা : হজরত রাসুলুল্লাহ (সা.) এর দরবারে সাহাবায়ে কেরামদের এক জমাত বসা ছিলেন। রাসুল (সা.) তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে একজন খাদেমকে পাঠালেন নিজ ঘরে। খাদেমকে বললেন ঘরে কিছু আহারাদি থাকলে নিয়ে এসো। কিন্তু রাসুলুল্লাহ (সা.) এর ঘরে কিছুই পাওয়া গেলো না। তখন রাসুলুল্লাহ (সা.) এর চোখে এক বকরি পড়লো। যা এখনো বড় ও হয়নি, বাচ্চা ও দেয়নি। এই বকরি থেকে দুধ দোহন করা কেউ কল্পনা ও করেনি।কিন্তু হুজুর (সা.) এই বকরির বাচ্চা থেকে এক পেয়ালা দুধ দোহন করে স্ত্রীগণের নিকট পাঠালেন এবং পূনরায় সেই বাচ্চা থেকে দুধ দোহন করে সকলে তৃপ্তিসহ পান করলেন।
শুকনো গাছে তরতাজা খেজুর : রাসুলুল্লাহ (সা.) ঘরে বসে আছেন। হজরত আবুবকর (রা.) ও হজরত উমর (রা.) এসে আরজ করলেন, হে আল্লাহর রাসুল, কিছু খাইনি। রাসুল (সা.) বললেন কেন কি হয়েছে? দুইজনই বললেন, আমরা পেটে পাথর বেধে আছি,কয়েকদিন হলো কিছুই খাইনি। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, তোমাদের পেটে তো একটি পাথর বাধা রয়েছে। কিন্তু তোমাদের নবীর পেটে দুইটি পাথর বাধা।
এরমধ্যেই এক সাহাবী এসে বললেন, আল্লাহর রাসুল, আমি আসরের নামাজের পর হজরত মিকদাদ ইবনে আসওয়াদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তার ঘরে দেখলাম খেজুরের স্তূপ। হুজুর (সা.) তখন মিকদাদ বিন আসওয়াদের ঘরে গেলেন। রাসুলুল্লাহ (সা.) মিকদাদ বিন আসওয়াদকে বললেন, মিকদাদ, আমরা কিছুই খাইনি।
তাই আবুবকর ও উমরকে নিয়ে চলে আসলাম যে, চলো মিকদাদের ঘরে খেজুর রয়েছে কিছু খেয়ে আসি। এই কথা শুনে মিকদাদ বিন আসওয়াদ কাদতে লাগলেন, রাসুল (সা.) বললেন হে মিকদাদ তুমি কাঁদছো কেন? মিকদাদ বিন আসওয়াদ বললেন, হে আল্লাহর রাসুল, আজ আপনি আমার ঘরে এসেছেন, কিন্তু আমার ঘরে আজ কিছুই নেই। খেজুরের যে স্তূপ ছিল, নামাজের আগেই আমি মদিনার গরীব মিসকিনদের মাঝে বন্টন করে দিয়েছি।এখন আমার ঘরে একটা খেজুর ও নেই। এই আক্ষেপে মিকদাদের চোখে পানি এসে গিয়েছিল, তা দেখে রাসুল (সা.) এর দয়ার সাগরে জোশ এসে যায়। রাসুলুল্লাহ (সা.) বললেন, এখানে কি কোনো গাছ আছে? মিকদাদ বললেন, এখানে তো কোন খেজুর গাছ নেই, তবে একটা শুকনো খেজুর গাছ আছে।
রাসুল (সা.) নিজ চাদর দিয়ে বললেন, যাও, শুকনো খেজুর গাছের নিচে এই চাদর বিছিয়ে বলবে নবী হজরত মোহাম্মদ (সা.) তোমার কাছে খেজুর চাচ্ছে। মিকদাদ (রা.) কথামতো চাদর নিয়ে বিছিয়ে বললেন নবী (সা.) তোমার কাছে খেজুর চাচ্ছে। দেখি মুহূর্তের মধ্যে শুকনো খেজুর গাছটি তরতাজা হয়ে গাছ থেকে খেজুর ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যে ই চাদর খেজুরে ভরপুর হয়ে গেল। চাদরটি উঠিয়ে রাসুল (সা.) এর নিকট নিয়ে আসি। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, হে মিকদাদ, তুমি যদি চাদরটি না উঠাতে তাহলে কেয়ামত পর্যন্ত এই গাছ থেকে খেজুর পড়তে থাকতো।
বিভাগ : ইসলামী জীবন
মন্তব্য করুন
আরও পড়ুন

সিকৃবিতে কৃষি বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল শনিবার

জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান- সিলেটে মানববন্ধনে ওয়ান আর্থ ইনিশিয়েটিভ

শৈলকুপায় সংঘর্ষে ২৫ জন আহত বাড়িঘর ভাংচুর

বিবাহ বিচ্ছেদে হ্যাট্রিকের রেকর্ড শ্রাবন্তীর

মার্চ ফর গাজা" হোক মুসলমানদের ঐক্যের বন্ধন : সিলেট ইসলামী আন্দোলন

কাল শনিবার ফিলিস্তিনে গণহত্যা বন্ধ সহ বিভিন্ন দাবীতে মিছিল ও সমাবেশ করবে সিলেট বাসদ

আনোয়ারায় জামায়াত প্রার্থীর স্লুইস গেইট পরিদর্শন

কারাগারে বিয়ে হলো মিতা-শিমুলের

ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি আরবের

বিএসপিএ’র বর্ষসেরা মিরাজ

বিশিষ্টজনদের আলোচনায় এই খাত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধিসহ বেশ কয়েকটি সুপারিশ

কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের রাজনীতি

ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা জমইয়াতে হিযবুল্লাহর বিক্ষোভ

ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের বিক্ষোভ

তারেক রহমান ঘোষিত ৩১দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঈশ্বরগঞ্জে বিএনপি'র জনসভা

বড়োদের শরীরে পা লাগলে কি করনীয় প্রসঙ্গে?

গ্রেফতারকৃত ক্রীম আপা কেন এত ভাইরাল?

মাগুরায় ছেলের মোটর সাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

চাঁদাবাজদের আর ক্ষমতায় আনা যাবে না : মুফতি ফয়জুল করীম

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন