সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
২৫ জুলাই ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ১২:০৪ এএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে। খবর বার্তাসংস্থা এএফপির। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘ইসরাইলিদের ছোঁড়া বুলেটে নাবলুসে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।’ মন্ত্রণালয় আরও জানায়, নিহত ৩ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ইসরাইলি সেনাবাহিনীর মতে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের এক মহল্লায় ৩ ‘সশস্ত্র জঙ্গি’ তাদের সেনাদের ওপর গাড়ি থেকে গুলি ছুঁড়ে। এরপর সেনারা তাদেরকে ‘নিষ্ক্রিয়’ করতে পাল্টা গুলি ছুঁড়ে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে ৩টি এম-১৬ রাইফেল, একটি বন্দুক, কার্তুজ ও অন্যান্য সামরিক উপকরণ উদ্ধার করেছে। গত বছরের শুরু থেকে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বেড়েছে। এ বছর সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরাইলি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তি রয়েছেন। এদিকে, ইসরাইলের পার্লামেন্টে পাস হয়েছে বিচারবিভাগীয় সংস্কারের প্রস্তাব। দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে ইসরেইলে এখন অতি দক্ষিণপন্থী এবং রক্ষণশীলদের সরকার চলছে। সম্প্রতি তারা স্থির করেছে, বিচারবিভাগের ক্ষমতা কমাতে হবে এবং সেই মতো পার্লামেন্টে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পার্লামেন্টে প্রাথমিকভাবে যে ভোটাভুটি হয়েছে, তাতে আদালতের ক্ষমতা কমবে। কিন্তু নেতানিয়াহু সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন। বস্তুত, সোমবার পার্লামেন্টে এই প্রস্তাব গৃহীত হওয়ার পরেও নতুন করে আন্দোলন শুরু হয়েছে। নেতানিয়াহু ও তার অনুগামীদের বক্তব্য, ইসরাইলের আদালত আইনের ফাঁক দেখিয়ে পার্লামেন্টের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিতে পারে। জনপ্রতিনিধিদের সেখানেই আপত্তি। তাদের দাবি, পার্লামেন্টের প্রতিনিধি হওয়ার জন্য জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। অর্থাৎ, তারা জনপ্রতিনিধি। পার্লামেন্টে তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, তা জনগণের কণ্ঠস্বর। অনির্বাচিত বিচারপতিরা সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে পারেন না। বস্তুত, ইসরাইলে কোনো সংবিধান নেই। সবটাই প্রথা ও নীতির উপর চলে। সেই প্রথাতেই এবার বদল ঘটানোর কথা বলছে পার্লামেন্ট। সোমবারের প্রাথমিক ভোটাভুটিতে ১২০ জন এমপি-র ৬৪ জন এর পক্ষে ভোট দিয়েছে। ফলে কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত যে বহাল হবে, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। আন্দোলনকারীদের বক্তব্য, ইসরাইলে সরকার চালায় দক্ষিণপন্থী এবং রক্ষণশীলরা। ফলে বহু প্রগতিশীল বিষয় তারা আটকাতে চাইবে। আগে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যেত। এবার সেই রাস্তা বন্ধ হতে চলেছে। এলজিবিটিকিউ-য়ের মতো বিষয় এই সিদ্ধান্তের ফলে সমস্যার মুখে পড়বে বলে মনে করছেন তারা। বস্তুত, নরওয়ে এবং হাঙ্গেরির সাথে এই সিদ্ধান্তকে তুলনা করছেন তারা। সেখানেও রক্ষণশীল সরকার বিচারবিভাগের অধিকার খর্ব করেছে। ইউরোপের ভেতরেও এ বিষয়টি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। ইসরাইলও সেই পথে হাঁটছে বলে বিক্ষোভকারীদের দাবি। প্রতিবাদে দেশজুড়ে আরো বড় আন্দোলন গড়ে তোলার কথা বলছেন তারা। ইসরাইলে সমস্ত ব্যক্তিকে পড়াশোনা শেষ করার পর কিছুদিন বাধ্যতামূলকভাবে সেনা বাহিনীতে কাজ করতে হয়। কিন্তু রক্ষণশীল চার্চের কিছু ব্যক্তি এই নিয়ম থেকে অব্যাহতি পান। আদালত এর বিরোধিতা করেছিল। কিন্তু নতুন আইনে ওই ব্যক্তিরা ছাড় পাবেন। এর প্রতিবাদে বিমান বাহিনীর একটি অংশ চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। প্রায় এক হাজার সেনা সদস্যের ওই চিঠিতে বলা হয়েছে, নতুন নিয়ম বহাল হলে তারা কাজ থেকে ইস্তফা দেবেন। সেনা বাহিনীর অন্য অংশগুলোর মধ্যেও প্রতিবাদের ঝড় উঠেছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হচ্ছে। নেতানিয়াহু বিষয়টিকে কিভাবে সামলান, সেটাই এখন দেখার। এএফপি, ডয়চে ভেলে।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

লক্ষ্মীপুরে হত্যার ১১ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ইসরায়েলি অবরোধে গাজায় খাদ্য সংকট, কানাডার প্রধানমন্ত্রীর নিন্দা

দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে ২৪ লাখ টাকার মালামাল লুট

আশুলিয়া সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ফরিদপুর অঞ্চলে বৃষ্টিতে পাট ধান সবজির বাম্পার ফলনের আশা, কৃষকদের মুখে হাসি

শিক্ষা মানে শুধু ডিগ্রি নয়, ন্যায় ও পরিবেশ রক্ষার দায়বদ্ধতা : সৈয়দা রিজওয়ানা হাসান

পাক-ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ: স্টিফেন ডুজারিক

“তারেক রহমানের মেধাবী নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাড়াবেই”

রাজশাহীর দূর্গাপুরে পানবরজ থেকে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

এবার নিজ দেশেই হামলা চালালো ভারতীয় বিমানবাহিনী

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি, নেতৃত্বে ডা. তাহের

মাগুরা পৌর আওয়ামী নেতা সাখাওয়াত হোসেন গ্রেফতার!

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চিকিৎসার অভাবে ধুঁকছেন গাজার দগ্ধ রোগীরা: এমএসএফ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

পেহেলগামকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছে পাকিস্তান

সীমান্তের জিরো লাইনে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ের বৈঠক

টাইমস হায়ার র্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

হজ নিয়ে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সউদী