ইসরাইলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
২৯ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৪, ১২:১২ এএম
ইসরাইলের কিরিয়াত শোমোনা শহরে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ভোরের দিকে এই হামলাগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। একদিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাব্বারিয়াহ গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়। ইসরাইলি সামরিক বাহিনীকে জবাব দিতেই প্রতিশোধমূলক এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি বিমান হামলায় সীমান্তবর্তী গ্রাম তাইর হারফায় পাঁচজন এবং সীমান্ত শহর নাকুরার একটি রেস্তোরাঁয় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। শিয়া মুসলীম সম্প্রদায়ের জরুরি ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। ইসরাইলি বাহিনী আর হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় বহু সদস্যের প্রাণ গেছে। এসব হামলার ফলে উভয় সীমান্তে লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। অপর এক খবরে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল গাজা যুদ্ধ থামাতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কাছে নত হবে না। মার্কিন সিনেটর রিক স্কটের সাথে এক ভিডিও বৈঠকে বুধবার তিনি এ মন্তব্য করেছেন। নেতানিয়াহু জানিয়েছেন, চলতি সপ্তাহে শীর্ষ সহযোগীদের আয়োজনে ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করার অর্থ ছিল, ইসরাইল যে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না তা হামাসকে দেখানো। মার্কিন সিনেটরকে তিনি বলেন, ‘এটি হামাসের কাছে প্রথম এবং সর্বাগ্রে একটি বার্তা ছিল: ‘এই চাপের উপর বাজি ধরবেন না, এটি কার্যকর হবে না।’ প্রসঙ্গত, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়েছিল। তবে প্রতিবারই হয় যুক্তরাষ্ট্র নতুবা রাশিয়া ও চীন ভেটো দিয়েছিল। এবারই প্রস্তাব নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো দানে বিরত ছিল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে তার আগের নীতি ‘ত্যাগ’ করার অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে একটি বৈঠক বাতিল করেছেন। রয়টার্স, বিবিসি।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম