সীমান্তে আটকা হাজারো বাসিন্দা
০৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
লেবানন-সিরিয়া সীমান্তে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে সীমান্তবর্তী এলাকা মাসনার কাছের সিরিয়া ক্রসিং পথ ধ্বংস হয়ে গেছে। লেবাননের পরিবহন মন্ত্রী বলেছেন, এই পথটি ধ্বংস হওয়ায় সেখানে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে যারা ইসরাইলের বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে ওই পথে সিরিয়ায় পালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলের নিক্ষিপ্ত বোমাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখ-ে ব্যাপকভাবে আঘাত হানে যাতে প্রায় চার মিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করত ওই পথ। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেই এক্সের এক বার্তায় লিখেছেন, তারা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছাতে দেবে না, প্রয়োজনে তারা সেটা জোরপূর্বকভাবে হলেও করবে। যেমনটি তারা হিজবুল্লাহর সাথে গোটা যুদ্ধের সময়টাতে করে যাচ্ছে। লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবার সকালে সীমান্তের কাছে ইসরাইলের বোমা হামলা থেকে পালানো কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছে। কেননা সেখানে সিরিয়ায় প্রবেশের পথটি ধ্বংস করা হয়েছে। লেবাননের সরকারি তথ্যমতে, ইসরাইলের বোমা হামলা থেকে বাঁচতে গত ১০ দিনে ৩ লাখের বেশি মানুষ লেবানন থেকে সিরিয়াতে প্রবেশ করেছে। তবে এখন যারা সেখানে আটকা পড়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্র এবং ইরান বিভিন্ন ফ্রন্টে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরাইল এবং লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সংঘাতের নাটকীয় পরিবর্তনের পর লেবানন থেকে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অনেক দেশ এই কার্যক্রম শুরু করেছে। এছাড়া নিজ থেকেও অনেকে পালানোর চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে চলেছে। কেননা ইসরাইল তার চিরপ্রতিপক্ষ তেহরানের সবচেয়ে বড় হামলার পর প্রতিশোধের বিকল্প কিছু চিন্তা করছে। বাইডেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এড়াতে আরও কিছু করা দরকার বলেও মন্তব্য করেছেন। কেননা এখনও ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নতুন বিমান হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন আত্মবিশ্বাসের সাথে বলেন যে, এই ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব। আমি বিশ্বাস করি না যে সর্বাত্মক যুদ্ধ হতে চলেছে। আমি মনে করি আমরা এটি এড়াতে পারি। রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা