সীমান্তে আটকা হাজারো বাসিন্দা
০৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

লেবানন-সিরিয়া সীমান্তে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে সীমান্তবর্তী এলাকা মাসনার কাছের সিরিয়া ক্রসিং পথ ধ্বংস হয়ে গেছে। লেবাননের পরিবহন মন্ত্রী বলেছেন, এই পথটি ধ্বংস হওয়ায় সেখানে কয়েক হাজার মানুষ আটকা পড়েছে যারা ইসরাইলের বোমা হামলার হাত থেকে রক্ষা পেতে ওই পথে সিরিয়ায় পালিয়ে যাচ্ছিল। শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলের নিক্ষিপ্ত বোমাটি সীমান্ত ক্রসিংয়ের কাছে লেবাননের ভূখ-ে ব্যাপকভাবে আঘাত হানে যাতে প্রায় চার মিটার পর্যন্ত গর্ত হয়ে গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, লেবাননের যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ সামরিক সরঞ্জাম আনা-নেওয়ার কাজে ব্যবহার করত ওই পথ। আইডিএফ মুখপাত্র আভিচায় আদ্রেই এক্সের এক বার্তায় লিখেছেন, তারা কোনোভাবেই হিজবুল্লাহর কাছে অস্ত্রের চালান পৌঁছাতে দেবে না, প্রয়োজনে তারা সেটা জোরপূর্বকভাবে হলেও করবে। যেমনটি তারা হিজবুল্লাহর সাথে গোটা যুদ্ধের সময়টাতে করে যাচ্ছে। লেবাননের পরিবহন মন্ত্রী আলী হামিহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুক্রবার সকালে সীমান্তের কাছে ইসরাইলের বোমা হামলা থেকে পালানো কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছে। কেননা সেখানে সিরিয়ায় প্রবেশের পথটি ধ্বংস করা হয়েছে। লেবাননের সরকারি তথ্যমতে, ইসরাইলের বোমা হামলা থেকে বাঁচতে গত ১০ দিনে ৩ লাখের বেশি মানুষ লেবানন থেকে সিরিয়াতে প্রবেশ করেছে। তবে এখন যারা সেখানে আটকা পড়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান লড়াইয়ের ফলে যুক্তরাষ্ট্র এবং ইরান বিভিন্ন ফ্রন্টে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইসরাইল এবং লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সংঘাতের নাটকীয় পরিবর্তনের পর লেবানন থেকে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই অনেক দেশ এই কার্যক্রম শুরু করেছে। এছাড়া নিজ থেকেও অনেকে পালানোর চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে চলেছে। কেননা ইসরাইল তার চিরপ্রতিপক্ষ তেহরানের সবচেয়ে বড় হামলার পর প্রতিশোধের বিকল্প কিছু চিন্তা করছে। বাইডেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এড়াতে আরও কিছু করা দরকার বলেও মন্তব্য করেছেন। কেননা এখনও ইসরাইলের সামরিক বাহিনী লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নতুন বিমান হামলা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন আত্মবিশ্বাসের সাথে বলেন যে, এই ধরনের যুদ্ধ এড়ানো সম্ভব। আমি বিশ্বাস করি না যে সর্বাত্মক যুদ্ধ হতে চলেছে। আমি মনে করি আমরা এটি এড়াতে পারি। রয়টার্স।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলেটে যে কারনে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এবার ‘বাস মিস’ নয়, নতুন সম্ভাবনায় জোর বাংলাদেশ-পাকিস্তানের

গ্যাসের মূল্য বৃদ্ধির হঠকারী সিদ্ধান্তে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মতলবে ২ পরীক্ষার্থী বহিস্কার

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

রাজশাহীতে বিশেষ অভিযানে দুইজনসহ আটক ১৭

তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের নির্মম আঘাতে বড় ভাইয়ের মৃত্যু !

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

উইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

বাগমারার বার শিক্ষককে অব্যাহতি ও পাঁচ শিক্ষার্থী বহিস্কার

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ব্যানার উদ্বেগ-নিন্দা সিইউজে'র

রাত পোহালেই কর্মী সম্মেলন: লাকসাম জুড়ে জামায়াতের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ

দেশের যেসব অঞ্চলে তীব্র ঝড়ের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

চারুকলায় এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা :ইউট্যাব

সিলেটে জিম্বাবুয়ে দলের অনুশীলনে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ দলও ঘাম ঝরালো মাঠে

মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

র্যাবের মামলার আসামি পুলিশের শুভাকাঙ্খি হয়ে ধরা ছোঁয়ার বাইরে : ফজলু