সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

সিরিয়া সীমান্তে কুর্দি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তৎপরতা নিয়ে তুরস্কের উদ্বেগকে বৈধ বলে পুনরায় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, নিশ্চিত করেছে, ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসী হুমকির কারণে তুরস্কের নিরাপত্তা উদ্বেগ একেবারে বৈধ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বুঝি, তুরস্কের সীমান্তে তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তুরস্কের নাগরিক, শহর এবং গ্রামগুলোর ওপর ওই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। তিনি আরও বলেন, তুরস্কের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার রয়েছে। আমরা এই বিষয়টি বুঝি এবং তুরস্কের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি যে, কীভাবে তারা এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। কিরবি বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের কার্যক্রম এমনভাবে পরিচালিত হোক, যাতে তাদের এসডিএফ (সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস) সহযোগীরা আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোযোগ হারিয়ে অন্য কোথাও মনোযোগী হয়ে পড়ে। তিনি আরও জানান, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি মূলত আইএসআইএস (দাইশ) এর পুনরায় গঠন রোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষত আসাদ সরকারের পতনের পর, যাতে তাদের শক্তি পুনরুদ্ধার না করতে পারে। এটাই আমাদের বর্তমান লক্ষ্য এবং আমরা এই মিশন চালিয়ে যাচ্ছি। কিরবি বলেন, ওয়াইপিজি ও পিকেকে নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানান। পিকেকে, যা তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত, ৪০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে, এবং এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে নারী, শিশু ও শিশুরাও রয়েছে। আর ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা। তুরস্ক বলছে, সন্ত্রাসী ওয়াইপিজি ও পিকেকে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর থেকে তুরস্কের সীমান্তে একটি করিডর গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে পরস্পরবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আঙ্কারা। গত মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। আনাদোলু।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলেটে যে কারনে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ স্থাপনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

সুন্দরগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এবার ‘বাস মিস’ নয়, নতুন সম্ভাবনায় জোর বাংলাদেশ-পাকিস্তানের

গ্যাসের মূল্য বৃদ্ধির হঠকারী সিদ্ধান্তে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

মতলবে ২ পরীক্ষার্থী বহিস্কার

ওয়াকফ আইন কার্যকর পিছিয়ে দিলো ভারত সরকার

রাজশাহীতে বিশেষ অভিযানে দুইজনসহ আটক ১৭

তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের নির্মম আঘাতে বড় ভাইয়ের মৃত্যু !

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

উইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বাড়ল বাংলাদেশের

বাগমারার বার শিক্ষককে অব্যাহতি ও পাঁচ শিক্ষার্থী বহিস্কার

সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: প্রশ্ন রিজভীর

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ব্যানার উদ্বেগ-নিন্দা সিইউজে'র

রাত পোহালেই কর্মী সম্মেলন: লাকসাম জুড়ে জামায়াতের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ

দেশের যেসব অঞ্চলে তীব্র ঝড়ের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

চারুকলায় এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা :ইউট্যাব

সিলেটে জিম্বাবুয়ে দলের অনুশীলনে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ দলও ঘাম ঝরালো মাঠে

মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনায় আশুলিয়ায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন

২৭ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

র্যাবের মামলার আসামি পুলিশের শুভাকাঙ্খি হয়ে ধরা ছোঁয়ার বাইরে : ফজলু