আমাদের মাতৃভাষা ও মাতৃভূমি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ এএম
বায়ান্নর ২১ ফেব্রুয়ারি ,আমাদের ভাষা সংগ্রামের গৌরবদীপ্ত স্মরণীয় একটি দিন।এ দিনটি বাঙালি জাতির ভাষা আন্দোলনের মর্মন্তদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন। এ দিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় বাঙালি ছাত্ররা রাজপথের আন্দোলন অব্যাহত রাখে। দেশের প্রধান শহরগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। গর্জে ওঠে দেশের বুদ্ধিজীবী সমাজ। বন্দুকের নলের সম্মুখে বুক পেতে দিতে প্রস্তুত হয় হাজার হাজার ছাত্র তখন মিছিলের কাতারে। বুকের তাজা রক্তে সেদিন রঞ্জিত হয়েছিল রাজপথ! অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে সালাম , রফিক , জব্বার, বরকত ও শহীদ হন। এদের জীবন দানের মধ্যে দিয়ে অর্জিত হয় বাংলা ভাষার অধিকার।
মায়ের ভাষায় কথা বলার অধিকার। তাঁদের প্রতি চিরকাল থাকবে শ্রদ্ধা এবং সালাম। মানুষের মনের ভাব প্রকাশের জন্য মায়ের ভাষার বিকল্প নেই , মায়ের ভাষা আল্লাহ তালায়ার কুদরতের এক অপূর্ব মহিমার স্বরুপ।মায়ের ভাষার মাধ্যমে মানুষ যত সহজে মনের ভাব প্রকাশ ও প্রচার করতে পারে অন্য কোনো ভাষায় তা সম্ভব নয়।মাতৃভাষার সম্মান ও মাতৃভূমির মর্যাদা অক্ষুন্ন রাখতে প্রতিটি জাতিকে দায়িত্ব পালন করতে হয়।মা যেমন তাঁর সন্তানের নিকট শ্রদ্ধা - সম্মান এবং ভালোবাসার পাত্র, তেমনি একটি জাতির কাছে তাঁর দেশ এবং ভাষা শ্রদ্ধা-সম্মানের বস্তু। তাই আমরা আমাদের দেশ এবং ভাষাকে মায়ের মতন ভালোবাসবো। মাতৃভাষার প্রকৃত মর্যাদা ছাড়া মাতৃভূমি সমৃদ্ধ হয় না। এই বাংলায় জন্মে আমরা গর্বিত বাংলা ভাষা, বাংলাদেশ, আমাদের অহংকার।
আদিকাল থেকেই বাংলাদেশ ছিল, প্রাচুর্যের ভান্ডার।অন্যদিকে অফুরন্ত প্রাকৃতিক। সৌন্দর্যের লীলাভূমি, উত্তরের বিশাল হিমালয়-পর্বত।দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগর।পশ্চিমে রুক্ষ প্রান্তর এবং পূর্বে শৈলমালা।বাংলাদেশের আরও বহু প্রশংসা ও ইতিহাস ছড়িয়ে আছে। বাংলার প্রাকৃতিক এ দেশের মানুষকে করেছে সংগ্রামী, কখনও বাউল, কখনও শিল্পী, কবিরা এই বাংলার প্রেমে পড়ে নাম দিয়েছেন সোনার বাংলা, রূপসী বাংলা, প্রাণের বাংলা প্রভৃতি।এই বাংলা আমাদের অহংকার। এই মাতৃভূমির যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি উপরে তাকালে যে আকাশ আমরা দেখতে পাই, নিঃশ্বাসে যে বাতাস আমরা বুকের ভিতর টেনে নেই তাঁর সবকিছুর জন্যই আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে চিরঋণী।যে ঋণ বাঙালি জাতি কখনও শোধ করতে পারবেনা। আমরা কেবল তাঁদের প্রতি কৃতজ্ঞতা টুকু প্রকাশ করার একটুখানি সুযোগ পেয়েছি।মুক্তিযুদ্ধে বীর সূচক দিয়ে সম্মানিত করা সাতজন বীরশ্রেষ্ঠ হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল,রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ এবং নুর মোহাম্মদ শেখ।১৯৭৩সালে ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বীর সূচক অবদান রাখার জন্য যাঁদের বীর সূচক দেওয়া হয় তাঁদের মাঝে নারী মুক্তিযোদ্ধারাও আছেন। মুক্তিযুদ্ধের সময় এ দেশের নারীরা শুধু যে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, তা নয়, অস্ত্র হাতে পুরুষদের পাশাপাশি পাশাপাশি নারীরাও যুদ্ধ করেছেন। আমাদের দুঃখি দেশটা বড় ভালবাসার দেশ, মমতার দেশ।যাঁরা জীবন বাজী রেখে এই স্বাধীন দেশটি আমাদের মাঝে এনে দিয়েছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার শেষ নেই। আর যেসব স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতক, যুদ্ধাপরাধী এই স্বাধীন রাষ্ট্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করছে? তাঁদের জন্য চিরকাল থাকবে অন্তহীন ঘৃণা। আমরা স্বপ্ন দেখি, আমাদের নতুন প্রজন্ম মাতৃভূমিকে ভালোবাসার তীব্র আনন্দটুকু অনুভব করতে শিখবে। এবং প্রিয় মাতৃভূমি ঘুরে ঘুরে অভিমানী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করবে, তাঁদের হাত স্পর্শ করে বলবে, আমাদের একটি স্বাধীন দেশ দেওয়ার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইল।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন
কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের নিরাপত্তা জোরদার
‘সাইবার মানডে’ উপলক্ষে ওয়েব হোস্টিংয়ে লিমডা হোস্টে চলছে ৬০% পর্যন্ত ছাড়!
ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী
ফ্যাসিস্ট সরকারের ৮ বছরের নিষেধাজ্ঞার পর অবশেষে মঞ্চে আসছে থিয়েট্রিক্যাল বাহাস ও কন্ঠনালীতে সূর্য
মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ
নাম পরিবর্তনের দাবি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
আইএসের নৃশংসতার বিচারে জাতিসংঘ ব্যর্থ : নাদিয়া মুরাদ
নোয়াখালীর সুবর্ণচরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন
মানিকগঞ্জে হাঙ্গার প্রজেক্টের গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
এবার ভারতের মালদহে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া বন্ধ ঘোষণা
কিশোরগঞ্জের হাওর-অর্থনীতি বেগবান করতে চলছে কয়েকশ কোটি টাকার প্রকল্প
প্লাস্টিক ব্যবহার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে: অতিরিক্ত সচিব ফাহমিদা খানম
দেশের ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক
পায়রার রাজস্ব আয় বাড়বে তিনগুণ, দেশের অর্থনীতিতে রাখবে বড় ভূমিকা
মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী
কঠিন সময় পার করছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টা
কুড়িগ্রামে সাবেক এমপি পুত্র সবুজ গ্রেফতার
ভারতে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
অমৃতসরে স্বর্ণ মন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদালের ওপর গুলিবর্ষণ