কবিতা
২৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

রানা প্লাজা-একটি ট্রাজেডি
রবিউল মাশরাফী
বেদনার জলে ভেজা চব্বিশে এপ্রিল, দু’হাজার তেরো।
সেদিনের সূর্যটাও আলো জেলেছিল ঠিক আগের মতন
তবুও মরণ ফাঁদ লুকায়িত ছিল দিনের আলোয়।
সাভারের রানা প্লাজা বয়সের ভারে
ন্যুব্জ ছিল না মোটেই-
মিথ্যার উপরে গড়া শক্তিহীন মেরুদন্ডে ভর করে থাকা স্থুল রানা প্লাজা,
কী এমন কষ্ট নিয়ে শুয়ে পড়েছিল?
জানেন সোহেল রানা!
ইট পাথরের গায়ে সিঁদুরের মতো লেগেছিল খুন।
পিয়াসে উরস ফাটে ওষ্ঠাগত প্রাণ !
শরমের মরমের নিঃসৃত পানিতে
গলা ভেজালেন কেউ।
যে মা তার শিশুটিকে দুধ পান না করায়ে রেখে এসেছিল
সে মায়ের ইচ্ছে হয়, একবার তাকে দুধ পান করাবেন।
কিন্তু একি হলো হায়!
যমদূত কুঠার হাতে শিয়রে দাঁড়িয়ে
তাতাল আগুনে পুড়ে, নিভে গেল প্রাণ ।
রানা প্লাজার ছোবলে চিরতরে ঘুমিয়ে গেলেন এগারোশো পঁচাত্তর রক্তিম শ্রমিক
তা-বের ভাঁজে ভাঁজে ঝরা শেফালির মতো পড়েছিল অগণিত লাশ,
বাইশশোর বেশি হলো নিদারুণ পঙ্গুত্ব বরণ।
সাভারের রানা প্লাজা আজ আর নেই।
তবু নিস্তব্ধ আঁধারে শ্রমিকের লাশ এসে ভিড় করে
লাশেদের ফিসফাস! কে কাকে কি কথা বলে বুঝি অনুমানে
তারপর সারি বেঁধে দূর পথে চলে যায় বাতিহীন ঘরে।
বাতাসের ঢেউয়ে ঢেউয়ে হাজারো লাশের গন্ধ ভেসে আসে নাকে
আর কতো লাশ পেলে তৃপ্ত হবে পাষ-ের মন?
আর কত রক্ত খেয়ে শান্ত হবে ওই ব্যাঘ্র চোখ?
পিয়ানো-রিডের মতো পাঁজরের হাড় চেপে চেপে
ব্যথাতুর সুর তোলো ক্ষুধাতের প্রাণে?
বুকের কপাট খুলে, দেখো তার হৃদপিন্ডের তলে
অগণিত হাহাকার!
শতাব্দী শতাব্দী ধরে শ্রমিকের কতো স্বপ্ন, বরফের নিচে চাপা পড়ে আছে।
সময়ের মৃত্তিকায় এবারও কি তবে ঢাকা পড়ে যাবে
লাশের কফিনে লেখা দাবি আদায়ের রক্তমাখা চিঠি?
ইনকিলাব চাই ইনকিলাব
গালিব খাঁন
ইনকিলাব চাই, ইনকিলাব, মুক্ত জীবন হোক নবাব।
ভোরের দুয়ার দাও খুলে, আয়েশ-আরাম যাও ভুলে।
জাগুক আশা লক্ষ প্রাণের,
উঠুক আওয়াজ বিজয় গানের।
এসেছে নতুন জীবনের ডাক,
পৃথিবী অবাক, চেয়ে নির্বাক।
সূর্য উঠুক রক্ত-রাঙার, কাঁপন উঠুক তখ্ত ভাঙার।
ময়দানে চল, উঁচু কর শির—, ভেঙে ফেলো গোলামীর জিঞ্জির।
সমুখপানে হও আগুয়ান,
ঘুম ভাঙিয়ে জাগো হে জোয়ান।
সুরের অনুরাগ
মিয়া ইব্রাহিম
(সদ্য প্রয়াত কবি মুকুল চৌধুরী স্মরণে)
নীল দরিয়ার গোপন দুঃখ
তুমি ছাড়া জানে না কেউ
গানের পাখিরা কান্দে বসে
উজানেতে সুরমা নদীর ঢেউ।
পাখির পালক ছাড়ালো কে
মিহি আদরে ভরেছে বাসর
তোমার আগমনে হেসেছিল
বসন্ত, সাজিয়েছে নতুন ঘর।
তুমি ছড়ালে সুবাস জগতময়
কবিতার গোধূলি হাওয়া
মুকুল থেকে ফুটেছে ফুল
কতো যে আনন্দে পাওয়া।
আর হবে না দেখা, চেনা চোখে
তবু লেগে আছে স্নেহাদ্র দাগ
তোমার লেখা কবিতা আর গানে
জেগে থাকুক সুরের অনুরাগ।
ফিলিস্তিনের আর্তনাদ
হাসান মাহমুদ
তোমার বোমারু বিমান
আছে যত গোলা-বারুদ, যুদ্ধের কামান
মূল্য কী তার, একটি প্রাণের সমান?
মনে করো সেই দিন, এই ভূমি তাদের দান।
আজ তুমি মারছো মানুষ, ভুলেছো মানবতা
মনে রেখো, ইতিহাস একদিন বলবে সে কথা,
যুদ্ধে যে শিশু হারিয়েছে নিজের মাতা-পিতা
কেমন করে বুঝিবে তুমি—সে শিশুর কী ব্যথা?
বিশ্ব বিবেক চুপ করে রয়, ধ্বংস ফিলিস্তিন
কোথায় আছো, মুসলিম মুজাহিদিন?
কোথায় সেই বীরের জাতি
মরছে দেখো তোমারই জ্ঞাতি।
এসো মুসলিম সেনানী, বীরের মতো লড়ো
ভয় কিসের? মারো কিংবা মরো,
শহীদ হতে করে না যে ভয়—
একদিন হবে তাহাদেরই বিজয়।
হে খালিদের উত্তরসূরি, তুমি আজ সেনাপতি
উদ্ধার করো ফিলিস্তিনের জাতি, তোমার রক্তে আগুন জ্বালো,
ধ্বংস করো জালিমের হাত, আধারে করিতে আলো।
বিভাগ : সাহিত্য
মন্তব্য করুন
আরও পড়ুন

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত

ওষুধের দাম কমাতে পদক্ষেপ ট্রাম্পের

চীনা বিমানের কাছে পরাস্ত রাফাল সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক ভারত

এরদোগানের সঙ্গে ফোনালাপ পুতিনের

ফের বিটকয়েনের দাম ১ লাখ ৫ হাজার ডলার ছাড়াল

মার্কিন-চীন বাণিজ্যের অবনতি রোধ করতে মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকছে নেক্স গ্লোবাল

গাজা যুদ্ধ সামরিক আগ্রাসনের মাধ্যমে সমাধানযোগ্য নয় : জার্মানি

ইউরোপে বন্দি থেকেও ফিলিপাইনে জয়ী হতে যাচ্ছেন দুতার্তে

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা

ফ্যাসিস্ট এমপি মমতাজ বেগম গ্রেফতার

কোটচাঁদপুরে আম সংগ্রহ শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয় অচল: দক্ষিণাঞ্চল অচলের ঘোষণা

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা জারী করে প্রজ্ঞাপন

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তিতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

করিডোর নিয়ে গোটা দেশের মানুষ ক্ষুব্ধ, বিপন্ন হতে পারে সার্বভৌমত্ব: দরকার জাতীয় ঐক্য

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে

জকিগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতা কারাগারে

জেপি মরগান পেমেন্টসের ‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক