বিশ্ব যক্ষ্মা দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শতভাগ রোগী শনাক্ত না হওয়াই যক্ষ্মা নির্মূলে বাধা
২২ মার্চ ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যক্ষ্মা নির্মূলে কিছু ক্ষেত্রে এগোলেও শতভাগ রোগী শনাক্ত করতে না পারায় বাংলাদেশ এখনও উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৫ সালের আগেই দেশকে যক্ষ্মামুক্ত করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে বুধবার (২২ মার্চ) এক অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ভারত-পাকিস্তানসহ উচ্চ ঝুঁকিপূর্ণ আটটি দেশের একটি বাংলাদেশ। এসব দেশে পৃথিবীর ৭০ শতাংশ যক্ষ্মা রোগী রয়েছে। বাংলাদেশ যক্ষ্মা নিয়ন্ত্রণে বেশ সফল হলেও কিছু ক্ষেত্রে এখনও কাজ করতে হবে। জাতীয় যক্ষ্মা নির্মূল কার্যক্রমের কারণে রোগী সুস্থ হওয়ার হার ৯৫ শতাংশ। আমরা বিনামূল্যে ওষুধ-চিকিৎসা সেবা দিচ্ছি। ২০১৫ সালে যেখানে প্রতি লাখে ৪৫ জন মানুষ মারা যেত, ২০২১ সালে তা ২৫ জনে নেমে এসেছে। কিন্তু শতভাগ রোগী শনাক্ত করা যাচ্ছে না জানিয়ে জাহিদ মালিক বলেন, অনেকে যক্ষ্মার লক্ষণ থাকলেও সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে রোগটি লুকিয়ে রাখে। এ কারণে রোগটি শতভাগ নির্মূল করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর, ইউএসএআইডি ও আইসিডিডিআর,বি সম্মিলিতভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ কয়েকজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন; এ সময় যক্ষ্মা নির্মূলে সচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এদিন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, প্রতি মিনিটে বাংলাদেশে অন্তত একজন লোক যক্ষ্মায় আক্রান্ত হয়। ২০২১ সালে সারাদেশে তিন লাখ ৭৫ হাজার এই রোগে আক্রান্ত হয়েছে ও ৪২ হাজার মানুষের মৃত্যু হয়, যা প্রতি ১২ মিনিটে একজন। আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন, যক্ষ্মা নির্মূলে বাংলাদেশের আরও অনেক কিছু করতে হবে। এই রোগ নিয়ে গবেষণায় চিকিৎসকদের আগ্রহী করে তুলতে হবে। আমরা সবাই মিলে করোনাভাইরাস জয় করেছি। যক্ষ্মাও নির্মূল করতে হবে। রোগ শনাক্তের গুরুত্ব জানিয়ে ইউএসএআইডির ড. সামিনা চৌধুরী বলেন, তিনি নিজেও ১৮ বছর বয়সে যক্ষ্মা আক্রান্ত হয়েছিলেন। আমি সঠিক সময়ে শনাক্ত করতে পেরেছিলাম বলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি। এজন্য রোগটি শনাক্তে জোর দিতে হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে এসেছে কিন্তু একে নির্মূল করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবীর ও পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।##
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ