বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দিন
০৪ এপ্রিল ২০২৩, ০৭:১০ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম
গুলিস্তান বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, বার বার বিভিন্ন মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটে কিন্ত এসব অগ্নিকা-ের কারণ ও রহস্য অজান্তেই থেকে যায়। বঙ্গবাজারের অগ্নিকা-ের ঘটনার সূত্রপাত উদঘাটনে কার্যকরী উদ্যোগ নিতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ ঃ খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন এক যুক্ত বিবৃতিতে বঙ্গবাজারের অগ্নিকা-ের ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, ঈদকে সামনে রেখে অনেকেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে সাজিয়েছিলেন, কিন্তু এই অগ্নিকা- তাদের সকল স্বপ্নকে পুড়িয়ে ধূলিস্যাৎ করে দিয়েছে। বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো সরকার ও দেশবাসীর নৈতিক দায়িত্ব। সকলের আন্তরিকতা ও সহযোগিতা পেলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব বঙ্গবাজারে অগ্নিকা-ে ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই অগ্নিকা-ের পেছনের মূল কারণ খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, যদি অগ্নিকা- সমূহের কারণগুলো ভালো করে তদন্ত করা হয় এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হয় তাহলে এই ঘটনাগুলো বারবার ঘটবে না। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান পাট পুর্ননির্মাণ এবং দ্রুত প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে পরিদর্শনে আরো ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা এবিএম জাকারিয়া, শ্রমিকনেতা আলহাজ আব্দুর রহমান, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কান্নায় আবেগাপলুত হয়ে যান। তাদের সবর করার আহ্বান জানান। ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমে শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের দুই শতাধিক স্বেচ্ছাসেবক ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। তারা ফায়ার সার্ভিসের কমীদের বিভিন্ন্নভাবে সহযোতিা করছেন এবং ব্যবসায়ীদের মালামাল সরাতে সহযোগিতা করছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ঈদের আগে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন বার বার এখানে আগুন লাগছে। এর আসল কারণ উদঘাটন করতে হবে। নিকটে থাকা ফায়ার সার্ভিস হেড কোয়ার্টার কি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ তা আলোচনার দাবি রাখে। তিনি ক্ষতিগস্ত ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এক বিবৃতিতে বলেন, বঙ্গবাজারের অগ্নিকা-ের ঘটনায় আমরা মর্মাহত। এই অগ্নিকা-ের ক্ষতি পুষিয়ে দেয়ার মত সক্ষমতা আমাদের নেই। আল্লাহ তায়ালা মানুষকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন। বিপদে ধৈর্য্য ধরে যে কোন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আল্লাহ ক্ষতিগ্রস্ত বয়বসায়ীদের প্রতি সহায় হোন। তিনি অগ্নিকা-ের যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। এছাড়া তিনি সহমর্মিতার মাস রমযানে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে দেশবাসীসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি
ঘণকুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
চীনে শুল্ক আরোপে ট্রাম্পের দ্বিধা, বিতর্কিত মন্তব্য ও কূটনৈতিক পদক্ষেপ
ঘোষিত হলো ৯৭ তম অস্কারের মনোনয়ন: দেখে নিন সম্পূর্ণ তালিকা
জুলাই বিপ্লবে আহত সাতজনকে পাঠানো হলো সিঙ্গাপুরে
জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের