বঙ্গবাজারের ব্যবসায়ীদের কান্না, সোস্যাল মিডিয়ায় দোয়া কামনা
০৪ এপ্রিল ২০২৩, ০৭:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আশপাশের ভবনে আর আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ৬টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে পানির সঙ্কট ও তীব্র বাতাসের ফলে তীব্রতা বাড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
সবশেষ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেই সঙ্গে ঘটনাস্থলে কাজ করে সেনাবাহিনী ও বিমানবাহিনীও। পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য না মিললেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই আগুনে সৃষ্ট ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী আহত হয়েছেন। এছাড়া ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জন ভর্তি আছেন। তবে তাদের মধ্যে চারজনই আতঙ্কগ্রস্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভবনের ৬০১ ও ৬০২ নম্বর ওয়ার্ডের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজধানীর বঙ্গবাজারে লাগা এই আগুনে কয়েক হাজার কোটি টাকার বেশি মূল্যের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তার মতে, ঈদের আগে ব্যবসায়ীদের জীবনে যেন কেয়ামত নেমে এসেছে।
এ ঘটনায় সকাল থেকেই সোস্যাল মিডিয়ায় নেটিজনরা ব্যবসায়ীদের সাহায্যার্থে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। আবার কেউ কেউ রিরূপ মন্তব্যও করেছেন, তারা বলেছেন সরকার দেশে এতো উন্নয়ন করলেও রাজধানীর মতো একটা এলাকায় কেনো আগুন নেভাতে ৭ ঘণ্টা লাগবে?
সিনিয়র সাংবাদিক, গবেষক ও লেখক মেহেদী হাসান পলাশ নামে একজন লিখেছেন, কিছুই ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। টেলিভিশনের বঙ্গবাজারের আগুনের লাইভ নিউজ কিছুক্ষণ দেখার পরে খুব অস্থির লাগছিল। তাদের কান্না ও আহাজারি দেখে আর নিতে পারছিলাম না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। টিভি বন্ধ করে দিলাম। কিন্তু অস্থিরতা কাটছে না। অসহায় মানুষগুলোর হাহাকারে সিক্ত মুখগুলো কোনোভাবেই দৃষ্টির আড়াল করতে পারছিনা। আল্লাহই উত্তম ফয়সালাকারী এবং একমাত্র অভিভাবক। তিনি হেফাজতকারী।
মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, আমি ট্রেকিংয়ের জ্যাকেট থেকে শুরু করে সবকিছু বঙ্গবাজার মার্কেটে কিনতে যাই। সেখানে ভোরের ভয়াবহ আগুনে অন্তত ৪ হাজার দোকান পুড়ে ছাই। সামনে ঈদ, লাখ লাখ মানুষের ব্যবসা শেষ। আল্লাহ তুমি রহম করো।
মো. বেলাল হোসেন নামে একজন লিখেছেন, একটি দোকান পুড়ে যাওয়া মানে প্রত্যেকটি পরিবার জ্বলে পুড়ে যাওয়া। আল্লাহ তুমি সব পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দাও।
নুশরাত জাহান নিশু নামে একজন লিখেছেন, এতো বড় আগুন এমনিতেই কি লেগে গেলো? এর সঠিক তদন্ত কি বের হবে। আল্লাহ সকল ক্ষতিগ্রস্ত লোকজনের উপর রহমত দান করো।
মো. ফয়সাল নামে একজন লিখেছেন, এতো এতো উন্নয়নের গল্প শুনি অথচ ঘণ্টার পর ঘণ্টা আগুন জ্বলতে থাকে। এখনো দেশে নেই কোনো উন্নত আগুন নিবারণের যন্ত্র।
শামীম আহমেদ জিয়া নামে একজন লিখেছেন, হে আল্লাহ! বঙ্গবাজারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
মুক্তা নামে একজন লিখেছেন, এই মানুষগুলোর জন্য দোয়া ছাড়া কিছু করার নাই। আল্লাহ তুমি তাদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দাও-আমিন।
ফারিন সরকার নামে একজন লিখেছেন, কতো কতো মানুষের সপ্ন আজ শেষ। কতো পরিবার আজ কান্না করছে। আল্লাহ শোক কাটিয়ে উঠার তৌফিক দিক এবং সবাইকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিক। সেই সাথে যা ক্ষতিপূরণ হয়েছে তা কোনো উসিলায় তাদেরকে পাওয়ার তৌফিক দিক- আমিন।
জিয়াউর রহমান নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি আমাদের এই ভয়াবহ কঠিন দুর্যোগ থেকে রক্ষা করুন।
মনিরা চৌধুরী নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। ঈদের আগ মুহূর্তে এরকম আগুনের প্রভাব কেবল তারাই বুঝবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আপনি তাদের সহায় হোন।
রাসেল মাহমুদ নামে একজন লিখেছেন, আল্লাহ হেফাজত করুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার তৌফিক দিন।
আবার অনেকেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া কেউ কেউ বলেন, কিছু দুষ্কৃতিকারীরা এই আগুন পরিকল্পিভাবে দিয়েছে। সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত
সারাক্ষণ ভূমিকম্প অনুভব করি: পরীমণি
ঘণকুয়াশায় ৯ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
চীনে শুল্ক আরোপে ট্রাম্পের দ্বিধা, বিতর্কিত মন্তব্য ও কূটনৈতিক পদক্ষেপ
ঘোষিত হলো ৯৭ তম অস্কারের মনোনয়ন: দেখে নিন সম্পূর্ণ তালিকা
জুলাই বিপ্লবে আহত সাতজনকে পাঠানো হলো সিঙ্গাপুরে