বঙ্গবাজারের ব্যবসায়ীদের কান্না, সোস্যাল মিডিয়ায় দোয়া কামনা
০৪ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আশপাশের ভবনে আর আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার ভোর ৬টার দিকে গুলিস্তানের বঙ্গবাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এর পাশেই ফায়ার সার্ভিসের সদর দফতর হওয়ায় সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ৬টা ১২ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। পরে পানির সঙ্কট ও তীব্র বাতাসের ফলে তীব্রতা বাড়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।
সবশেষ ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেই সঙ্গে ঘটনাস্থলে কাজ করে সেনাবাহিনী ও বিমানবাহিনীও। পাশাপাশি র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
এখনো আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য না মিললেও শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই আগুনে সৃষ্ট ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী আহত হয়েছেন। এছাড়া ভয়াবহ এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জন রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জন ভর্তি আছেন। তবে তাদের মধ্যে চারজনই আতঙ্কগ্রস্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভবনের ৬০১ ও ৬০২ নম্বর ওয়ার্ডের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজধানীর বঙ্গবাজারে লাগা এই আগুনে কয়েক হাজার কোটি টাকার বেশি মূল্যের ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তার মতে, ঈদের আগে ব্যবসায়ীদের জীবনে যেন কেয়ামত নেমে এসেছে।
এ ঘটনায় সকাল থেকেই সোস্যাল মিডিয়ায় নেটিজনরা ব্যবসায়ীদের সাহায্যার্থে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেছেন। আবার কেউ কেউ রিরূপ মন্তব্যও করেছেন, তারা বলেছেন সরকার দেশে এতো উন্নয়ন করলেও রাজধানীর মতো একটা এলাকায় কেনো আগুন নেভাতে ৭ ঘণ্টা লাগবে?
সিনিয়র সাংবাদিক, গবেষক ও লেখক মেহেদী হাসান পলাশ নামে একজন লিখেছেন, কিছুই ভালো লাগছে না, খুব অস্থির লাগছে। টেলিভিশনের বঙ্গবাজারের আগুনের লাইভ নিউজ কিছুক্ষণ দেখার পরে খুব অস্থির লাগছিল। তাদের কান্না ও আহাজারি দেখে আর নিতে পারছিলাম না। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। টিভি বন্ধ করে দিলাম। কিন্তু অস্থিরতা কাটছে না। অসহায় মানুষগুলোর হাহাকারে সিক্ত মুখগুলো কোনোভাবেই দৃষ্টির আড়াল করতে পারছিনা। আল্লাহই উত্তম ফয়সালাকারী এবং একমাত্র অভিভাবক। তিনি হেফাজতকারী।
মনিরুল ইসলাম নামে একজন লিখেছেন, আমি ট্রেকিংয়ের জ্যাকেট থেকে শুরু করে সবকিছু বঙ্গবাজার মার্কেটে কিনতে যাই। সেখানে ভোরের ভয়াবহ আগুনে অন্তত ৪ হাজার দোকান পুড়ে ছাই। সামনে ঈদ, লাখ লাখ মানুষের ব্যবসা শেষ। আল্লাহ তুমি রহম করো।
মো. বেলাল হোসেন নামে একজন লিখেছেন, একটি দোকান পুড়ে যাওয়া মানে প্রত্যেকটি পরিবার জ্বলে পুড়ে যাওয়া। আল্লাহ তুমি সব পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দাও।
নুশরাত জাহান নিশু নামে একজন লিখেছেন, এতো বড় আগুন এমনিতেই কি লেগে গেলো? এর সঠিক তদন্ত কি বের হবে। আল্লাহ সকল ক্ষতিগ্রস্ত লোকজনের উপর রহমত দান করো।
মো. ফয়সাল নামে একজন লিখেছেন, এতো এতো উন্নয়নের গল্প শুনি অথচ ঘণ্টার পর ঘণ্টা আগুন জ্বলতে থাকে। এখনো দেশে নেই কোনো উন্নত আগুন নিবারণের যন্ত্র।
শামীম আহমেদ জিয়া নামে একজন লিখেছেন, হে আল্লাহ! বঙ্গবাজারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন।
মুক্তা নামে একজন লিখেছেন, এই মানুষগুলোর জন্য দোয়া ছাড়া কিছু করার নাই। আল্লাহ তুমি তাদের ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দাও-আমিন।
ফারিন সরকার নামে একজন লিখেছেন, কতো কতো মানুষের সপ্ন আজ শেষ। কতো পরিবার আজ কান্না করছে। আল্লাহ শোক কাটিয়ে উঠার তৌফিক দিক এবং সবাইকে ধৈর্য্য ধারণ করার ক্ষমতা দিক। সেই সাথে যা ক্ষতিপূরণ হয়েছে তা কোনো উসিলায় তাদেরকে পাওয়ার তৌফিক দিক- আমিন।
জিয়াউর রহমান নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি আমাদের এই ভয়াবহ কঠিন দুর্যোগ থেকে রক্ষা করুন।
মনিরা চৌধুরী নামে একজন লিখেছেন, হে আল্লাহ আপনি তাদেরকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। ঈদের আগ মুহূর্তে এরকম আগুনের প্রভাব কেবল তারাই বুঝবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ আপনি তাদের সহায় হোন।
রাসেল মাহমুদ নামে একজন লিখেছেন, আল্লাহ হেফাজত করুন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার তৌফিক দিন।
আবার অনেকেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া কেউ কেউ বলেন, কিছু দুষ্কৃতিকারীরা এই আগুন পরিকল্পিভাবে দিয়েছে। সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ