ধূমপানের ক্ষতি কমাতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর দাবি
০৫ এপ্রিল ২০২৩, ০৪:৪৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:০৬ পিএম
তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং দেশের রাজস্ব আয় বাড়াতে প্রতিবছর জাতীয় বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাজেটে সব স্তরের সিগারেটের মূল্য নির্ধারণ করে থাকে। দেশের আভ্যন্তরীণ রাজস্বের প্রায় ১০ শতাংশ আসে সিগারেট খাত থেকে। সিগারেটের চারটি স্তরের মধ্যে নিম্নস্তরের ভোক্তাই ৭৫ শতাংশ। গত চার অর্থ বছর ধরে নিম্নস্তরের সিগারেটের দাম বেড়েছে মাত্র ৩ টাকা। এই স্তরের সঠিক মূল্য বৃদ্ধি না হওয়ায় এখাত থেকে প্রবৃদ্ধি কমছে। ২০২১-২০২২ অর্থ বছরে প্রবৃদ্ধি আগের অর্থ বছরের তুলনায় ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ বছরও কোন প্রবৃদ্ধি দেখছেন না অর্থনীতিবিদরা। এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট তামাক বিরোধী সংগঠনগুলো ও বিশ্লেষকরা মনে করছেন, সরকারের রাজস্ব বাড়াতে ও দেশে ধূমপায়ীর সংখ্যা কমাতে আগামী বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর কোন বিকল্প নেই।
সম্প্রতি গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা’র সংবাদ সম্মেলনে জানানো হয়, অন্যান্য স্তরের তুলনায় নিম্ন স্তরে সিগারেটের মূল্যবৃদ্ধি তুলনামূলকভাবে স্বল্প আয়ের তামাক ব্যবহারকারীকে (যারা মূলত নিম্ন স্তরের সিগারেটের বিভিন্ন ব্র্যান্ড ব্যবহার করে) ধূমপান ছাড়তে উৎসাহিত করে। একইসাথে উচ্চ স্তরগুলোতে সিগারেটের দাম বাড়লে ভোক্তাদের মধ্যে সস্তা ব্র্যান্ড বেছে নেয়ার আগ্রহ কমে।”
বিশ্লেষকরা বলছেন, নিম্নস্তরের সিগারেটের দাম না বাড়ায় মূলত এই খাত থেকে আশানূরূপ রাজস্ব আহরণে ব্যর্থ হয়েছে সরকার। দেশে ধূমপায়ীর সংখ্যা কমাতে ও রাজস্ব বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর সিগারেটের দাম বাড়ানোর কথা থাকলেও গত ৪ অর্থবছর নিম্নস্তরের সিগারেটের দাম (১০ শলাকা প্যাকেট) বেড়েছে মাত্র ৩ টাকা। যার প্রভাব পড়েছে রাজস্ব সংগ্রহে। তাই নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো না হলে এ খাত থেকে রাজস্ব সংগ্রহ যেমন বাড়বে না, তেমনি কমবে না ধূমপায়ীর সংখ্যাও।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত হলো সিগারেট। বাংলাদেশ সরকারের মোট যা রাজস্ব আয় করে তার প্রায় ১০ শতাংশ আসে এই খাত থেকে। তবে প্রতিবছর সিগারেটের উচ্চস্তরের দাম বাড়ানো হলেও প্রায় অপরিবর্তিত থেকে যাচ্ছে নিম্নস্তর। তাই আগামী বাজেটে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো জরুরি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘সরকারের রাজস্ব আয় বাড়াতে ও নিম্নআয়ের ধূমপায়ীর সংখ্যা কমাতে অবশ্যই নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো উচিত।
তিনি আরও বলেন, ‘নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ালে দেশের নিম্ন আয় ধূমপায়ীদের মধ্যে এর প্রভাব ফেলবে। এতে কমবে ধূমপানের অভ্যাস। তাই দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় অবশ্যই নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো উচিত।
এদিকে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা কমদামি ও বিভিন্ন ফ্লেভারের চোরাই সিগারেটের ক্রেতা হচ্ছেন উঠতি বয়সি তরুণ-তরুণীরা। কম নিকোটিনের দোহায় দিয়ে এসব সিগারেট দেদারসে বাজারে বিক্রয় হচ্ছে। যে কারণে তরুণ-তরুণীরা এই চোরাই সিগারেট কিনতে আগ্রহী হয়ে উঠছে। ফলে দিনদিন এই চোরাই সিগারেটের চাহিদা বাড়ছে। এতে দেশে বাড়ছে ধূমপায়ীর সংখ্যা।
বিশ্লেষকরা বলছেন, দেশের ধূমপায়ীর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে ও রাজস্ব বাড়ানোর লক্ষ্যে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর পাশাপাশি অবৈধ চোরাই সিগারেট বিক্রয় বন্ধে প্রসাশনকে কঠোর ব্যবস্থা নিয়ে হবে। অতিদ্রুত এই কঠোর ব্যবস্থা জোরদার করতে পারলে ও নিম্নস্তরের সিগারেটের দাম বাড়লে রাজস্ব আয় যেমন বাড়বে একইসঙ্গে দেশে ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজার শিশুদের প্রতি উদাসীনতার অভিযোগ রাশিয়ার
টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ড.মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সফল করতে শেষ পর্যায়ের কাজ চলছে
জোকোভিচের সেমি-ফাইনাল শেষ প্রথম সেটেই
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
জেলেনস্কি 'চুক্তি করতে প্রস্তুত', দাবি ট্রাম্পের
কুষ্টিয়ার পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা
ওবায়দুল কাদেরের বোনের মৃত্যু
ক্যালিফোর্নিয়া থেকে 'ক্লাইমেট হেভেন' এ পাড়ি, জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন
ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় সমন্বয়ক আহত, হত্যা চেষ্টা ব্যার্থ
শনিবার দ্বিতীয় দফায় ৪ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
নাটোরের গুরুদাসপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার বিনিময়ে কানাডাকে যে প্রস্তাব দিলেন ট্রাম্প
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে উদ্বেগ প্রকাশ
বিশ্বজুড়ে জলবায়ু বিপর্যয়ে শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে: ইউনিসেফ
এবার মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড পাচ্ছেন সউদী রাষ্ট্রদূত