ছিনতাইয়ের দায়ে ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
১১ মে ২০২৩, ০৫:২৭ পিএম | আপডেট: ১১ মে ২০২৩, ০৫:২৭ পিএম
ছিনতাইয়ের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর।
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রথমে আটক করলেও পরবর্তীতে আজ বৃহস্পতিবার ভুক্তভোগীর দেয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ঢাবি শিক্ষার্থী নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এবং আবদুল্লাহ আল মুনতাসীর শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহ সভাপতি। দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে পরিচিত।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে আসা এক বিক্রয়কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গেলে ছিনতাইয়ের কবলে পড়েন। পরে ৯৯৯ এ ফোন দিলে শাহবাগ থানার এসআই জাহাঙ্গীরের সহযোগীতায় একই দিন রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের পাশ থেকে ছিনতাইকারী ঢাবি ছাত্রলীগ নেতাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১০ হাজার টাকার মধ্যে ৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।
মামলার এজাহারে ভুক্তভোগী জোবায়ের উল্লেখ করেন, তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত লোকের কাছ থেকে পুরোনো ১০০ সিসির একটি মোটরসাইকেল কিনতে এসেছিলেন। সেদিন সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল বিক্রেতার জন্য অপেক্ষা করেছিলেন আর এমন সময় অভিযুক্ত ছাত্রলীগ নেতারা গিয়ে তাকে জেরা করতে থাকেন এবং পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরবর্তীতে তার অনুরোধে ৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে বাকি ১০ হাজার নিয়ে পালিয়ে যান এবং রাত সাড়ে ৮টার দিকে পুলিশের হাতে ধরা পড়েন। এসময় রাজিব নামে তাদের এক সহযোগী পালিয়ে যান। যার বিরুদ্ধে পরবর্তীতে পলাতক আসামি হিসেবে মামলা করা হয়েছে।
গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা নুর উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রীক শীর্ষ ছিনতাইয়কারী বলে জানা যায়। এর আগেও থানায় বেশ কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ গেছে তার বিরুদ্ধে। নুর উদ্দীনসহ কয়েকজন শিক্ষার্থীর সমন্বয়ে একটি গ্যাং ছিনতাইয়ের কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। ক্যাম্পাস ও উদ্যানে ঘুরতে আসা দর্শনার্থীরাই তাদের প্রধান টার্গেট হয়ে থাকে।
তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমার কাছে একজন লোক আসছিল তাদের ব্যাপারটা নিয়ে। আমি ওনাকে বলেছি থানায় যোগাযোগ করতে। তারা যদি কোনো অপরাধ করে থাকে তবে ছাত্রলীগের কোনো কর্মসূচির সাথে তাদের সম্পর্ক থাকবে না। তারা তাদের অপরাধ বিবেচনায় সাজা পাবে।
শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের প্রথমে আটক করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগকারী মামলা দিলে সে অনুযায়ী আমরা তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছি এবং কোর্ট তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নিবে।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা