রহস্যজনকভাবে সেন্টমার্টিন কেন যোগাযোগ বিচ্ছিন্ন: ব্যাপক ক্ষোভ সামাজিক মাধ্যমে

Daily Inqilab সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৫ জুন ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৫ জুন ২০২৪, ১২:১৪ এএম

 


মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়ার অজুহাতে একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি অংশ টানা দশ দিন বিচ্ছিন্ন থাকবে তা কোন মতেই মেনে নিতে পারছেন না দেশের সচেতন মহল। আতঙ্ক ছড়িয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা রহস্যজনক এবং এটি সেন্টমার্টিন ঘিরে গভীর যড়যন্ত্রের অংশ কিনা এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

মিয়ানমারের দিক থেকে ২-৩ দফা গুলি ছোড়ার অজুহাতে গত সপ্তাহ-দশদিন ধরে
টেকনাফ থেকে কার্যত বিচ্ছিন্ন রয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এই খোড়া অজুহাতে দ্বীপবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে সেন্টমার্টিন জনশূন্য করে সেখানে অন্য কাউকে ডেকে আনার ষড়যন্ত হচ্ছে কি না তাও ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

এদিকে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে প্রবাল দ্বীপের প্রায় ১০ হাজার বাসিন্দার। তারা প্রতিটি মুহূর্ত পার করছেন আতঙ্কে।

প্রশাসন সেন্টমার্টিন দ্বীপের নাগরিকদের নিরাপত্তায় কোন পদক্ষেপ নিতে না পারায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। সরকার ও প্রশাসনের এই অবহেলা বা অক্ষমতা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা বুঝতে পারছে না গুলি মিয়ানমারের জান্তা করেছে, নাকি বিদ্রোহীরা করেছে? নাকি অন্য কোন তৃতীয়পক্ষ উদ্দেশ্য মুলকভাবে গুলি ছুড়ে সেন্টমার্টিন দ্বীপ জনশূন্য করার জন্য রহস্যজনকভাবে কাজ করছে! তবে সে যাইহোক, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূখন্ডের নিরাপত্তায় দেশের বাহিনীগুলো এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নিতে না পারায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা প্রশ্ন তুলেছেন, সামরিক খাতের বিশাল বাজেট এবং সাবরিন সহ কেনা আধুনিক অস্ত্রশস্ত্র দেশের সার্বভৌমত্ব রক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় কী কাজে আসছে!

উদ্বেগ জানিয়ে ফেসবুকে ফজলে ইলাহী লিখেছেন, বাংলাদেশের ভূখণ্ডে মুহুর্মুহু গুলি। সরকার নিশ্চুপ!! প্রশ্ন হচ্ছে সামরিক বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে কার জন্য। যদি নিরাপত্তা না দেওয়া যায় তবে সেন্টমার্টিন মিয়ানমারকে ফিরিয়ে দেওয়া উচিৎ।

ফায়েজুল ইসলাম বিল্লাল লিখেছেন,
কি আশ্চর্য! কি ভয়ানক! কি উদ্বেগজনক খবর। একটি দেশের সার্বভৌমত্বে বার বার আঘাত! বাংলাদেশ নামক কি বিশ্বে কোন দেশই নেই?

টেকনাফ সেন্টমার্টিন রুটের নাফনদীতে গত ৫ জুন থেকে ট্রলার লক্ষ্য করে গুলি ছোঁড়া হচ্ছে মিয়ানমারের ওপার থেকে। একের পর এক গুলিবর্ষণ অব্যাহত থাকায় গত ৭ জুন থেকে বন্ধ রয়েছে ট্রলার ও স্পীডবোট চলাচল। সেই থেকে বিচ্ছিন্ন রয়েছে সেন্টমার্টিনের সঙ্গে সকল যোগাযোগ।ওই দিপের বাসিন্দারা কি সরকার কে ভ্যাট ট্যাক্স দেয় না,,?

নুরুল হুদা লিখেছেন, গত এক সপ্তাহ যাবত সেন্টমার্টিন দ্বীপের সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন সেখানে বসবাস করা১০ হাজার মানুষের জীবন ঝুঁকিতে এই অবস্থায় মিডিয়াতে তেমন কোন খবর প্রচার হতে দেখতেছি না। মায়ানমারের জলসীমা থেকে ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশের স্পিডবোট টলার লক্ষ্য করে গুলি করে আমরা জাহাজ চলাচল বন্ধ করে দিয়ে হাত গুটিয়ে বসে থাকি। আমাদের কোস্টগার্ড নৌ বাহিনী তাদের কি কাজ। বিজিবি তারা কি করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কাজ তাদের চোখে কি এগুলা ধরা পড়ে না। তারা কি এগুলো দেখে না না দেখেও না দেখার ভান করে। যখন সেন্টমার্টিন দ্বীপ আমাদের থেকে দখল করে নেবে তখনও আমরা বলব আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি। এখনই যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয় ভবিষ্যতে বাংলাদেশের মানচিত্র কিছু অংশ ইন্ডিয়া নিয়ে যাবে আর কিছু অংশ বার্মা নিয়ে যাবে।

আব্দুল্লাহ আল আনাস লিখেছেন, সেন্টমার্টিন নিয়ে কি হচ্ছে? কেন মেইনস্ট্রিম মিডিয়া ব্লাক আউট এ ব্যাপারে?? গত কিছুদিন থেকে মেইনল্যান্ডের সাথে সেন্টমার্টিনের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। অধিবাসীরা মানবিক সংকটের মুখোমুখি দাড়িয়ে।
কেন জনগনকে সবটা জানতে দেওয়া হচ্ছে না?? হাজার হাজারকোটি টাকার সামরিক বাজেটের আউটপুট কি??

ফেসবুকে অপর একজন ব্যবহারকারী লিখেছেন, আমরা রোহিঙ্গাদেরও জামাই আদর করছি আবার অবৈধ অনুপ্রবেশকারী বিজিপি সেনাদের অতিথি আপ্যায়ন করছি!!গণতান্ত্রিক শক্তির অভাবে আজ দেশের এই অবস্থা।

নাইমুল হোসাইনের মতে, সেন্টমার্টিন-নাফ নদীতে চলমান ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই। আমার দেশের মানুষ নিজ দেশে নিরাপত্তার অভাবে আছে,দ্বীপের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন,দ্বীপে যেতে গেলেই মিয়ানমার সেনাবাহিনীর নিশানা হচ্ছে বাংলাদেশের মানুষ। তবে কোনো মিডিয়াকে সেভাবে ঘটনাটা প্রচার করতে দেখছি না,,,আমাদের সীমান্ত এতটাও অরক্ষিত হওয়ার কথা ছিল না, কূটনীতি এতটাও অপরিপক্ক হবার কথা ছিল না।

আশা করব বাংলাদেশ সরকার খুব দ্রুতই বিষয়টি সমাধান করবে,,।

মাহাদি হাসান লিখেছেন, সেন্টমার্টিন!!!!
সাম্রাজ্যবাদের লুলোপ দৃষ্টি থেকে কি এবার ফেরানো যাবে!!!!
ছয়দিন যাবত বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। অথচ খবরে আসছে টিকটকার মামুন এবং তার চেয়ে বেশী বয়সী লায়লার নিউজ!!!এই হলো বাংলাদেশের হালচাল!

তানভীর হায়দার লিখেছেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে গত এক সপ্তাহ ধরে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। এটা নিয়ে কেউ কথা বলছে না কেন! সেন্টামার্টিন দ্বীপবাসী খাবারের স্বল্পতায় ভুগতেছে। আমাদের নাগরিকদের নিরাপত্তা কই? মিয়ানমার আর্মি ত্রাস হয়ে উঠার সাহস কি করে পায়?

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, পূর্বদিকে মিয়ানমারে রাখাইনের মংডুতে হাসসুরাতা ও মেরুল্ল্যা গ্রাম থেকে বুধবার দিনভর ব্যাপক মর্টারশেলের শব্দ পেয়েছেন তারা। এতে বাড়িঘর কেঁপে ওঠে। এ সময় আকাশে যুদ্ধবিমান এবং সাগরের পানিসীমানায় দেখা যায় মিয়ানমারের যুদ্ধজাহাজ। দ্বীপবাসী খুবই আতঙ্কে রয়েছেন। কী হচ্ছে, কিছুই বুঝতে পারছেন না তারা।


বিভাগ : মহানগর


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থানের পর প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের বাড়িতে ৪ দিন অবস্থানের পর প্রেমিকার আত্মহত্যা

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

ডি ব্রুইনা-টিয়েলম্যানসের গোলে আসরের প্রথম জয় বেলজিয়ামের

বাংলাদেশের অসহায় আত্মসমর্পন

বাংলাদেশের অসহায় আত্মসমর্পন

প্রতিবছর বন্যায় বাংলাদেশের ক্ষতি এক বিলিয়ন ডলার

প্রতিবছর বন্যায় বাংলাদেশের ক্ষতি এক বিলিয়ন ডলার

আরকানসাসে সুপারশপে গুলিতে নিহত ৩, আহত ১০

আরকানসাসে সুপারশপে গুলিতে নিহত ৩, আহত ১০

ইউএনও-ডিসিতে এতো মধু!

ইউএনও-ডিসিতে এতো মধু!

অফিসে এক মিনিট দেরিতে এলেও ‘শাস্তি’

অফিসে এক মিনিট দেরিতে এলেও ‘শাস্তি’

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পরিবেশ মন্ত্রণালয়ের

রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ পরিবেশ মন্ত্রণালয়ের

কালো টাকা সাদা করার সুযোগে বৈধ করদাতাদের অনীহা তৈরি হবে

কালো টাকা সাদা করার সুযোগে বৈধ করদাতাদের অনীহা তৈরি হবে

তুরষ্কের বিপক্ষে অনায়াস জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

তুরষ্কের বিপক্ষে অনায়াস জয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়লে সুন্নাত পড়া প্রসঙ্গে।

সূর্যোদয়ের পর ফজরের নামাজ পড়লে সুন্নাত পড়া প্রসঙ্গে।

আর্জেন্টিনা-কানাডা ম্যাচ ঘিরে বর্ণবাদী আচরণ, তদন্তে কনকাকাফ

আর্জেন্টিনা-কানাডা ম্যাচ ঘিরে বর্ণবাদী আচরণ, তদন্তে কনকাকাফ

বাজেট হেল্পডেস্ক পরিদর্শন স্পিকারের

বাজেট হেল্পডেস্ক পরিদর্শন স্পিকারের

পেলের মা জানতেন না ছেলের মৃত্যুর খবর!

পেলের মা জানতেন না ছেলের মৃত্যুর খবর!

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে সংযোগ, সীমান্ত, নদী ও বিদ্যুৎখাতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে সংযোগ, সীমান্ত, নদী ও বিদ্যুৎখাতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি : পররাষ্ট্রমন্ত্রী

ভারতকে উড়ন্ত শুরু এনে দেওয়া রোহিতকে ফেরালেন সাকিব

ভারতকে উড়ন্ত শুরু এনে দেওয়া রোহিতকে ফেরালেন সাকিব

চেক রিপাবলিককে রুখে দিল জর্জিয়া

চেক রিপাবলিককে রুখে দিল জর্জিয়া

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের ডাক নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত-৩০

নেত্রকোনার কলমাকান্দায় বাজারের ডাক নিয়ে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ আহত-৩০