বর্ণাঢ্য আয়োজনে পপ অফ কালারের নারী দিবস উদযাপন
১৫ মার্চ ২০২৫, ০৩:৩৬ পিএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

নারীর শক্তি, সাফল্য আর সম্ভাবনা প্রকাশে বর্ণিল উৎসবের আয়োজন করেছে নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম পপ অফ কালার। ১৪ মার্চ শুক্রবার রাজধানীর আমারি হোটেলে আয়োজিত হয় ‘জুঁই নিবেদিত পপ অব কালার নারী দিবস উদযাপন ২০২৫’। দুই শতাধিক নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী। তিনি বলেন, ‘নারীরা এখন শুধু স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্ন পূরণ করেও দেখাচ্ছে।’ এসময় নারীদের পথচলায় পরিবারের সহযোগিতা নিয়ে স্মৃতিচারণ করেন মহীয়সী এই নারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের খ্যাতনামা ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে ‘পপ অফ কালার অনন্যা সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্মাননা জয়ীদের মধ্যে ছিলেন- অঙ্কিতা ক্যাটাগরিতে ফারহানা শারমিন, অন্বেষা ক্যাটাগরিতে ফারহানা রাহমান, উজ্জ্বলা ক্যাটাগরিতে নিশীতা মিতু, অপর্ণা ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, স্বাতী ক্যাটাগরিতে মেনাল চৌধুরী এবং গুল রেহান শান্তা, ত্রিনেত্রা ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, পূর্ণভা ক্যাটাগরিতে মৌনতা আলম মৌন, ইন্দ্রজালের আলো ক্যাটাগরিতে শারমিন আক্তার তপতী, সুকৃতি ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং বহ্নিশিখা ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর লিসা।
এছাড়াও একই অনুষ্ঠানে ‘পপ অফ কালার সেরা নারী উদ্যোক্তা ২০২৫’ ক্যাটাগরিতে ১১ জন স্বপ্নবাজ নারীকে স্বীকৃতি দেওয়া হয়, যারা নিজেদের উদ্যোগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
সম্মাননা জয়ীদের মধ্যে ছিলেন- দেশীয় পণ্য ও হস্তশিল্প ক্যাটাগরিতে আফসানা রাশিদ, কসমেটিকস ক্যাটাগরিতে ফাতেমা খান সিঁথি, মেকআপ আর্টিস্ট ক্যাটাগরিতে সাদিয়া আফরোজ, রাঁধুনি ক্যাটাগরিতে ওয়াসিকা তাসনিম, পোশাক কাপড় ও ফ্যাশন ক্যাটাগরিতে মাইমুনা বিনতে রেজা, ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রাজিয়া হক কনক, হোম ডেকর আর্টস অ্যান্ড ক্রাফট ক্যাটাগরিতে দিলরুবা রূপা, জুয়েলারি এন্ড ব্যাগ ক্যাটাগরিতে তাসনিয়া আরা, কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে জিনিয়া আলম পূর্ণতা এবং ডিজিটাল সার্ভিস ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিন।
কেবল সম্মাননা প্রদান নয়, এই আয়োজনকে কার্যকরী করতে নারীদের জন্য চারটি আকর্ষণীয় সেশনের আয়োজন করা হয়। এগুলো হলো- সফল উদ্যোক্তাদের গল্প ও তাঁদের সাফল্যের রহস্য- ‘প্রেরণার পথ-প্রদর্শক’, আধুনিক যুগের ডিজিটাল বিপণনে নারীর ভূমিকা- ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি- ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’ এবং প্রফেশনাল মেকআপ ট্রেনিং- ‘মেকআপ ওয়ার্কশপ’।
পপ অফ কালার বিশ্বাস করে এই সেশনগুলো আগত নারীদের অনুপ্রেরণা ও দক্ষতা বিকাশে সাহায্য করবে। পাশাপাশি নারীদের আত্মোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।
নারী দিবসের এই গ্র্যান্ড আয়োজন সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদযাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’
অনুষ্ঠানের স্পন্সর ও পার্টনারদের মধ্যে ছিল- টাইটেল স্পন্সর ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জুঁই’, কো-স্পন্সর ‘ফার্ম ফ্রেশ ও মুন্নো সিরামিক’, ইন অ্যাসোসিয়েশন উইথ ‘শক্তিপ্লাস ও ডেইলি স্টার’, বেভারেজ পার্টনার ‘মোজো’, লজিস্টিক পার্টনার ‘ই-কুরিয়ার’, ফটোগ্রাফি পার্টনার ‘ড্রিম ওয়েভার’
এছাড়াও, ভেলা এস্থেটিক, সাজগোজ, তাহফিজ্জুল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাজলিং ড্রেস বাই মাশরুফা, কোকো-সিসিমি, ড্রিম কিউর বাই ডক্টর নাফি, অ্যাটায়ার বাই চাঁদনি, নিউ মিলন ও হাশেম জুয়েলার্স, লা ভিলা ওয়েস্টার্ন হোটেল, সি-পার্ল বিচ রিসোর্ট কক্সবাজার, ইন্তেসারসহ আরও অনেকে এই আয়োজনে সহযোগিতা করেছে।
দিনব্যাপী এই চমকপ্রদ আয়োজন শেষ হয় ইফতার, নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে। নারীর অগ্রযাত্রার এই মহাযজ্ঞ যেন এক নতুন দিনের বার্তা দেয় যে- ‘নারী এখন শুধু পথচলা শিখছে না, সে পথ দেখাচ্ছেও!’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র