বিশ্ব চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে বাংলাদেশের ইতিহাস
০৯ মার্চ ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫১ পিএম
ইতিহাস গড়ে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো বাংলাদেশ। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে হারায় সফরকারীদের। প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৬ রান। জবাবে বাংলাদেশ দুই ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
তারুণ্যে আস্থা রেখে কোনো ভুল করেননি জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা, তারই প্রমাণ দিলেন শান্ত-হৃদয়রা। বিপিএলের সেরা পারফর্মারদের নিয়ে সাজানো হয়েছিল ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি একাদশ। মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানদের পরিবর্তে আস্থা রাখা হয় রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়দের উপর। নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদরা তো আগে থেকেই ছিলেন দলে। এই নতুন আর তরুণরা মিলে যেন বদলে ফেললেন গোটা বাংলাদেশ দলের চেহারা। ফলে টি-টোয়েন্টিতে ধুঁকতে থাকা বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পাশাপাশি নিজেদের ৫০তম জয়টিও তুলে নেয়। তরুণদের হাত ধরে পাওয়া এই জয়ে সিরিজ জয়েরও স্বপ্ন দেখছে বাংলাদেশ।
কাল টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সেই সময় তিনি জানিয়েছিলেন, কত রান যথেষ্ট তা বুঝে উঠতে পারছেন না। তারচেয়ে তাড়া করাই ভালো! ইংল্যান্ড যেভাবে শুরু করেছিল, তাতে লক্ষ্য তাড়া করে জেতার আশাটাকে বিলাসিতাই মনে হচ্ছিল। বাজে শুরুর পরও বাংলাদেশ বল হাতে ঘুরে দাঁড়ায় অনেকটা অবিশ্বাস্যভাবে। শেষদিকে দারুণভাবে রানের লাগাম টেনে ধরেন স্বাগতিক বোলাররা।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে ইংলিশদের উদ্বোধনী জুটি। জীবন পাওয়ার ফায়দা কাজে লাগিয়ে ঠিক ১০ ওভার ক্রিজে টিকে ছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। এই জুটি করে ৮০ রান। ৩৫ বলে ৩৮ রান করে নাসুম আহমেদের বলে লিটন দাসের ক্যাচে পরিণত হয়ে সল্ট বিদায় নিলেও অধিনায়ক বাটলার পূর্ণ করেন নিজের হাফসেঞ্চুরি। তাকে ক্রিজে রেখেই বিদায় নেন ডেভিড মালান ও বেন ডাকেট। সাকিবকে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅনে ধরা পড়েন ডেভিড মালান (৪)। বাটলার তবু হাত খুলে খেলে যাচ্ছিলেন। হাসান মাহমুদকে ছক্কা মেরে ৩২ বলে ফিফটি করেন তিনি। পরের বলে হাঁকান আরেকটি ছক্কা। বেন ডাকেটও শুরুটা ভালো করেছিলেন। ১৩ বলে ২০ করা এই ব্যাটারকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মুস্তাফিজ। তখনও ইংল্যান্ড বেশ ভালো অবস্থানে ছিল। ১৬ ওভার শেষে ৩ উইকেটে তাদের ছিল ১৩৫ রান। ১৭তম ওভারের প্রথম বলে ভয়ংকর হয়ে ওঠা জস বাটলারকে ফেরান হাসান মাহমুদ। ৪২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক। তার ইনিংসে ছিল ৪টি করে চার ও ছক্কার মার। মূলত বাটলার ফেরার পরই ম্যাচে ফেরে বাংলাদেশ। তার বিদায়ের পর ইংল্যান্ডের কেউই আর চাহিদা মিটিয়ে ব্যাট চালাতে পারেননি। বাংলাদেশের দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে সøগ ওভারে ইংলিশরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। শেষ ৫ ওভারে স্কোরবোর্ডে জড়ো হয় মাত্র ৩০ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড থামে ৬ উইকেটে ১৫৬ রানে। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ চার ওভার বল করে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। নাসুম, তাসকিন, মুস্তাফিজ ও সাকিব শিকার করেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক দলের শুরুটা হয় দুর্দান্ত। আট বছর পর দলে ফেরা রনি তালুকদার উদ্বোধনী জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন। উদ্বোধনী জুটিতে ২১ বলে ৩৩ রান তোলেন রনি ও লিটন। আদিল রশিদের গুগলি বুঝতে না পেরে বোল্ড হন রনি। ১৪ বলে ২১ রান করেন তিনি। লিটন অবশ্য ইনিংসটা বড় করতে পারেননি। ১০ বলে ১২ করে আর্চারের বলে ক্যাচ দেন মিডঅনে। ৪৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেটে ৫৪ রান তোলে টাইগারররা। এরপর অভিষিক্ত তৌহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত করেন দারুণ ব্যাটিং। ৩৯ বলে ৬৫ রানের ঝড়ো এক জুটি গড়েন তারা। ১৭ বলে ২৪ রান করে আউট হন হৃদয়। আর শান্ত আউট হন ফিফটি করার পরপরই। ৩০ বলে ৮ চারের মারে ৫১ রান করে মার্ক উডের বলে বোল্ড হন এই বাঁহাতি। তবে এরপর সাকিব ও আফিফ হোসেন মিলে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৪৬ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়েন তারা। সাকিব ২৪ বলে ৩৪ আর আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৮ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে ইতিহাস গড়া জয় তুলে নেয়। ম্যাচ সেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৮ ইউরো পর্যন্ত জার্মানির কোচ নাগালসম্যান
পাকিস্তানে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা স্থগিত
সাবেক ২৪ এমপি’র গাড়ি নিলামে উঠছে রোববার
মিরপুরের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া
অ্যালাউন্স ছাড়া কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডটকম-এর প্রতিবেদন মিথ্যা : প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, ছয় সমর্থক কারাগারে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিংয়ে ই-পাসপোর্ট সেবা চালু
বিএনপির ‘কথার টোন আ.লীগের সাথে মিলে যাচ্ছে’
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২