জাবিতে সাবেক ভিসির বিরুদ্ধে প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগ
১০ মার্চ ২০২৩, ১০:২৯ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০১:১১ পিএম
পদত্যাগকারী সাবেক ভিসি প্রফেসর শরীফ এনামুল কবীরের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্র গণমাধ্যমের কাছে এসেছে।
গতকাল দুর্নীতি বিরোধী ঐক্য মঞ্চ প্রেরিত পত্রটি প্রকাশিত হয়। ‘গণতান্ত্রিক ধারা ধ্বংস, দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য, ঠিকাদারী ব্যবসা এবং জামাত-শিবির করণ প্রক্রিয়ার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুণ’ শীর্ষক অভিযোগপত্রে বিভিন্ন ধরনের অনিয়ম উল্লেখ করা হয়।
এতে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয় পরিচালনায় গণতান্ত্রিক ধারা ধ্বংস ও বিশেষ করে সিন্ডিকেটে নির্বাচিত শিক্ষক প্রতিনিধিত্বের অনুপস্থিতির সুযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পতিত স্বৈরাচারী ভিসি প্রফেসর শরীফ এনামুল কবীর বর্তমান ভিসি প্রফেসর নূরুল আলমকে ক্রীড়ানকে পরিণত করে নানা অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও ঠিকাদারী ব্যবসা চালিয়ে যাচ্ছেন। শরীফ এনামুল ভিসি থাকাকালীন প্রফেসর নূরুল ছিলেন তার সকল অপকর্মের সহযোগী। কয়েক বছর পূর্বে অবসরে গেলেও তিনি রসায়ন বিভাগে ছুটিতে থাকা এক শিক্ষকের অফিস রুমে এসি লাগিয়ে অবস্থান করে নিয়মিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করে নিজের ফায়দা লুটছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ভিসি নির্বাচনোত্তর পরিস্থিতিতে শরীফ এনামুল কবীর কিশোরগঞ্জের আবদুল হক নামক এক মাফিয়াকে অর্থের বিনিময়ে নূরুল আলমের ভিসি হবার নেপথ্যে কাজে লাগিয়েছিলেন। এজন্যই বর্তমান ভিসি প্রফেসর নূরুল আলম শরীফ এনামুল কবীরের অঙ্গুলী নির্দেশে হেলছেন ও দুলছেন।
এতে আরো বলা হয়, স্পষ্ট লাম্পট্যের প্রমাণ থাকা সত্ত্বেও যৌন নিপীড়ক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে অদ্যাবধি কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারণ মাহমুদুর রহমান জনিও অর্থের মাধ্যমে তার এলাকা কিশোরগঞ্জের আরেক প্রভাবশালী এমপির মাধ্যমে নূরুল আলমকে ভিসি হওয়ার তদবীর করেছিল। আর এসকল অর্থের উৎস ছিল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ঠিকাদাররা।
নির্ভরযোগ্য সূত্রমতে প্রফেসর নূরুল আলম তার ভাই এ এ মামুনের মাধ্যমে ২২ কোটি টাকা ঠিকাদারদের থেকে চাঁদা সংগ্রহ করেন। বিনিময়ে ঠিকাদাররা চলমান প্রকল্পগুলোর শুধু বেজমেন্ট ঢালাইয়ে গোজামিল দিয়ে এর চেয়ে ৩গুণ টাকা এক সপ্তাহের মধ্যে লাভ করে। এমনকি ঠিকাদারদের পক্ষ থেকে শরীফ এনামুল কবীর একটি হেরিয়ার গাড়িও উপহার পান।
বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য অব্যাহত আছে দাবি করে বলা হয়, একাই ভিসি ও প্রো-ভিসি দায়িত্বে থেকে প্রফেসর নূরুল আলম উইকেন্ড প্রোগ্রাম অর্ডিন্যান্স-২০১৬ একাডেমিক কাউন্সিলে পাস না করে প্রতি মাসে অবৈধ ভাবে ৫০ হাজার টাকা গ্রহণসহ কর্মচারী-কর্মকর্তা ও শিক্ষক নিয়োগ বাণিজ্য অব্যাহত রেখেছেন। বোটানি ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগে শিক্ষক নিয়োগে ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। শুধু তাই নয় ভূগোল, সরকার ও রাজনীতি ইতিহাস ও ইংরেজিসহ কয়েকটি বিভাগে জামাত শিবির কর্মী নিয়োগ চেষ্টাসহ নিয়োগের আগেই ১ কোটি ৪০ লাখ টাকা লেনদেন প্রায় সমাপ্ত।
সমাবর্তন অনুষ্ঠানের প্যান্ডেল কমিটির ২ জন সদস্যের ভাষ্য মতে ৭৫ লাখ টাকা দিয়ে প্যান্ডেল ভাড়া করা হয় এবং মুখ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে আরো ১০ লাখ টাকা দেয়া হয়। অথচ ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত