সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন নিহত
১১ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গতকাল শনিবার মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও বার্ন ইনস্টিটিউট ৩ জনসহ মোট ২৩ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়। নিহতের শরীরে ৮০ শতাংশ দদ্ধ ছিলো। নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। নিহতের মামা বাবুল আক্তার আরও জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন, তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন সেনিটারি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের দিকের ৭টি পিলার ও ভিম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটি স্থিতিশীল করতে তৃতীয় দিনের মতো কাজ চলছে। গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনে ১৩টি প্রপিং সাপোর্ট স্থাপন করা হয়েছে। ভবনটিকে ঝুঁকিমুক্ত করতে মোট ১৭টি প্রপিং স্থাপনের কথা রয়েছে। এছাড়াও ভবনের বেজমেন্ট থেকে জমে থাকা পানি নিষ্কাশনের কাজও করা হয়েছে।
রাজউক কর্মকর্তারা বলছেন, বিষ্ফোরণে ভবনটির অনেক ক্ষতি হয়েছে। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম ও বেইজ ভিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের অ্যাসেসমেন্ট করতে রাজউক ও বুয়েটের সমন্বয় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথমেই ক্ষতিগ্রস্ত ভবনটিকে স্থিতিশীল করতে প্রপিং সাপোর্ট স্থাপন করা হচ্ছে। প্রপিং করা শেষে রাজউকের তত্ত্বাবধানে ভবনটির অ্যাসেসমেন্ড করা হবে। তারপর জানা যাবে ভবনের স্থায়ীত্ব কতটুকু। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপাতত ভবনটি অনেকটা ঝুঁকিমুক্ত বলছেন সেখানের শ্রমিকরা। প্রপিং সাপোর্ট বসানো শেষ হলে রাজউক ভবনের অ্যাসেসমেন্টের কাজ শুরু করবে। তবে ঝুঁকিপূর্ণ ভবনটির সামনের সড়কটি বন্ধ রেখেই ভবনের কাজ চলছে। সড়কের নির্দিষ্ট অংশ সাময়িক বন্ধ থাকায় সিদ্দিকবাজার থেকে গুলিস্তান হয়ে পুরানা পল্টন পর্যন্ত সড়কে যানবাহনের প্রচণ্ড চাপও বেড়ে গেছে। এই সড়কে যানবাহন খুব ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। ঘটনাস্থল নিরাপদ রাখতে নিয়োজিত রয়েছেন র্যাব-পুলিশ সদস্যরা।
গত ৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স স্যানেটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। এতে ভবনের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র