সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন নিহত
১১ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় গতকাল শনিবার মির্জা আজম (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও বার্ন ইনস্টিটিউট ৩ জনসহ মোট ২৩ জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, গতকাল সকাল সাড়ে ৯টায় দগ্ধ মির্জা আজমের মৃত্যু হয়। নিহতের শরীরে ৮০ শতাংশ দদ্ধ ছিলো। নিহত মির্জা আজম সিদ্দিকবাজারে ‘বাংলাদেশ সেনেটারি’ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনার সময় দোকানেই ছিলেন। বিস্ফোরণের পর তিনি দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। নিহতের মামা বাবুল আক্তার আরও জানান, পটুয়াখালীর বগা এলাকার শাজাহান মিয়ার সন্তান ছিলেন মির্জা আজম। স্ত্রী মিম ও এক ছেলেকে নিয়ে মগবাজার মধুবাগ এলাকায় একটি বাসায় থাকতেন, তবে তার স্ত্রী এক দেড় মাসের অন্তঃসত্ত্বা।
এদিকে সিদ্দিকবাজারে ক্যাফে কুইন সেনিটারি মার্কেটে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের দিকের ৭টি পিলার ও ভিম ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনটি স্থিতিশীল করতে তৃতীয় দিনের মতো কাজ চলছে। গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনে ১৩টি প্রপিং সাপোর্ট স্থাপন করা হয়েছে। ভবনটিকে ঝুঁকিমুক্ত করতে মোট ১৭টি প্রপিং স্থাপনের কথা রয়েছে। এছাড়াও ভবনের বেজমেন্ট থেকে জমে থাকা পানি নিষ্কাশনের কাজও করা হয়েছে।
রাজউক কর্মকর্তারা বলছেন, বিষ্ফোরণে ভবনটির অনেক ক্ষতি হয়েছে। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম ও বেইজ ভিম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের অ্যাসেসমেন্ট করতে রাজউক ও বুয়েটের সমন্বয় একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথমেই ক্ষতিগ্রস্ত ভবনটিকে স্থিতিশীল করতে প্রপিং সাপোর্ট স্থাপন করা হচ্ছে। প্রপিং করা শেষে রাজউকের তত্ত্বাবধানে ভবনটির অ্যাসেসমেন্ড করা হবে। তারপর জানা যাবে ভবনের স্থায়ীত্ব কতটুকু। পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপাতত ভবনটি অনেকটা ঝুঁকিমুক্ত বলছেন সেখানের শ্রমিকরা। প্রপিং সাপোর্ট বসানো শেষ হলে রাজউক ভবনের অ্যাসেসমেন্টের কাজ শুরু করবে। তবে ঝুঁকিপূর্ণ ভবনটির সামনের সড়কটি বন্ধ রেখেই ভবনের কাজ চলছে। সড়কের নির্দিষ্ট অংশ সাময়িক বন্ধ থাকায় সিদ্দিকবাজার থেকে গুলিস্তান হয়ে পুরানা পল্টন পর্যন্ত সড়কে যানবাহনের প্রচণ্ড চাপও বেড়ে গেছে। এই সড়কে যানবাহন খুব ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। ঘটনাস্থল নিরাপদ রাখতে নিয়োজিত রয়েছেন র্যাব-পুলিশ সদস্যরা।
গত ৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের কুইন্স স্যানেটারি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। এতে ভবনের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্প প্রশাসনের নতুন অ্যার্টনি জেনারেল পাম বন্ডি
‘আ.লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া মানে শহীদদের সঙ্গে গাদ্দারি করা’
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা