জনপ্রিয় সঞ্চালক গ্যারি লিনেকারকে সরিয়ে দিলো বিবিসি
১১ মার্চ ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে নতুন বিতর্ক। রাতারাতি সাবেক ফুটবল খেলোয়াড় গ্যারি লিনেকারকে (৬২) ‘ম্যাচ অব দ্য ডে’ নামের একটি নিয়মিত অনুষ্ঠানের সঞ্চালনা থেকে সরে দাঁড়াতে বলা হল।
তার সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি কোনো নতুন চুক্তি না হচ্ছে, ততক্ষণ তিনি সঞ্চালনা করতে পারবেন না বলেই জানানো হয়েছে বিবিসির তরফে। জানা গেছে, সম্প্রতিই ব্রিটেন সরকারের নতুন অ্যাসাইলাম পলিসি (আশ্রয় নীতি) নিয়ে তিনি কড়া সমালোচনা করেছিলেন। তার জেরে ব্যাপক বিতর্কও হয়। ওই মন্তব্যের জেরেই বিবিসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিবিসির তরফে জানানো হয়েছে, গ্যারি লিনেকারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া গতিবিধি বিবিসির নির্দেশিকা ভঙ্গ করছে। তার উচিত কোনো রাজনৈতিক বিতর্ক বা রাজনৈতিক দল সংক্রান্ত বিষয়ে কোনো পক্ষ না নেয়া। গ্যারি ও তার সংস্থার সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিবিসির তরফে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিবিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্যারি লিনেকারের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে যতক্ষণ অবধি স্পষ্ট অবস্থান ও চুক্তি হবে না, ততদিন অবধি তিনি ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠান সঞ্চালন করতে পারবেন না। ওই বিবৃতিতেই গ্যারির কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ফুটবল বা অন্যান্য খেলার কভারেজের ক্ষেত্রে গ্যারি এক ও অদ্বিতীয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আমরা কখনোই বলিনি যে, গ্যারির নিজস্ব কোনো মতামত থাকতে পারবে না বা তার কাছে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে মতামত রাখতে পারবেন না, আমরা শুধু বলেছি যে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক বিতর্কে কোনো পক্ষ নেয়া থেকে যেন দূরে থাকতে হবে।’
বিবিসির আচমকা এ সিদ্ধান্তের জেরে শনিবার ‘ম্যাচ অব দ্য ডে’র অনুষ্ঠানে কোনো সঞ্চালক ছিলেন না। বিবিসির আরেক সঞ্চালক ইয়ান রাইট গ্যারি লিনেকারের সমর্থনে টুইট করে বলেন, ‘সকলেই জানেন আমার কাছে ম্যাচ অব দ্য ডে কতটা গুরুত্ব বহন করে, কিন্তু আমি বিবিসিকে জানিয়েছি আগামিকালের শো করতে পারব না’। সঞ্চালক অ্যালন শিয়ারেরও জানান, তিনি আগামিকাল রাতের ম্যাচ অব দ্য ডে সঞ্চালন করতে পারবেন না। এছাড়াও অ্যালেক্স স্কট, জারমাইন জেনাসের মতো সঞ্চালকরাও লিনেকারের প্রতি সংহতি জানান।
লিনেকার সরকারের নতুন অবৈধ অভিবাসন বিলের ভাষাটিকে ১৯৩০-এর দশকে জার্মানিতে ব্যবহৃত ভাষার সাথে তুলনা করেছেন, ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান তার সমালোচনা করেছেন। এটা রিপোর্ট করা হয়েছে যে, লিনেকার তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে বিবিসি তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
বাধ্য হয়ে বিবিসি তাদের ফ্ল্যাগশিপ ফুটবল হাইলাইট শোটি ‘স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই’ দেখানো হবে বলে নিশ্চিত করেছে। বিবিসির একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের কিছু সঞ্চালক বলেছেন যে, তারা প্রোগ্রামে উপস্থিত হতে চান না যখন আমরা গ্যারির সাথে পরিস্থিতি সমাধান করতে চাইছি। ‘আমরা তাদের অবস্থান বুঝতে পেরেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, প্রোগ্রামটি স্টুডিও উপস্থাপনা বা সঞ্চালক ছাড়াই শুধুমাত্র ম্যাচ অ্যাকশনে ফোকাস করবে।’ সূত্র : ইউকে স্ট্যান্ডার্ড, বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘষে যুবক নিহত
ছাত্রদের মনে রাখতে হবে শুধু স্লোগান দিয়ে দেশ শাসন করা যায় না- ডঃ আব্দুল মঈন খান
শেরপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল চৌধুরীসহ গ্রেফতার-২
ইসরায়েলি বাহিনী গাজার দুটি হাসপাতাল খালি করার নির্দেশ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ
নোয়াখালীতে মাটির ট্রাক চাপায় প্রাণ গেল কিশোর চালকের
আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই : ডা.শফিকুর রহমান
কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাঁপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক
উত্তরখানে পুলিশ ছাত্র-জনতা ও নাগরিক সমাজের সমন্বয় সভা
তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল
ছাগলনাইয়া স্পোর্টস এরিনার যাত্রা শুরু
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ
ফরিদপুরে সাংবাদিকের 'বাবা-মা' সহ তিনজনকে কুঁপিয়ে জখম
সেনা নয়, পিটিআই শুধুমাত্র সরকারের সাথে কথা বলছে: ব্যারিস্টার গহর
প্রায় ১৪ লাখ টন খাদ্য উদ্বৃত্ত বরিশালের দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে মাঠে আমন কাটার ধুম চলছে
ফেনীতে হত্যা মামলার আসামী তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ
মির্জাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারির মায়ের ইন্তেকাল
সিরিয়ার নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
মতলবে ২শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
ভৈরবে মধু সংগ্রহে ব্যস্ত খামারি মৌয়ালরা
নোয়াখালীতে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ২৫ শিশু-কিশোর