পাহাড়ে মাটি খুঁড়ে মিললো নিখোঁজ প্রবাসীর লাশ
১৪ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৫:২২ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিখোঁজের ১২দিন পর পাহাড়ে মাটি খুঁড়ে এক প্রবাসীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে খুন করে লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মাটি খুঁড়ে লাশটি তোলা হয়। পুলিশের সন্দেহ এ ঘটনায় নিহতের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকা জড়িত। উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকার একটি টিলাকৃতির পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। খুনের শিকার মনছুর আলীর (২৭) বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব পহরচান্দা গ্রামের সেকান্দর পাড়ায়। তার শ্বশুড়বাড়িও একই গ্রামে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, দুবাই প্রবাসী মনছুর গত ২৮ ফেব্রæয়ারি দেশে আসেন। ২ মার্চ সন্ধ্যায় তাকে চার-পাঁচজন লোক সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে মনছুরের বোন মামলা দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিশ মনছুরের সঙ্গে তার শ্বশুড়বাড়ির লোকজনের সঙ্গে বিরোধের তথ্য পায়। নিখোঁজের আগে টেলিফোনের কথোপথনের সূত্র ধরে মনছুরের স্ত্রী রিনা আক্তার, শাশুড়ি ছায়েরা খাতুন ও ১৬ বছর বয়েসী কিশোরী শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্যে মনছুরের বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ দূরে পাহাড়ে তল্লাশি চালানো হয়। সেখানে তাদের দেখিয়ে দেওয়া জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় মনছুরের লাশ পাওয়া যায়। তার বড় ভাই খোরশেদ আলম গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে মনছুরের শরীরে বেশকিছু জখমের চিহ্ন আছে বলে উল্লেখ করা হয়েছে। মাথার ডানপাশে বড় ধরনের কাটা চিহ্ন, দুই কান, নাক ও থুতনি শরীর থেকে কেটে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।
জানা গেছে, মনছুরের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। আর্থিক লেনদেন, অনৈতিক সম্পর্ক ও পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এর জেরে তাকে খুন করা হতে পারে। এ ঘটনায় দায়ের করা মামলায় মনছুরের স্ত্রী, শ্বাশুড়ি ও শ্যালিকাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ ঘটনায় জড়িত কি না সেটা বের করে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানান ওসি আতিকুর রহমান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ