তথ্য নিতে হলের কক্ষে ইবি জিয়া হল প্রভোস্ট লাঞ্ছিত-ভাঙচুর
১৫ মার্চ ২০২৩, ১০:২১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:২৫ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট কর্তৃক হলে অবস্থানকৃত শিক্ষার্থীদের কক্ষে কক্ষে তথ্য নিতে গিয়ে হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত ও প্রভোস্টের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০দিকে এ ঘটনা ঘটে।
তথ্য সূত্রে, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর হলের প্রভোস্ট হলে অবস্থানকৃত শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসেন। এতে আবাসিকতা করার বিষয়টি আলোচনায় ওঠে আসে। পরের দিন মঙ্গলবার রাত ৯টার দিকে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য নিতে হলের রুমগুলো পরিদর্শনে যান হলের প্রভোস্ট, হাউজ টিউটর ও কর্মকর্তারা।
এ সময় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে শোরগোল ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলেন। তথ্য সংগ্রহকালে হলের প্রভোস্ট আব্দুল জলিল পাঠান, হাউজ টিউটর প্রকাশ চন্দ্র বিশ্বাস, হলের উপ-রেজিস্ট্রার তারিক উদ্দীন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে হল থেকে নিচে নামলে প্রভোস্টের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় প্রভোস্ট কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সরেমজিনে প্রভোস্ট কার্যালয়ের জানালার কাচ ভাঙা পড়ে থাকতে দেখা যায়। পরে হল থেকে প্রভোস্ট চলে যান।
হল সূত্রে, হলের মোট সিট সংখ্যা ৩৯৬টি। এর মধ্যে ৮০সিটের মতো আবাসিকতা প্রাপ্ত। বাকী সবাই অনাবাসিক।
ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ বলেন, পূর্ব নির্দেশনা ছাড়াই হলে রেড দিয়েছে। হঠাৎ রেড দেওয়ায় অনেকে আতঙ্কিত হয়ে পড়েছে। এ জন্য শিক্ষার্থীরা হল থেকে নিচে নেমে ক্ষুদ্ধ হয়ে এমনটি করেছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুল জলিল পাঠান বলেন, হলের আবাসিক ও অনাবাসিক ছাত্রদের তথ্য নিতে গেলে হলে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে লাঞ্ছিত করেছে। যা অনায্য, অনৈতিক ও অছাত্র সুলভ আচরণ। তবে সাধারণ ছাত্রদের সহযোগিতা পেয়েছি।
তিনি বলেন, জিয়া হল প্রভোস্ট পদত্যাগের পর দেড় মাস হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছেন। তারপর থেকেই চেষ্টা করছি হলকে নতুন করে গুছিয়ে নিতে। এছাড়াও হলের বেশ কিছু সমস্যার ও সমাধান করেছি। হলের তথ্য ঘাটাঘাটি করে দেখতে গিয়ে দেখি গত দশ বছরে ধরে জিয়া হলের শিক্ষার্থীদের কোন ডাটাবেজ নেই। সকল শিক্ষার্থীদের ডাটা সংগ্রহের চেষ্টা চলছে। যে কয়দিন হল প্রভোস্ট হিসেবে থাকব নিয়মের মধ্য থেকে কাজ করব। কোন অন্যায় মেনে নেওয়া হবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু