প্রেসিডেন্ট নির্বাচনের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের দুই রিট খারিজ
১৫ মার্চ ২০২৩, ১১:৫৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৭:১৩ পিএম

মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত পৃথক ২টি রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এ তথ্য জানিছেন অ্যাটর্নি জেনারেল এ.এম.আমিনউদ্দিন। তিনি বলেন, রিট দুটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ইসির জারি করা প্রজ্ঞাপন বৈধ।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। আরেকটি রিটের পক্ষে শুনানি করেন আবদুল মোমেন চৌধুরী। সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
এর আগে প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এম এ আজিজ খান।
বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চর ১২ মার্চের কার্যতালিকায় রিটটি ছিল। বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রত বোধ করেন।
ওই সময় বিচারপতি আহমেদ সোহেল বলেন, প্রায় পাঁচ বছর তিনি দুদকের আইনজীবী ছিলেন। তাই বিষয়টি শুনতে বিব্রত বোধ করছেন। এরপর বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ রিটটি শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
পরবর্তীতে রিটটি বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অন্যদিকে, প্রেসিডেন্ট পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ ৬ আইনজীবী ১২ মার্চ আরেকটি রিট করেন। ১৩ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রিটটি জমা দেয়া হয়। পৃথক দু’টি রিটের ওপর শুনানি নিয়ে তা সরাসরি খারিজ করেন হাইকোর্ট।
প্রসঙ্গতঃ বর্তমান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেয়াদ ২৩ এপ্রিল শেষ হবে। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ২৪ এপ্রির থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।
এর আগে মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন প্রক্রিয়া যথাযথ হয়নি দাবি করে ২৬ ফেব্রæয়ারি একটি লিগ্যাল নোটিশ দেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। এরই ধারাবাহিকতায় তিনি দায়ের করেন রিট।
অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৭ ধারা অনুসারে তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করে ১৩ ফেব্রæয়ারি জারি করা হয় এ প্রজ্ঞাপন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সউদীতে পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না

জার্মানিতে গঠিত হচ্ছে নতুন জোট সরকার

সদরঘাটের ব্যবসায়ীকে হত্যা: স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র