যে কোনো সুপার সাইক্লোন রুখতে পারবে সুন্দরবন
১৭ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:১১ এএম
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2023March/2-20230317224157.jpg)
দক্ষিণ পশ্চিম উপকূলবাসীর জন্য চরম আতঙ্কের সময় মার্চ, এপ্রিল মে এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস । এই ছয় মাসকে বাংলাদেশের দুর্যোগ মৌসুম বলা হয়ে থাকে। এ হিসাবে এখন চলছে দুর্যোগ মৌসুম। এই সময়টাতে একের পর এক ঘুর্ণিঝড় ও জলোচ্ছাসের ঘটনা ঘটে।
ঝড় ঝঞ্ঝার সাথে লড়াই করা উপকূলের মানুষ নিকট অতীতে আম্ফান, সিডর, আইলার মত বড় বড় ঘুর্ণিঝড় দেখেছে। প্রকৃতির কাছে হেরে গিয়ে বারবার তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যত বড় ঝড়ই হোক সুন্দরবন নিজে বিধ্বস্ত হয়ে বুক পেতে রক্ষা করেছে লক্ষ লক্ষ মানুষকে। ২০০৭ এর ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডর এবং ২০০৯ এর ২৫ মে আইলাতে প্রায় বিধ্বস্ত হয়ে যাওয়া সুন্দরবন গত এক যুগে আবারও ফিরে পেয়েছে আগের অবস্থা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনকে নিয়ে চিন্তা না থাকলেও যত দুঃশ্চিন্তা উপকূলীয় দুর্বল বেড়িবাঁধ নিয়ে। সংস্কারের নামে অপরিকল্পিতভাবে অর্থ ব্যয় এবং সংস্কারের সময় ব্যাপক লুটপাটের কারণে বাঁধগুলো দুর্যোগ ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাছাড়া জলবায়ু পরিবর্তন জনিত কারণে সমুদ্র ও নদনদীর পানি বেড়ে যাওয়ায় এবং বাঁধের উচ্চতা তুলনামূলকভাবে কমে আসায় যেকোনো দুর্যোগে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। গত কয়েক বছর ধরে নদনদীর পানি বৃদ্ধি পেলে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রধান ড. আবু নাসের মোহসিন হোসেন জানিয়েছেন, বিশ্বের কোথাও আমাদের সুন্দরবনের মত এমন প্রাকৃতিক ঢাল দ্বিতীয়টি নেই। উপকূলে প্রায় ১২০ কিলোমিটার এলাকা বেষ্টনী করে রয়েছে সুন্দরবন। সুন্দরবনের বৃক্ষরাজির একটি বৈশিষ্ট্য রয়েছে। তা হচ্ছে গাছগুলো যদি ভেঙে পড়ে যায়, শ্বাসমূলের কারণে তা দ্রুত আবার উঠে দাঁড়াতে পারে। নতুন গাছের জন্ম হয় খুব দ্রুত। অর্থাৎ কোনো কারণে একটি বড় এলাকা বিধ্বস্ত হলে তা আবার পূর্বের অবস্থায় কয়েক বছরের মধ্যেই ফিরে যেতে পারে। বিভিন্ন সময়ে সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগে যা ক্ষতি হয়েছে, তা গত কয়েক বছরে অনেকটাই পুষিয়ে নিয়েছে সুন্দরবন। করোনার সময় দু বছর সুন্দরবন লকডাউনে থাকায় বনের আরও বিস্তার ঘটেছে। কাজেই যে কোনো ঝড় সুন্দরবন রুখে দেয়ার ক্ষমতা রাখে। গত কয়েক বছর ধরে ভারী বর্ষণ হলে সুন্দরবন তলিয়ে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জলবায়ু পরিবর্তন জনিত কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এর অন্যতম প্রধান কারণ। সুন্দরবনের অনেক স্থানে নদী ও খাল ভরাট হয়েছে। যে কারণে জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে আশার কথা হচ্ছে জোয়ারের পানি দীর্ঘস্থায়ী পানিবদ্ধতার সৃষ্টি করে না। প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত জলোচ্ছাস হলে তা সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদকূলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সুন্দরবনের করমজল কৃত্রিম বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে বলেন, সুন্দরবনের বিশাল বিশাল সুন্দরী, কেওড়া, বাইন, কাঁকড়া গাছ বড় বড় ঝড়কে বাধা দেয়ার জন্য যথেষ্ট। এর আগে আমরা ২০০৭ এ দেখেছি, সুপার সাইক্লোন সিডরকে সুন্দরবন বুক চিতিয়ে দিয়ে বাধা দিয়েছে। আগামীতেও বড় বড় ঝড় হলে সুন্দরবন তা অনেকটাই রুখতে পারবে বলে আমরা মনে করি।
এদিকে, যে কোনো সুপার সাইক্লোন সুন্দরবন রুখে দিতে পারলেও আশঙ্কা দুর্বল বেড়িবাঁধ নিয়ে। ২০০৯ সালে ঘুর্ণিঝড় আইলার আঘাতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৩৮টি পোল্ডারের ১৬৫১ কিলোমিটার বেঁড়িবাধের মধ্যে ৬৮৪ কিলোমিটার বিধ্বস্ত হয়। এ মুহূর্তে সাতক্ষীরার প্রায় ৬২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুঁকির মধ্যে রয়েছে। খুলনায় ঝুঁকিতে রয়েছে ৩৩ কিলোমিটার এবং বাগেরহাটে ঝুঁকিতে রয়েছে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ। ষাটের দশকে বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল। নদ নদীতে পানি বৃদ্ধি পেলে প্রায়শঃ উপকূলীয় জনপদগুলো প্লাবিত হয়। ভেসে যায় মৎস্য ঘের, জমির ফসল। গৃহহীন হয় হাজার হাজার মানুষ। সম্প্রতি দু বছর মেয়াদী একটি প্রকল্প শেষ করেছে সেনাবাহিনী। প্রকল্পের আওতায় সাইক্লোন আম্ফানের আঘাতে ক্ষতিগ্রস্থ খুলনা ও সাতক্ষীরা জেলার ১১ দশমিক ৫৩ কি.মি. বাঁধ সংস্কার ও পুননির্মাণ করে সেনাবাহিনী। গত বছর ৩০ মে খুলনার শেষ জনপদ কয়রায় আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডকে বাঁধটি হস্তান্তর করা হয়। এই বাঁধ পুননির্মাণের ফলে দুটি জেলার তিনটি উপজেলার প্রায় ২ লাখ মানুষ পানি মুক্ত হয়েছে। এছাড়াও তাদের ঘরবাড়ি, আবাদী জমি ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে অন্যান্য স্থানে বাঁধ দুর্বল থাকায় এখন আতঙ্ক বিরাজ করছে উপকূল জুড়ে।
অনুসন্ধানে জানা গেছে, গত দুই যুগে প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হয়ে বাঁধ মেরামতে। কাজের কাজ তেমন হয়নি। সংস্কারের সময় ব্যপক লুটপাট এবং পরিকল্পিতভাবে বাঁধ সংস্কার না করায় এ অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া, চিংড়ি নির্ভর অর্থনীতির অঞ্চল এই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার অনেক স্থানে বাঁধ কেটে চিংড়ি ঘেরে নোনা পানি প্রবেশ করানোর কারণে বাঁধ দুর্বল হয়ে পড়েছে।
ষাট এর দশকে নির্মিত বেড়িবাঁধ ২০২৩ সালে এসে দেখা গেছে, সে সময় পানির উচ্চতার চেয়ে বাঁধের উচ্চতা ১০ থেকে ২০ ফুট উঁচু ছিল। এখন তা প্রায় সমান হয়ে পড়েছে। নদনদীর তলদেশ ভরাট হয়ে পানির উচ্চতা আগের চেয়ে বেড়েছে। অনেক জায়গায় বাঁধ ক্ষয় হতে হতে উচ্চতা কমেছে। সব মিলিয়ে এখন ভারী বৃষ্টি হলে বা নদীতে ভরা জোয়ার হলে উপকূলের অনেক এলাকাই পানিতে তলিয়ে যায়।
খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম জানান, বিভিন্ন স্থানে বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় বাঁধা দুর্বল রয়েছে। আগামীতে সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
এদিকে, দুর্যোগ মৌসুমকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলের উপকূলে বসবাসকারীদের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। সামান্য মেঘ বা ঝড় বৃষ্টি দেখলেই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বড় দুর্যোগ হলে সব কিছু ফেলে তাদের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে হয়। ফিরে এসে তারা দেখেন তাদের হালের গরু, ক্ষেতের ফসল, ঘেরের মাছ- সর্বস্ব চলে গেছে নদীতে। বারবার নিঃস্ব হয়ে তারা নতুন করে আবার মাথা তুলে দাঁড়ান, সংগ্রাম করেন। এভাবেই যুগ যুগ ধরে চলছে তাদের জীবন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215140417.jpg)
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/atorny-g-inqilab-wadud-20250215140408.jpg)
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/adani-inqilab-wadud-20250215132414.jpg)
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/riksha-inqilab-wadud-20250215131250.jpg)
![](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215114302.jpg)
আরও পড়ুন
![স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215140417.jpg)
স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
![আ.লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড : অ্যাটর্নি জেনারেল](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/atorny-g-inqilab-wadud-20250215140408.jpg)
আ.লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক চক্রান্তে বিডিআর হত্যাকাণ্ড : অ্যাটর্নি জেনারেল
![‘আমি বাংলায় গান গাই’—এই কণ্ঠ আর বাজবে না](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/a17-20250215140304.jpg)
‘আমি বাংলায় গান গাই’—এই কণ্ঠ আর বাজবে না
![২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিবের জনসভায় উপস্থিতি হবে স্মরণকালের -দোলন](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215135815.jpg)
২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিবের জনসভায় উপস্থিতি হবে স্মরণকালের -দোলন
![বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন জামাল](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/jamal-f-20250215135625.jpg)
বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন জামাল
![ওপেন এআই কিনতে চেয়ে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/a16-20250215135334.jpg)
ওপেন এআই কিনতে চেয়ে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান
![বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/c-20250215134537.jpg)
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
![দাউদকান্দিতে শহীদনগর ট্রমা সেন্টার দুইবার উদ্বোধন হলেও পুরোপুরি চালু হয়নি](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215134148.jpg)
দাউদকান্দিতে শহীদনগর ট্রমা সেন্টার দুইবার উদ্বোধন হলেও পুরোপুরি চালু হয়নি
![চেরনোবিলে ড্রোন হামলা, পারমাণবিক নিরাপত্তায় নতুন উদ্বেগ](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/a15-20250215134118.jpg)
চেরনোবিলে ড্রোন হামলা, পারমাণবিক নিরাপত্তায় নতুন উদ্বেগ
![অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215133427.jpg)
অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
![বাংলাদেশে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/adani-inqilab-wadud-20250215132414.jpg)
বাংলাদেশে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
![পিয়া জান্নাতুলের কাছে ১৫ মিনিটে আবেদন পরেছে ১০০টি;সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215131947.jpg)
পিয়া জান্নাতুলের কাছে ১৫ মিনিটে আবেদন পরেছে ১০০টি;সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট
![আ.লীগকে নিষিদ্ধের দাবিতে নগরকান্দায় ছাত্রদের খাটিয়া মিছিল](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215131724.jpg)
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে নগরকান্দায় ছাত্রদের খাটিয়া মিছিল
![নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরিয়ে খাদে; নিহত-১, আহত-৩৭](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215131423.jpg)
নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরিয়ে খাদে; নিহত-১, আহত-৩৭
![ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/riksha-inqilab-wadud-20250215131250.jpg)
ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট
![উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই থানার কমিটি ঘোষণা](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215130215.jpg)
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই থানার কমিটি ঘোষণা
![সাঁথিয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/sathia-inqilab-wadud-20250215125916.jpg)
সাঁথিয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা
![মির্জাপুরে শক্তিশালী দল হিসেবে কৃষক দল আর্বিভূত হবে, ইনশাল্লাহ- দিপু হায়দার খান](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/500-321-inqilab-white-20250215125611.jpg)
মির্জাপুরে শক্তিশালী দল হিসেবে কৃষক দল আর্বিভূত হবে, ইনশাল্লাহ- দিপু হায়দার খান
![ট্রাম্পের পরিকল্পনা ভুল হিসাব: এরদোগান](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/a14-20250215125505.jpg)
ট্রাম্পের পরিকল্পনা ভুল হিসাব: এরদোগান
![জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নেবেন যারা](https://dailyinqilab.com/mediaStorage/content/images/2025February/SM/untitled-1-20250215125626.jpg)
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নেবেন যারা