সীমার মালিকের কোমরে পুলিশের দড়ি

চট্টগ্রামে সব অক্সিজেন কারখানা বন্ধ ঘোষণা

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৭ মার্চ ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পিএম

চট্টগ্রামের সীতাকু-ে বিস্ফোরণে সাতজন নিহতের ঘটনায় মামলায় সীমা অক্সিজেন কারখানার এক পরিচালককে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এ খাতের ব্যবসায়ীরা। চট্টগ্রামের সব অক্সিজেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি আজ শনিবার সকালে মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। জাহাজভাঙা শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নেতারা বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেন। সীতাকু- উপজেলার বানু বাজারে সংগঠনটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার সকাল থেকে সব অক্সিজেন কারখানার উৎপাদন, পরিবহন ও সরবরাহ বন্ধ আছে। তবে চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেন সরবরাহ চালু থাকবে।
বিএসবিএ’র সহকারী সচিব নাজমুল ইসলাম জানান, চট্টগ্রামে ১৪টি অক্সিজেন কারখানা আছে, যার অধিকাংশই সীতাকু-ে। এর মধ্যে ৬টি সক্রিয় আছে। এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। জাহাজভাঙা মালিকদের সিদ্ধান্তে অক্সিজেন কারখানা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, অক্সিজেন কারখানাগুলো আমাদের লিংকেজ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া যে ব্যবসায়ীকে কোমরে দড়ি বেঁধে ন্যাক্কারজনকভাবে অপদস্থ করা হয়েছে, তিনি আমাদের সংগঠনের সদস্য। এজন্য আমরা আন্দোলনে নেমেছি। ব্যবসায়ীরা এখন বলছেন, হয় তারা ব্যবসা করবেন, নয়ত সব ছেড়ে দিয়ে সামাজিক মর্যাদা নিয়ে বাঁচবেন। অক্সিজেন কারখানার পক্ষ থেকে ১১৮ কোটি টাকা বিভিন্নখাতে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেয়া হয়েছে। আহতদের প্রত্যেককে পাঁচ লাখ করে টাকা দেয়া হয়েছে। চিকিৎসার জন্য আরও দুই লাখ টাকা করে দেয়া হয়েছে। এরপর কেন এভাবে এক শিল্পদ্যোক্তাকে জনসমক্ষে হেয়-প্রতিপন্ন করা হল, এর নেপথ্যের কারণ আমরা জানতে চাই। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাব।
পুলিশ এবং প্রশাসনের ‘অতি উৎসাহী’ কর্মকর্তাদের দোষারোপ করে নাজমুল বলেন, প্রশাসন কেন মামলায় জড়াল? বিএম ডিপোতে এতবড় ঘটনা ঘটেছে, সেখানে তো মালিককে কোনো ধরনের হয়রানি করা হয়নি। তারা ঠিকভাবে ক্ষতিপূরণও দেয়নি। আর সীমা অক্সিজেন কারখানা সব ক্ষতিপূরণ পরিশোধের পরও কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা অতি উৎসাহী হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের শাস্তি চাই।
এদিকে আজ সকালে চট্টগ্রামের সব অক্সিজেন ও জাহাজভাঙা শিল্পমালিক-শ্রমিকদের পক্ষ থেকে নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গত ১৪ মার্চ নগরীর জিইসি মোড় থেকে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দীনকে গ্রেফতার করে শিল্প পুলিশ। পরে তাকে নিয়ে সীতাকু-ের ভাটিয়ারিতে মামলার অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চালায় পুলিশ। পরদিন পারভেজকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শিল্প পুলিশের এক সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেন ওই বাহিনীর চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সোলায়মান। শিল্প পুলিশ পারভেজ উদ্দীনকে সাতদিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছিল। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ৪ মার্চ বিকেলে সীতাকু-ের ভাটিয়ারি ইউনিয়নের ছোট কুমিরায় সীমা শিল্পগ্রুপের প্রতিষ্ঠান সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়। আহত ও দগ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়। আহত হন আরো ২১ জন। বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তিন ভাই হলেন- সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।
নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ৬ মার্চ রাতে সীতাকু- থানায় মামলাটি দায়ের করেন। বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছিল। কমিটির আহ্বায়ক ১৪ মার্চ জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়ে সংবাদ সম্মেলনে জানায়, তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ তারা পেয়েছেন। ##


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি
ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট
স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে: রিজভী
এবার আমির হোসেন আমুর সহকারী আবুল কালাম গ্রেফতার
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে সোমবার
আরও

আরও পড়ুন

২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিবের জনসভায় উপস্থিতি হবে স্মরণকালের -দোলন

২০ ফেব্রুয়ারি লাকসামে বিএনপি মহাসচিবের জনসভায় উপস্থিতি হবে স্মরণকালের -দোলন

বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন জামাল

বায়ার্নে চুক্তির মেয়াদ বাড়ালেন জামাল

ওপেন এআই কিনতে চেয়ে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান

ওপেন এআই কিনতে চেয়ে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দাউদকান্দিতে শহীদনগর ট্রমা সেন্টার দুইবার উদ্বোধন হলেও পুরোপুরি চালু হয়নি

দাউদকান্দিতে শহীদনগর ট্রমা সেন্টার দুইবার উদ্বোধন হলেও পুরোপুরি চালু হয়নি

চেরনোবিলে ড্রোন হামলা, পারমাণবিক নিরাপত্তায় নতুন উদ্বেগ

চেরনোবিলে ড্রোন হামলা, পারমাণবিক নিরাপত্তায় নতুন উদ্বেগ

অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

বাংলাদেশে পুরো ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

পিয়া জান্নাতুলের কাছে ১৫ মিনিটে আবেদন পরেছে ১০০টি;সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট

পিয়া জান্নাতুলের কাছে ১৫ মিনিটে আবেদন পরেছে ১০০টি;সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে নগরকান্দায় ছাত্রদের খাটিয়া মিছিল

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে নগরকান্দায় ছাত্রদের খাটিয়া মিছিল

নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরিয়ে খাদে; নিহত-১, আহত-৩৭

নগরকান্দায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হরিয়ে খাদে; নিহত-১, আহত-৩৭

ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

ছুটির দিনে অনেকটাই ফাঁকা ঢাকা, সড়কে রিকশার দাপট

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই থানার কমিটি ঘোষণা

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই থানার কমিটি ঘোষণা

সাঁথিয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

সাঁথিয়ায় মোবাইল ফোনে ডেকে নিয়ে ভ্যানচালককে হত্যা

মির্জাপুরে শক্তিশালী দল হিসেবে কৃষক দল আর্বিভূত হবে, ইনশাল্লাহ- দিপু হায়দার খান

মির্জাপুরে শক্তিশালী দল হিসেবে কৃষক দল আর্বিভূত হবে, ইনশাল্লাহ- দিপু হায়দার খান

ট্রাম্পের পরিকল্পনা ভুল হিসাব: এরদোগান

ট্রাম্পের পরিকল্পনা ভুল হিসাব: এরদোগান

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নেবেন যারা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকে অংশ নেবেন যারা

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেনেডি জুনিয়র

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কেনেডি জুনিয়র

রাজধানীর মসজিদে গাউছুল আজমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

রাজধানীর মসজিদে গাউছুল আজমে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভূত, ঘরের ভিতর তালাবন্ধ শিশু পুড়ে ছাই

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে বাড়ি ভুষ্মিভূত, ঘরের ভিতর তালাবন্ধ শিশু পুড়ে ছাই