বিভিন্ন সংগঠন ও সাংবাদিকদের নিন্দা-প্রতিবাদ

কামরুল হাসান দর্পণকে গ্রেফতার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি’

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৯ এএম

দৈনিক ইনকিলাবে সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পণকে গত বৃহস্পতিবার রাতে ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে একটি সাজানো হয়রানিমূলক বানোয়াট মামলায় গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে যায়। গতকাল বিকালে সিএমএম কোর্টে তাকে হাজির করা হয়। নির্ধারিত আদালত বন্ধ থাকায় আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

একটি সাজানো ও হয়রানিমূলক মামলায় কামরুল হাসান দর্পণকে গ্রেফতার করায় দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ছাড়া ইনকিলাব ইউনিট ও ইনকিলাব পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারী এর নিন্দা, প্রতিবাদ জানান। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিসহ (বাচসাস) বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়াটা পুলিশের বাড়াবাড়ি আচরণ। ক’দিন আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ বেপোরায়াভাবে সাংবাদিকদের পিটিয়েছে। বৃহস্পতিবার রাতে দর্পণকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশটা যে পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে তা আবার প্রমাণ হয়েছে। একটি মিথ্যা ও সাজানো মামলায় দর্পণকে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে সাংবাদিক নেতারা মনে করছেন।

ক্যান্টনমেন্ট থানার ওসি ছাব্বির আহম্মেদ জানিয়েছেন, কামরুল হাসানের বরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারার একটি সিআর (নং-২৪৭/২০২৩) মামলায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করে। ক্যান্টনমেন্ট থানা শুধুমাত্র ওয়ারেন্ট তামিল করেছে মাত্র। অথচ আশ্চর্যের বিষয় যে কামরুল হাসান দর্পনের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা কে করেছে সেটা তার স্ত্রী এবং পরিবারের কেউ জানে না। দর্পনের স্ত্রী এবং পরিবারের সদস্যরা বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এ মামলা হয়েছে। তার সুনাম ক্ষুণœ করে তাকে হয়রানি করার উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা মামলা করা হয়েছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ কামরুল হাসান দর্পণকে মিথ্যা সাজানো মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দর্পনের মত একজন পেশাদার সাংবাদিককে এভাবে গভীর রাতে বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়াটা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তার বলিষ্ঠ লেখনীকে থামিয়ে দেয়ার জন্য এমন সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে কামরুল হাসান দর্পণকে গ্রেফতারের তীব্র নিনদা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হয়রানি করার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করতে চায় সরকার। পুলিশ দিয়ে হয়রানি, মামলা দিয়ে, হামলা করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। সাংবাদিক সমাজ সকল অন্যায়, জলুম, নির্যাতনের প্রতিবাদ করবেই। সত্য ও ন্যায়কে তারা লেখনির মাধ্যমে তুলে ধরবে। নেতারা কামরুল হাসান দর্পনের অবিলম্বে মুক্তির দাবি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পণের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল এক যৌথ তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই একজন সিনিয়র ও পেশাদার সাংবাদিককে রাতের আঁধারে বাসা থেকে গ্রেফতার উদ্বেগজনক। আদালতে তার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের হলেও সাংবাদিক দর্পনের স্ত্রী তানহান চৌধুরী জানিয়েছেন, তার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, তিনি এর কিছুই জানেন না। নেতৃবৃন্দ কামরুল হাসান দর্পনের বিরুদ্ধে এমন আজগুবি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি দেওয়ার দাবি জানান।

বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ
কামরুল হাসান দর্পণকে গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। গতকাল পৃথক পৃথক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পনের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, নিজের পরিচয় দেয়ার পরও সম্মানজনক আচরণ না করে পুলিশ কর্তৃক একজন পেশাদার সাংবাদিককে গ্রেফতার অমানবিক। এটা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করার শামিল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য তথ্য প্রচার করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। সাংবাদিকদের স্বাধীনভাবে লেখালেখি করা ও গঠনমূলক সমালোচনার সুযোগ দেয়া রাষ্ট্রের দায়িত্ব। তবে ভিন্নমতের লোকদের মামলায় জড়িয়ে জুলুম-নির্যাতন করা স্বৈরতান্ত্রিক ও ক্ষমতার অপব্যবহারের শামিল। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত সাংবাদিক কামরুল হাসান দর্পনের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পণকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে রাতের অন্ধকারে একটি মামলায় গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কামরুল হাসান দর্পণকে রাতের আধারে বাসা থেকে গ্রেফতার করে সংবাদপত্রের কন্ঠরোধ করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। তারা বলেন, দৈনিক ইনকিলাব দেশ, ইসলাম ও মানবতার কথা বলে। কাজেই ইনকিলাবের একজন সিনিয়র সাংবাদিককে রাতের অন্ধকারে গ্রেফতার করে আদালতে তুলে, তার স্ত্রী জামিন চেয়েও জামিন দেয়নি বরং তাকে কেরাণীগঞ্জের কারাগারে চালান দিয়ে অত্যন্ত খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। নেতৃদ্বয় অবিলম্বে কামরুল হাসান দর্পনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ইসলামী ঐক্য জোট : ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব ইনকিলাবের সিনিয়র সাংবাদিক কামরুল হাসান দর্পণকে পুলিশি হয়রানি এবং গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রমজানের আগেই গ্রেফতারকৃত সাংবাদিক দর্পনের নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, আদালতে যেকোনো ব্যক্তির নামে মামলা হতেই পারে; কিন্তু তদন্ত না করে একজন পেশাদার সাংবাদিককে রাতের অন্ধকারে বাসা থেকে গ্রেফতার করে পুলিশ দায়িত্বহীনতার পরিচায় দিয়েছে। তিনি রমজানের আগেই সাংবাদিক দর্পণসহ গ্রেফতারকৃত কারাবন্দি সকল আলেম ওলামাদের মুক্তির দাবি জানান। এদিকে জাতীয় তাফসির পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মুফতি বাকি বিল্লাহ অনুরূপ বিবৃতিতে ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা
‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
আরও

আরও পড়ুন

ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর

ফাইনালে মুখোমুখি মেট্রো-রংপুর

চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

চুয়াডাঙ্গার গোয়ালপাড়া থেকে ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু দুবাই

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশনে আছেন যারা

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’-এ বারের অন্তর্ভুক্তিকরণ প্রস্তাব

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোনারগাঁওয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ১, আহত ১০

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

মামলা রেকর্ড করতে ঘুষ গ্রহণ, কুষ্টিয়ায় ওসি ও এসআই ক্লোজ

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের ২ কর্মী বহিষ্কার

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পতিত আওয়ামী স্বৈরাচারের গত ১৭ বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই: আমিনুল হক

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?

স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?