দাফন করা লাশ নিখোঁজ ইমতিয়াজের
২১ মার্চ ২০২৩, ১১:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:০৩ পিএম
মুন্সিগঞ্জে দাফন করা লাশটি নিখোঁজ ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়ার। গতকাল মঙ্গলবার কবর থেকে লাশ উত্তোলনের পর তাকে শনাক্ত করেন তার স্ত্রী ফাহমিদা আক্তার ও তার স্বজনেরা।
ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থান থেকে লাশটি উত্তোলন করার কথা থাকলেও বৃষ্টি ও আইনগত প্রক্রিয়া শেষে লাশ উত্তোলনের কাজ শুরু হয়। পরে পুলিশ, ডিবি পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামাদ উপস্থিতিতে ইমতিয়াজের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঢাকার তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও তার মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে থাকতেন ইমতিয়াজ। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা এলাকায়। তিনি ঢাকায় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়ির নকশার কাজ করতেন। ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ইমতিয়াজ। পরের দিন তার স্ত্রী ফাহমিদা আক্তার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন।
৮ মার্চ সন্ধ্যায় সিরাজদিখানের মরিচের সেতু এলাকা থেকে অজ্ঞাতনামা হিসেবে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পরদিন আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করে পুলিশ। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে লাশটি মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। লাশের গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়।
ইমতিয়াজের নিখোঁজের বিষয়ে গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার করা হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়। সেখানে এক ব্যক্তি কমেন্ট করে জানান, সংবাদে প্রচার করা ব্যক্তির বর্ণনা ও চেহারার একটি লাশ সিরাজদিখানে পাওয়া গেছে। পরের দিন শনিবার সিরাজদিখান থানায় যান ইমতিয়াজের স্বজনেরা। সুরতহাল করার সময় তোলা সেই লাশের ছবি, পরনের জামার সঙ্গে নিখোঁজ ইমতিয়াজের মিল ছিল। তখন থেকে স্বজনেরা দাবি আসছিলেন, লাশটি ইমতিয়াজেরই।
ইমতিয়াজের স্ত্রী ফাহমিদা আক্তার বলেন, যেদিন আমরা লাশের ছবিটি দেখেছিলাম, সেদিনই বলেছিলাম এটি ইমতিয়াজের লাশ। আজকে লাশ উত্তোলনের পরেও দেখেছি এটি ইমতিয়াজের লাশ। আমরা লাশ নিয়ে মুরাদনগরের গ্রামের বাড়ি পরমতলায় যাব। সেখানে কবর খননের কাজ চলছে। ইমতিয়াজকে পারিবারিক কবরস্থানে তার বাবার পাশে দাফন করা হবে।
স্বামীর মৃত্যুতে তিন সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়তে হলো জানিয়ে ফাহমিদা বলেন, আমার জানামতে আমার স্বামীর কোনো শত্রু ছিল না। তারপরেও তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এখন জানতে পেলাম আমাদের অগোচরে এত বড় শত্রু আছে। আমি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে একা থাকব, বাচ্চারা স্কুলে যাবে। কে জানে কখন কী ঘটে যায়। আমাদের এত বড় শত্রু কে আমি দেখতে চাই। প্রশাসন, দেশের মানুষ, প্রধানমন্ত্রী সবার কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
লাশ হস্তান্তরে সময় উপস্থিত ছিলেন নিহত ইমতিয়াজের শ্যালক মনিরুল ইসলাম, চাচাতো বোন খালেদা মেজবা, চাচাতো বোনের স্বামী মেজবা উদ্দিনসহ কয়েকজন। ইমতিয়াজের ভাগনি মুনমুন হোসেন বলেন, তার মামাকে জীবিত ফিরে পেতে তারা প্রায় ১১ দিন কলাবাগান থানা, তেজগাঁও থানা, ডিবি পুলিশ, র্যাব সব জায়গায় দৌড়াদৌড়ি করেছেন। এর মধ্যে তিন দিন আগে লাশের সন্ধান পান। থানা, আদালত, জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে আদালতের মাধ্যমে গতকাল লাশ তোলার অনুমতি পাওয়া যায়।
এদিকে, এ ঘটনায় হত্যা মামলাটি মুন্সিগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি পুলিশও ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে বলে জানান মুন্সিগঞ্জ ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে গুরুত্বসহকারে আমরা মামলাটি দেখছি। সব বিষয় নিয়ে তদন্ত শুরু করেছি। আশাকরি দ্রুতই এ মামলার জট খুলবে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক