হোমল্যান্ড ইন্স্যুরেন্সে ১০৪ কোটি টাকা লোপাটের তদন্ত করতে হাইকোর্টের নির্দেশ
২৯ মার্চ ২০২৩, ১১:২৮ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ এএম
হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের গ্রাহকদের ১০৪ কোটি টাকা লোপাটের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটের প্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( আইডিআরএ)কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম ও অ্যাডভোকেট দিদারুল আলম দিদার। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
অ্যাডভোকেট আব্দুল্লাহিল মারুফ ফাহিম বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বীমা দাবির টাকা না পেয়ে সংক্ষুব্ধ কুষ্টিয়ার রহিমা আক্তারসহ ১৪ গ্রাহক রিট করেন। রিটের শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত: গত ১১ ফেব্রুয়ারি ‘শত কোটি টাকা লোপাটের অভিযোগ হোমল্যান্ড ইন্স্যুরেন্সের বিরুদ্ধে অস্তিত্বহীন জমিতে বালু ভরাট : বেতনাদি ও কমিশন পরিশোধের ভুয়া ভাউচার’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইনকিলাব। এর প্রতিবেদনের পর বেশ কয়েকটি পত্রিকা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদন সংযুক্ত করে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।
ইনকিলাব প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্তিত্বহীন জমি ক্রয় এবং ক্রয়কৃত জমিতে বালু ভরাট, অস্তিত্বহীন ‘সার্ভিস সেন্টার’ স্থাপন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদি পরিশোধের নামে হোমল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকগণ ১০৪ কোটি টাকা লোপাট করেন। অর্থ লুটপাটের ফলে প্রতিষ্ঠানটিতে অর্থ সঙ্কট চরম আকার ধারণ করে। গ্রাহকের বীমা দাবি পরিশোধে ব্যর্থ হচ্ছে হোমল্যান্ড। প্রতিষ্ঠানটির অধিকাংশ পরিচালকই অনাবাসী বাংলাদেশী বা এনআরবি। তারা বিদেশে বসে প্রতিষ্ঠানের সম্মানিভাতা, লভ্যাংশ এবং ভুয়া ভাউচারের মাধ্যমে সরানো অর্থ হাতিয়ে নেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বীমা কোম্পানি এভাবে এখন দেউলিয়া প্রায়। এ পরিস্থিতিতে গ্রাহকের অর্থ পরিশোধ করতে পারছে না। রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, আইডিআরএ’র চেয়ারম্যান, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও পরিচালকদের বিবাদী করা হয়েছে।
দৈনিক ইনকিলাবে তুলে ধরা তথ্য উদ্ধৃত কওে শুনানিতে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ভুয়া বিল ভাউচার দেখিয়ে এ পর্যন্ত গ্রাহকের ১০৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা আত্মসাৎ করেছে।
আদেশের বিষয়ে এই আইনজীবী জানান, হোমল্যান্ডের ১০৪ কোটি টাকা আত্মসাৎ তদন্তের কেন নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সঙ্গে দুদক বরাবর হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের একটি আবেদন আগামী ২ মাসের মধ্যে ইতিবাচকভাবে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। রিটের পরবর্তী শুনানি আগামি ৪ জুন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা
ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ
ইন্টারপোলের তালিকায় হাসিনার নাম যুক্ত হওয়া নিয়ে যা জানা গেল, খোঁজা হচ্ছে আরও যেসব বাংলাদেশিকে
দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন ভোট, মুদ্রার মান পতন
কটিয়াদীতে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
জাহাজে ছেলে হত্যা: শোকে মারা গেলেন বাবা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবি’র হাতে ১৬ বাংলাদেশি আটক
সৈয়দপুরে রাস্তা সংস্কারে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগে কাজ বন্ধ করে দিলো ছাত্ররা
শার্শায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপে সংঘর্ষ
ইউক্রেনে আহত উত্তর কোরীয় এক সেনা আটক
টাকা খেয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে ভারতের মিডিয়া : সারজিস
বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র : জাতীয় নাগরিক কমিটি
সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেপ্তার করেছে প্রশাসন
ফেসবুকে কাকে ননসেন্স বললেন শবনম বুবলী
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবারো প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী
সাঁথিয়ায় করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত, আহত ৫
ঢাকার সাথে আর কোনও সমস্যা বাড়াতে চায় না নয়াদিল্লি: দ্য হিন্দু
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক সামুদ্রিক ঢেউ ও টর্নেডোর আঘাত, এক জনের মৃত্যু