চট্টগ্রামে থামছে না কিশোর গ্যাংয়ের উৎপাত
০৫ এপ্রিল ২০২৩, ১০:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:২৭ পিএম
ঈদ বাজার সামনে রেখে চট্টগ্রাম নগরীতে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। নগরীর মার্কেট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া-মহল্লায় দলবেঁধে নানা অপকর্মে নেমে পড়েছে কিশোরেরা। তাদের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। কিশোর গ্যাংয়ের বেপরোয়া দৌরাত্ম্য থামাতে নগরীতে পৃথক দুটি অভিযানে দুই গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতের এ অভিযানে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সানি গ্যাংয়ের সাতজন এবং পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে পিচ্চি শাকিব গ্যাংয়ের চারজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকা-ে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার একটি চক্রের মদদ রয়েছে। ‘হিরোইজম’ প্রকাশ করতেও পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠছে।
সানি গ্যাং নগরীর বায়েজিদ এলাকায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই গ্যাংটির লীডার রিয়াজ উদ্দিন সানি বায়েজিদ এলাকার একটি হত্যা মামলার আসামি। সে জামিনে এসেও এই গ্যাং লালন-পালন করার মাধ্যমে তার প্রভাব বিস্তারসহ বিভিন্ন সময় এলাকায় মারামারি-হানাহানি করার মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বিঘœ ঘটানোর সাথে জড়িত।
এছাড়া এই গ্যাংয়ের সদস্যদের প্রকাশ্যে দিনে-দুপুরে ছিনতাই ও চাঁদাবাজী করতে দেখা যায়। এই গ্যাংয়ের সদস্যরা মাদকাসক্ত। গ্রেফতার সানি গ্যাংয়ের সদস্যরা হলো, দলনেতা রিয়াজ উদ্দিন সানি (২৪), সাদ্দাম হোসেন (২০), আব্দুল মান্নান (২০), তানভীর (২০), সোহেল রানা (২১), রবিউল হোসেন (১৮) এবং আল রাব্বি (২৪)। তাদের মধ্যে সানি ছাড়াও রিয়াদ, তানভীর এবং আল রাব্বির নামে মহানগরীর বায়েজিদ বোস্তাামী থানায় চুরি এবং হত্যা মামলা রয়েছে।
এদিকে পাহাড়তলীর পিচ্চি শাকিব গ্যাংয়ের সদস্যরা সরাইপাড়া এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং ভাড়ায় মারামারি, টাকার বিনিময়ে জমি দখল করার মতো সংঘাতে জড়ানোর কাজে লিপ্ত। তবে এদের মূল কার্যক্রম হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে পথচারীদের কাছে থেকে ছিনতাই করা। এরা বিভিন্ন দোকানদারদের কাছে চাঁদাও আদায় করে। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এদের ভয়ে এলাকার মানুষ স্বাভাবিক কার্যক্রম করতে পারত না। তাদের নামে পাহাড়লী থানায় ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। পিচ্চি শাকিব হত্যা মামলার আসামি। গ্রেফতার চারজন হলো, মো. জসিম (২৫), মো. রাকিব (১৯), বেলাল মিয়া সাজু (২৩) এবং মো. শাকিব (১৫)।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত
ফতুল্লায় শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
টানা ৪০ রাতের পর সূর্যোদয়
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে তারুণ্যের ফুটবল প্রতিযোগিতার উৎসব
দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের আবারও সতর্ক করল সরকার
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী
বাউফলে উপজেলা ছাত্রদলের আহবায়কের বহিষ্কার দাবি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর জানালেন জয়
খালেদা জিয়া অনেকটা ভালো আছেন : মির্জা ফখরুল
সুস্থ প্রতিযোগিতা না থাকলে গণমাধ্যমের স্বাভাবিক বিকাশ হবেনা- কমিশন প্রধান
সিংগাইরে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মালি আছে, বাগান নেই
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
নতুন খেলোয়াড় চান গুয়ার্দিওলা
এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জব্দ ১৬ সম্পদ
সিলেটসহ দেশের পাথর ও বালু মহাল নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত
দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসারকে কুপিয়ে জখম
গোলের সুযোগ নষ্ট, হাভার্টজের পরিবারকে হত্যার হুমকি
ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত