তিনটি বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ ৬ মাস বয়সী শিশুর মৃত্যু
০৭ জুন ২০২৩, ১১:১৫ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রচন্ড গরমে অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়, বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয় ও নারান্দিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকসহ অন্যান্যরা তাদের হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় উপজেলা প্রশাসন দুইদিনের জন্য বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে। অসুস্থ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৬ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।
কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, মডেল থানার ওসি মুহম্মদ আলমগীর ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন মজুমদার, গৌরীপুর ইউপির চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. সেলিম দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবার ব্যবস্থা করেন।
গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবা বিদ্যালয়ের সব শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, গত মঙ্গলবার অসুস্থ হয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর মারা যাওয়া এবং গতকাল অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনের অসুস্থতার কথা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, গরম ও পরীক্ষার চিন্তায় প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীর দেখাদেখি আতঙ্কে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়। অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে। ইউএনও মো. মহিনুল হাসান বলেন, প্রচ- গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল ও আজকের অর্ধবার্ষিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার তীব্র দাবাদাহে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা অসুস্থ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ব্রাহ্মণপাড়ায় হিটস্ট্রোকে ৬ মাস বয়েসী শিশুর মৃত্যু
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হিটস্ট্রোকে ৬ মাস বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা বুড়িচংয়ের আরাগ আনন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত যোবাইদা হুরাইন খাদিজা উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের আবু হানিফের মেয়ে।
মৃত্যের পিতা জানান, শিশু খাদিজাকে নিয়ে তার মা জয়তী গত মঙ্গলবার তার নানার বাড়ি আরাগ আনন্দপুর গ্রামে বেড়াতে যান। গত রাতে সবাই প্রতিদিনের নিয়মে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বিদ্যুৎ চলে যায়। সকালে শিশু খাদিজার মায়ের ঘুম ভাঙলে সে খাদিজার অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি দেখতে পায়। এসময় স্বজনরা তাকে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় চিকিৎসক নিহতের পিতাকে জানান, অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে শিশুটি মারা গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু
ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা
মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা