পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের : হামলা আহত ১০
০৮ জুন ২০২৩, ১১:৫৫ পিএম | আপডেট: ০৯ জুন ২০২৩, ১২:০১ এএম
সারাদেশে লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদান : বিভিন্ন স্থানে পুলিশের বাধা
পাবনায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের সামনে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভ‚মিকা পালন করতে দেখা গেছে। এদিকে সারা দেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
পাবনা জেলা সংবাদদাতা জানান, পাবনায় বিএনপির নেতা কর্মীদের উপর পুলিশের সামনে হামলা করেছে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতি প্রতিবাদে কেন্দ্রঘোষিত বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভ‚মিকা পালন করতে দেখা গেছে। এই ঘটনায় জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ ১০ জন আহত হয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরস্থ জেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পাওয়ার হাউজ পাড়াস্থ বিদ্যুৎ অফিসে দিকে রওনা হয়। কিন্তু পথে বড় ব্রিজের মাথায় পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হয়। তারা বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু বলেন, আমরা শান্তিপুর্ণ কর্মসূচি পালন করছিলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতেই নারকীয় হামলা চালানো হয়েছে। এতে আমাদের জেলা আহবায়কসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা দোকানপাটে লুকিয়ে পড়লে সেখানে তাদের উপর হামলা চালানো হয়।
হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল জানান, আমাদেরও শান্তিসমাবেশ চলছিল। এসময় বিএনপির নেতাকর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসার পথে নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে গতকাল নেসকো অফিসের সামনে বিএনপির নেতৃববৃন্দ অবস্থান নেয়। অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। নেসকো অফিসের সামনে অবস্থান নিয়ে সেখানে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ। অবস্থানের পর বিএনপির নেতৃবৃন্দ নেসকোর সচিব সালমা খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ময়মনসিংহ ব্যুরো জানায়, কেন্দ্রের নির্দেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। বাতিরকল সড়কে কয়েক হাজার নেতাকর্মী পুলিশের ব্যারিকেটে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক ডা. মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ প্রমুখ।
খুলনা ব্যুরো জানান, খুলনায় বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিয়ে আওয়ামী সরকার ফৌজদারী অপরাধ করেছে। সে জন্য এই রেন্টাল-কুইক রেন্টালের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বয়রাস্থ ওজোপাডিকো লিঃ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
সিলেট ব্যুরো জানায়, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতৃবৃন্দরা বলেন ব্যর্থ এই সরকারকে অভিলম্বে পদত্যাগ করতে হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা বিএনপি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। একইসাথে নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দিয়েছেন দলটির নেতৃবৃন্দ। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা শহর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান ফটকে এসে জড়ো হয় নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিভিন্ন সেøাগান দেয় তারা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্তক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রী নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে বিদ্যুৎ কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের ঠেলাঠেলি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিএনপির কর্মসূচিতে পাওয়ার হাউজ রোডে এ ঘটনা ঘটে। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাওশু সরকার কুট্টি, সাবেক পাবিলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, মহিলাদলের সাধারণ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন রুমা, জেলা আহŸায়ক কমিটির সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের আহŸায়ক অ্যাড. সৈয়দ মোদার্রেস আলী ইছার সভাপতিত্বে, গতকাল শহরস্থ কাঠপট্রিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনেএক অবস্থান কর্মসূচি শেষে ফরিদপুর ওজোপাডিকো ০১ এর নির্বাহী প্রকৌশলীর বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনসহ জেলা যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে পথসভা ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। গতকাল বেলা সাড়ে ১১টার সময় জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের বিনোদপুর বিদ্যুৎ কেন্দ্রে স্মারকলিপি প্রদান করেন। এ সময় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ বাঁধা প্রদান করেন। এসময় জেলা বিএনপির আহব্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন প্রমুখ বক্তব্য রাখেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অবস্থান ধর্মঘট পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। গতকাল বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল শহরের সিলমি পার্টি সেন্টারের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে জেলা বিএনপি। অবস্থান কর্মসূচি শেষে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালসহ প্রমূখ।
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা জানান, ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির আয়োজনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির সামনে এ কর্মসূচি পালন করেন তারা। জেলা বিএনপির সহ-সভাপতি নুর করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, দফতর সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ। কর্মসূচির শেষে বিদ্যুৎ অফিসের স্মারক লিপি প্রদান করেন বিএনপির নেতারা।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলা শহরে গতকাল দুপুরে শহরের শাহ মোস্তফা সড়কে কর্মসূচি পালন করেন বিএনপি। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজর জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমানসহ প্রমুখ।
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক-এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষকদলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কীসহ প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শান্তিপূর্ণ অবস্থান এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলার সিদ্ধিরগঞ্জে ডিপিডিসি বিদ্যুৎ অফিসের সামনে কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। বিদ্যুৎ অফিসের সামনে জেলা বিএনপির, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড