প্রতি তারিখে হাজিরা দিতে হবে না ড. মুহাম্মদ ইউনূসকে
১১ জুন ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসকে প্রতি তারিখে শ্রম আদালতে হাজিরা দিতে হবে না। তার হাজিরা গন্য করা হবে আইনজীবীর মাধ্যমে। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
গতকাল রোববার ঢাকার ৩ নম্বর শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন ড.মুহাম্মদ ইউনূসের কৌঁসুলি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ফলে মামলা ধার্য তারিখে ড. মুহাম্মদ ইউনূসকে আর শ্রম আদালতে হাজিরা দিতে হবে না।
অভিযোগ গঠনের দিনই গত ৬ জুন বিদেশে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি থাকার কারণে ব্যাক্তিগত হাজিরা থেকে ইউনূসের পক্ষে অব্যাহতি চান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুনানিতে তিনি বলেন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী। প্রায় সারাবছরই তাকে বিভিন্ন দেশে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তার পক্ষে ধার্যকৃত তারিখ মতো হাজির থাকা সম্ভব নয়। তাই তার মামলায় ব্যাক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতি দেয়া হোক। শুনানি শেষে আদালত সেটি মঞ্জুর করে উপরোক্ত আদেশ দেন।
এই আইনজীবী আরও জানান, মামরায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পরই তার ব্যাক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় সেটির শুনানি হয়। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন শ্রম আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। তবে মামলা থেকে অব্যাহতি চেয়ে তার আইনজীবী সাংবাদিকদের বলেন, শ্রম আইনের ৪ এর (৭) এবং (৮) ধারায় শ্রমিকদেরকে স্থায়ী করা হয়নি এবং ১১৭ জনকে আনলিভ দেয়া হয়নি আর ২৩৪ ধারা অনুযায়ী তাদের মুনাফার ৫ শতাংশ দেয়া হয়নি। এমন অভিযোগ আমলে নিয়ে গঠন করা হয়েছে।
তবে আমরা বলছি, গ্রামীণ টেলিকম নিজেই চুক্তিভিত্তিক কাজ করে। তিন বছরের জন্য। গ্রামীণ ফোন এবং নকিয়ার সার্ভিসের জন্য। নিজেই যেখানে চুক্তিভিত্তিক সেবা প্রদান করে করছে সেখানে শ্রমিকদের স্থায়ী নিয়োগের সুযোগ কোথায় ? তার চুক্তির সময়কাল অনুযায়ী তিন বছর পর পর সবাইকে নবায়ন করে। এটি সার্ভিস রুলস অনুযায়ী হবে। তিনি বলেন, আইন অনুযায়ী শ্রমিকের অর্জিত ছুটি দিতে হবে ১৮ দিন। গ্রামীণ টেলিকম দিচ্ছে ২০ দিন। তারপর বলা হলো ২৩৪ এটি একটি নন-প্রফিট অর্গানাইজেশন। তাই শ্রম আইনের ২৩৪ ধারা অনুযায়ী প্রফিট দেয়ারও সুযোগ নেই। গ্রামীণ টেলিকম ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান। এটি সামাজিক কাজে ব্যবহার করা হয়। এটি কোনো শ্রমিক-কর্মচারিকে দেয়া যায় না। কোম্পানি আইনের বিধান হলো যে,এই ধরণের প্রতিষ্ঠানের প্রফিট শ্রমিকদের দেয়া নিষিদ্ধ। আমরা আদালতে এ পয়েন্টগুলো তুলে ধরার পরও ফৌজদারি ক্রিমিনাল ২২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। শ্রম আইনের ৮ এর ৪ এর ৭ এবং ৮ এবং ১১৭ এবং ২৩৪ ধারায় ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই গ্রাউন্ডে মামলা দায়ের এবং অভিযোগ গঠন হতে পারে না। এ বিষয়টি আমরা উচ্চ আদালতে তুলে ধরবো।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন