জামায়াত অনিবন্ধিত দল ইনডোরে সমাবেশ করতেই পারে -স্বরাষ্ট্রমন্ত্রী
১১ জুন ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতে পারে। জামায়াতে ইসলামী ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপি কমিশনার যাচাই করে অনুমোদন দিয়েছে। গতকাল রোববার রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বায়তুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এসব কিছু মাথায় রেখে তাদের ইনডোরে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। জামায়াতের ক্ষেত্রে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা-সমাবেশ করতেই পারে।
তিনি বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে ঢেলে সাজানোর হবে। আগে আমরা প্রতিনিয়তই সড়কে-মহাসড়কে চুরি-ডাকাতি লুটপাটের খবর পেতাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাইওয়ে পুলিশকে আমরা সমৃদ্ধ করছি। এর ফলে এখন আর আগের মতো চুরি-ডাকাতি হয় না।
ক্যানসার বা অন্য যেকোনো রোগের চেয়েও সড়ক দুর্ঘটনায় বেশি মানুষের প্রাণহানি ঘটে উল্লেখ করে তিনি বলেন, সড়ক নিরারাপদ করতে আমাদেরও দায়িত্ব রয়েছে। আমাদের সড়কে অনেক ত্রুটি ছিল, সব না হলেও এখন কিছু জায়গাকে উপযোগী করা হয়েছে। রাস্তায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, প্রশস্ত করা হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক। প্রায় ৭৫ ভাগ মানুষ সড়কপথে যাতায়াত করেন এবং ৮৩ ভাগ পণ্য সড়কপথে পরিবহন করা হয়। দেশের উন্নয়নের সঙ্গে সড়কে বেড়েছে ব্যস্ততা। এখন মহাসড়কের ২৫০ কিলোমিটার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি হবে। যাতে দুর্ঘটনা বা চুরি-ডাকাতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। গত ঈদে মহাসড়কে উদাহরণ সৃষ্টি হয়েছে। কোথাও কোনো যযানজট বা সমস্যা হয়নি, হাইওয়ে পুলিশের তৎপরতায় মানুষ নিরাপদে বাড়ি যেতে পেরেছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, প্রস্তাবিত সড়ক আইনে ট্র্যাফিক রুল ভঙ্গ করলে গাড়ি চালকের ১০ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছিল। ট্র্যাফিক আইন ভঙ্গ শুধু গাড়ির চালক করে না, পথচারীও করে। এজন্য চালককে ১০ হাজার টাকা জরিমানা করলে পথচারীকেও করতে হবে। আইনে এমন কিছু অসঙ্গতি ছিল, যা পরে সংশোধন করা হয়েছে।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মহাসড়ককে নিরাপদ করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য মহাসড়কে ডাকাতি-ছিনতাই নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। প্রতি ঈদে সচল সচল রাখাতে মানুষ নিরাপদে ঈদে বাড়ি যেতে পারছে। সড়কে প্রতি বছরই মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমেছে। এতে বোঝা যায় পুলিশ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট পুলিশ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন বলেন, মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম ও সমস্যার অভিযোগ সঙ্গে সঙ্গে জানানো যাবে পুলিশকে। রাজধানীর নাগরিকদের সুবিধার জন্য ‘হ্যালো এইচপি’ অ্যাপ চালু করেছে হাইওয়ে পুলিশ। ‘হ্যালো এইচপি’ অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শাহাবুদ্দিন বলেন, হাইওয়েতে ঘটে যাওয়া যেকোনো বিষয়ে অভিযোগ পাঠানো যাবে এ অ্যাপের মাধ্যমে। এ ছাড়া ভাড়ার তালিকা, সেতুতে টোলের হারসহ গুরুত্বপূর্ণ তথ্য জানানো যাবে। এমনকি জরুরি সাহায্যে বাটন চেপে হাইওয়েতে যেকোনো পরিস্থিতিতে নিকটবর্তী হাইওয়ে পুলিশের টহল দলের কাছে সাহায্য পাওয়া যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়