ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পদযাত্রা

যেসব রাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার কথা বলছে তাদের ধন্যবাদ : মির্জা আব্বাস

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ জুন ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশকে নিয়ে সারাবিশ্বের মানুষ উৎকণ্ঠায় আছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যেসব রাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলছেন তাদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, আজকে দেশের মানুষ পেট ভরে খেতে পারে না। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। যতই তালবাহানা করেন না কেনো বাংলার মানুষ আর যেনতেন নির্বাচন নিবে না। যদি আগের মত যেনতেন নির্বাচনের চেষ্টা করেন তাহলে এর পরিনতি হবে ভয়াবহ।
গতকাল শুক্রবার দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর লালবাগ-আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
পদযাত্রাপূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মির্জঅ আব্বাস বলেন, জনগণ তাদের দাবি আদায়ের লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অথচ সরকার কাউন্টার কর্মসূচির নামে সংঘাত সৃষ্টির পায়তারা করছে। এটা ভালো লক্ষণ নয়। জনগণকে ক্ষেপাবেন না। জনগণ একবার ওঠে দাঁড়ালে পালিয়েও পথ পাবেন না।
সভাপতির বক্তব্যে সালাম বলেন, সরকার নাকি ঘরে ঘরে উন্নয়ন করেছে? কিসের উন্নয়ন? ঘরে খারার নেই, বিদ্যুৎ নেই। উন্নয়ন হয়েছে দলীয় নেতাকর্মীর। উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর পরিবারের। হাজার হাজার কোটি লুট করেছেন। কাদের টাকা লুট করলেন? দেশের জনগণের টাকা।
সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে সালাম বলেন, আওয়ামী লীগ আজ ক্ষমতায় আছে কাল থাকবে না। তাই ভুল করবেন না। জনগণের পক্ষে থাকুন, জনগণই আপনাকে রক্ষা করবে, সম্মানিত করবে। তিনি বলেন, এই আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ না খেয়ে মরে। ৭২ থেকে ৭৫ সালে তাদের লুটপাটের কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিলো। হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে। এই আওয়ামী লীগ আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশে আবারও দুর্ভিক্ষ হবে। শেষ হয়ে যাবে দেশের অর্থনীতি।
পদযাত্রাটি আজিমপুর মুসলিম এতিমখানা থেকে শুরু হয়ে উর্দুরোড, চকবাজার, আবুল হাসনাত রোড, নাজিম উদ্দিন রোড, বকশীবাজার হয়ে আরমানিটোলা গিয়ে শেষ হয়। পদযাত্রার সময় রাস্তার দুপাশের মানুষ পদযাত্রায় অংশগ্রহণকারী কর্মীদের করতালি দিয়ে সমর্থন করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুইয়া, মীর সরাফত আলী সপু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হাজী মনির, তানভির আহমেদ রবিন প্রমুখ।
এদিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে একই কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আমিনুল হকের সঞ্চালনায় পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অতীতে কোন প্রধানমন্ত্রী জেনেভায় আইএলও সম্মেলনে যোগ না দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আজ সেখানে যোগ দিয়েছেন? যেখানে বিশ্বের সবাই জানে বাংলাদেশের অর্থনীতি তলানিতে চলে গেছে। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি সম্মানজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, গুম, খুন, হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি করে এই সরকার টিকে রয়েছে। এদের কারণে আমেরিকা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। ভিসা নীতি ঘোষণা করেছে। এটা আমাদের জন্য লজ্জার, সম্মানের নয়। এটা আওয়ামী লীগের জন্য বিশ্ববাসীর ধিক্কার।
ড. মোশাররফ বলেন, সরকারের মাথা ঠিক নেই। এক মন্ত্রী এক কথা বলে অন্য মন্ত্রী আরেক কথা বলে। এক নেতা এক কথা বলে অন্য নেতা আর এক কথা বলে। আওয়ামী লীগ এখন এলোমেলো লীগ হয়ে গেছে। এই আওয়ামী লীগের অধীনে অতীতে কোন সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচনের নামে চুরি ডাকাতি হয়েছে। এখন তারা বিদেশিদের খুশি করতে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। দেশের জনগণ এবং বিশ্ববাসী জানে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই উঠে না। সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই সরকারকে হঠাতে হবে। কিন্তু এই সরকার আপোষে যাবে না এই সরকার হটাতে গণঅভ্যুত্থানের দরকার।
খন্দকার মোশাররফ বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই আমরা বিজয়ী হব। আমাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা যুগপৎ আন্দোলন করছে দেশের জনগণ রয়েছে। যত রকম ছলচাতুরি করুক না কেন শেখ হাসিনার ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না। ###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
আরও

আরও পড়ুন

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী