সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ

এসপির বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আল্টিমেটাম

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১৬ জুন ২০২৩, ১১:৪০ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৩, ১২:০০ এএম

হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি, জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদের এই বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে জামালপুরে কর্মরত সাংবাদিকেরা এই আল্টিমেটাম দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশনে এসপি নাছির উদ্দিন ওই বক্তব্য দেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জামালপুর শহরের শহীদ হারুন সড়কে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে সাংবাদিক নেতৃবৃন্দ এই আল্টিমেটাম ঘোষণা দেন। জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের আয়োজনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভা হয়। এ ছাড়া বকশীগঞ্জ, জামালপুর ও ইসলামপুরে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকেও একই দাবি জানান সাংবাদিকেরা।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানির সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, জনকণ্ঠের আজিজুর রহমান ডল, আজকের পত্রিকার জাহাঙ্গীর আলম, প্রথম আলোর আব্দুল আজিজ, আমাদের নতুন সময়ের খাদেমুল বাবুল, দেশটিভির সাইদ পারভেজ তুহিন, বণিক বার্তার আরিফ আকন্দ, দেশ রূপান্তরের ময়না আকন্দ প্রমুখ।

এদিকে গোলাম রব্বানী নাদিম হত্যাকা-ের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর লাগাতার কর্মসূচি থেকে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজে শনাক্ত ব্যক্তিরা ছাড়াও ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়া গডফাদারকেও গ্রেফতারের দাবি জানানো হয়। প্রতিবাদ সভা থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এর মধ্যে তিনদিন কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি রয়েছে।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বিভিন্ন জেলায় সমাবেশ ও মানববন্ধন
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার খুলনা, ময়মনসিংহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, টাঙ্গাইল, মানিকগঞ্জ, বাগেরহাট, ফরিদপুর, পঞ্চগড় ও রাজবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে এ দাবি জানানো হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

খুলনা ব্যুরো জানায়, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে খুলনায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ব্যুরো এডিটর ও খুলনার প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মফিদুল ইসলাম টুটুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ করতে হবে। অচিরেই নাদিম হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ। অপরদিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের নৃশংস হত্যাকা-ের প্রতিবাদে খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ময়মনসিংহ ব্যুরো জানায়, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেছেন ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম খান ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। গত বৃহস্পতিবার রাত ৮টায় ময়মনসিংহ রিপোর্টার ইউনিটির ভার্চুয়াল সভায় এ দাবি করা হয়। সভায় অংশগ্রহণ করেন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নজরুল ইসলাম, নজীব আশরাফ, শেখ মহিউদ্দিন, বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল, এম এ মোতালেব, বিল্লাল হোসেন মানিক, হারুনুর রশিদ, মোশারফ হোসেন জুয়েল, তারেক হাসান, আব্দুল্লাহ আল-আমীন ও দৈনিক বাংলার মিন্টু।

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাতক্ষীরার সাংবাদিক, নাগরিক, মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শহরের নিউ মার্কেট মোড়স্থ শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান।
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলু ও জেলা গণফোরামের সভাপতি আলী নুর খান বাবুল প্রমুখ।

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা। গতকাল শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মওলা, কোষাধাক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশন টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান প্রমুখ।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১১ টার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, নয়াদিগন্তের প্রতিনিধি মালেক আদনান প্রমুখ।

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যার প্রতিবাদ এবং হামলায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

কর্মসূচিতে বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, সহ সম্পাদক রিপন আনসারী, বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস।
বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রেসক্লাবের দফতর সম্পাদক এসএম সামছুর রহমান, সাংবাদিক এসএস শোহান প্রমুখ।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে গতকাল শুক্রবার দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে মানববন্ধন কর্মসূচিচ পালন করা হয়। পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিক আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
ফরিদপুর জেলা সংবাদাতা জানান, নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলার কর্মরত সাংবাদিকরা। একইসাথে হত্যায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। গতকাল শুক্রবার ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাংবাদিকরা।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক পান্না বালা, বাংলানিউজ২৪.কমের ফরিদপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হারুন-অর-রশীদ।

রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর পাংশা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস, এম রাসেল কবীর, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি শামিম হোসেন, সিনিয়র সাংবাদিক এম, এ জিন্নাহ ও মাসুদ রেজা শিশির।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
আরও

আরও পড়ুন

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক